হেব্বি সেক্সি!


হেব্বি সেক্সি সংসদ- শাড়ি, ব্লাউজ কত্ত কিছু নিয়া আলাপ। ভালোই লাগছে। জানা মতে, যাদের যৌবন লুপ্ত হয়, তারা এ ধরণের আলোচনা করে মজা লুটেন, সংসদে যারা এ নিয়ে আলাপ করছেন তাদের যৌবন সম্পর্কে আমার ধারণা নাই।

চিকিৎসকরা ভালোই কইতে পারবেন।

দেশের একটা শীর্ষ দৈনিকে  একটা খবর পড়েছিলাম- ইয়াবা খাইলে কি হয় তা নিয়ে। আবার একজন ক্রাইম রিপোর্টাররেও জিগাইছলাম- জিনিসটা খাইলে কি অয়।  দুজনেরই উত্তর অইলো  হঠাৎ উত্তেজনা বাড়ে। পরে ঝিমায়।

বদি ভাই, মাশাল্লাহ মায়ানমার থেকে জিনিসটা নিয়া আসছেন, আমরা সেটা চেখে উত্তেজিত। এ লইয়া বিরাট বাণিজ্য। অনেক রিপুর্ট। চূড়ান্ত বিচারে ব্যবসা চলমান।

ইদানিং অবশ্য আরেকটা ব্যাপার হুনতাছি। ছাত্রলীগের এক ছোডো ভাই কইলো পুলিশ নাকি চেকপোস্টে চেক করার  সময় ইয়াবা পকেটে ঢুকায়া দ্যায়।

হে আমারে উপদেশ দিছে- পুলিশ চেকিং করতে আইলে আগে কইবেন ভাই আত দেখান।  তারপর চেক।

 কিন্তু এইডা কি সবার জন্য সম্ভব!

জানি না। তয়, আম জনতারে  সংসদ ভালোই বিনুদন দিতাছে, ভালোই লাগতাছে।

 গ্রেট। তয় একটা কতা- শাড়ি, ব্লাউজে আছেন ভালো। আর ভিতরে হান্দায়েন না। লোল।