বিদায়, সৈয়দ হক



...মানুষ বেকুব চুপ,হাটবারে সকলে দেখুক
কেমন মোচড় দিয়া টাকা নিয়া যায় বাজিকর ৷
চক্ষের ভিতর থিকা সোহাগের পাখিরে উড়াও,
বুকের ভিতর থিকা পিরীতের পূর্ণিমার চান,
নিজেই তাজ্জব তুমি – একদিকে যাইবার চাও
অথচ আরেক দিকে খুব জোরে দেয় কেউ টান৷


পরানের গহিনের ভিতর-সৈয়দ হক ।।


কৈশোরে প্রিয় কবিদের একজন সৈয়দ হক ; তারুণ্যে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস 'নিষিদ্ধ লোবান' কিম্বা অন্যায়ের প্রতিবাদে রুখে দাঁড়ানো কাব্যনাট্য 'নুরলদীনের সারা জীবন' এ মুগ্ধ।।

বিদায়, সৈয়দ হক। আপনার 'নুরালদীনের সারা জীবন' কাব্য নাট্যের দর্শনই সত্য হোক । পরকালীন জীবন মঙ্গলময় হোক।


'...নূরলদীনের কথা মনে পড়ে যায়
যখন এ দেশ ছেয়ে যায় দালালের আলখাল্লায়,
নূরলদীনের কথা মনে পড়ে যায়
যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়,
নূরলদীনের কথা মনে পড়ে যায়
যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত হয়ে যায়,
নূরলদীনের কথা মনে পড়ে যায়
যখন আমারই দেশে আমারই দেহ থেকে
রক্ত ঝরে যায় ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায়,
আসুন, আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে
যেখানে স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে খেলা করে
তখন কে থাকে ঘুমে, কে থাকে ভেতরে
কে একা নিঃসঙ্গে বসে অশ্রুপাত করে?
সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে..
নূরলদীনের কথা সারাদেশে পাহাড়ী নদীর মত নেমে আসে সমস্ত ভাষায়
অভাগা মানুষ যেন আবার জেগে উঠে এই আশায় যে-
আবার নূরলদীন একদিন আসিবে বাংলায়
আবার নূরলদীন একদিন কাল্ পূণির্মায় দিবে ডাক--
জাগো বাহে, কোনঠে সবাই.....'


নুরলদীনের সারা জীবন ।। সৈয়দ হক ।।


সৈয়দ হক - জন্ম  কুড়িগ্রাম ২৭ ডিসেম্বর ১৯৩৫ ।  মৃত্যু-ঢাকা, ২৭ সেপ্টেম্বর ২০১৬।