তুমি যে পথে কাদা-কণা উড়িয়ে যেতে!
সে পথ ধরেই আমি আরেকবার হেঁটে যেতাম!
তোমার পায়ের ছাপে সোঁদা মাটির ধুলো-কণা ওড়ার -
সে দৃশ্য দেখতে দেখতে নিজেকে বড় করেছি।
ভালোবেসেছি তোমার প্রতি পদক্ষেপ!
এখন তুমি নগরে--
নোংরা ধুলোজমা ঘরের বারান্দায় বসে আকাশ দেখো!
সেই শ্যামল মাঠ, হেমন্তের শুকোতে থাকা মাটির গন্ধ-
এখনো আমার নাকে লেগে আছে!
কেবল তুমি নেই।
নগরবাসী তুমি এখনো আমার একটাই প্রেম !