টেরাম্পের তাৎক্ষণিক সাক্ষাৎকার---হিলারির আইডল ইনুস! আমার ডিপজল!




ছবি :গুগল সার্চ থেকে প্রাপ্ত!!


 তম পেসিডেনট হওনের পর আপনার অনুভূতি কি?

অনুভূতি আবার কি, তুমার বাড়ি কৈ সম্বাদিক! গাট্টি গোছাও! 

স্যার আপনার প্রিয় গান কি?

গান, ওটা আবার কি!

না মানে স্যার সঙ্গীত...

ও কইবা তো--- ওরে ও মাইনকা কি বাত্তি জালাইলি! 

কি কইলেন স্যার  ... এই গান তো বাংলাদেশের, আপনি তো কৈছেন আউটসোর্স করবেন না, তাইলে!

শোন সম্বাদিক, বঙ্গদেশে আমার কিছু আইডল আছে। তোমগো হিলারির যে রকম আইডল ইনুস!

স্যার আফনের আইডল ...

আমার আইডল হইলো ডিপজল! চিন নাই... বাঙলা সিনামা করে... সানডে মানডে কোলজ কইরা দিমু... ওই, তরে আমি চিবায়া খায়ালাইমু তরে!


স্যার না মানে... 

ওরে সম্বাদিক ডরাইছো... ডরাইও না... এইডা ডিপজলের ডায়লগ

ও আচ্ছা ...

স্যার আপনি আম্রিকাকে ভবিষ্যতে কোতায় দেখতে চান


ক্যান আম্রিকা আম্রিকায় থাকবো---


না মানে ধরেন... উন্নতি অগ্রগতি

উন্নতি অনেক হৈছে, বুড়ি মহিলারা যাতে পর্ণোগ্রাফি দেখতে না পারে সেই ব্যবস্থা করতেচি! দেখ নাই তোমাগো হিলারি বিতর্কের মাঝখানে... করতে বাথরুমে চলে যায়! এসব হইলো পর্ণোগ্রাফির প্রভাব!


তা স্যার আপনারো কি সে দিকে আসক্তি আছে!

ও আর বলো না, বয়স বেড়েছে, তাই একটু সমস্যা অয়! ওটা কিছু না! তা আবার বউ কিন্তু সিরাম মঠেল ছিল! 
শোন, আম্রিকায় পুরুষের জন্য সব জায়েজ! মহিলার জন্য সব হারামা! কেবল ভোগ-- বােঝ নাই ব্যাপারটা! ভোগ ম্যাগাজিন না! কিন্তু! 

তা তোমার বাড়ি যেন কোথায়?

স্যার আমি নু ইয়র্কে থাকি! 

আসছো কোত্থেকে ... 

ইনডিয়া স্যার!

যাক ভালা... তোমাদের নায়িকা আছে না মল্লিকা... আমার ভাল লাগে মার্ডার দেখছিলাম... মার্ডার সিনামা... ভিগে হোঁটে তেরে... সিরাম ছিল---

স্যার এখন আরো ভালো নায়িকা আছে... দীপিকা... ক্যাটরিনা...
ও সব থাক... আর কত বেচবা! বেইচা বেইচা তো  বঙ্গদেশের  জীবন সাঙ্গ কৈরা ফালাইছো! ওইটা আর এখানে আউটসোর্স কইরো না ! আমার যৌবন পড়তির দিকে... 


তা শোন, বুশ  একবার তাজমহলে গিয়া তোমাদের নায়িকার কোমর ধইরা ঝাঁকাইছিল.. তারপর থেকে তোমগো দেশের লগে আমগো সম্পর্ক ঐশ্বরিয়ার কোমরের মতই মেদহীন!আমি ভেবে দেখি... তুমি যেহেতু বলচো... তুমি চিন্তা কইরো না!

আমি ইনডিয়ার লগে আছি, মিষ্টি খাইবা... তোমর মন খারাপ তো তাই জিগাইলাম! 

না স্যার.. 

তাহলে এখন আস!! মানে যাও...

ব্যাক ড্রপে গান চলে... ওরে ও মাইনকা কি বাত্তি জালাইলি! 


ইহা একটি কাল্পনিক সাক্ষাৎকার!

বিপন্ন নাসির নগর

অত্যন্ত বিপন্নবোধ করছি- নাসিরনগরে  সনাতন ধর্মাবলম্বীদের  উপর নিপীড়ন, উৎপীড়ন এবং চলমান হামলা  হয়েছে। এখনো হামলার শঙ্কা আছে।  মেয়েদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত পরিবার!

গণমাধ্যমগুলোর খবর থেকে জানা যাচ্ছে, ফেসবুকে পোস্ট নিয়ে এ কাণ্ডকারখানা ঘটলেও এখন মসজিদে পাওয়া যাচ্ছে -মূর্তি! সংবাদ লিঙ্ক http://www.theindependentbd.com/post/67071 আর সনাতন ধর্মপল্লীতে নারী-সম্ভ্রম নিয়ে শঙ্কা খবরের লিঙ্ক http://www.bbc.com/bengali/news-37887606?post_id=10206717003385193_10210997640238439#_=_

ধর্ম-রাজনীতির এ নোংরা খেলার  মধ্য দিয়ে যাচ্ছে নাসির নগরের ঘটনাপ্রবাহ। এর আগে রামুকাণ্ডের পর একজন গণমাধ্যমকর্মী হিসাবে সেখানে গিয়ে একই রকমের ধর্ম-রাজনীতি দেখেছি।  সুতরাং  নাসিরনগরের ঘটনা সম্পর্কে যতটা জানছি, এটিও ধর্ম-রাজনীতির বাইরের কোন ঘটনা বলে দৃশ্যত আমার কাছে অন্য কিছু মনে হচ্ছে না।

ধারা ৫৭, মাঝরাতে দরজায় কেউ ঠক ঠক করা রক্ষী, চাপাতিঅলা অথবা এক সম্বাদকর্মী স্বামীর লেখালেখির কারণে  রাস্তায় বড় ভাইয়ের ষণ্ডারা তার গর্ভবতী স্ত্রীর গায়ে  হাত তোলার ঘটনা (http://banglamail71.com/open-talk/news=448)-- এ সব জানার পরেও চুপ করে  নাসির নগরে এ হামলার ঘটনা চোখ বুঝে সইবার চেষ্টা করছিলাম!

শেষ পর্যন্ত পারলাম না।

একটা স্বাধীন দেশে, সংখ্যাগরিষ্ঠ মোসলমান  দেশে, হিন্দু-বৌদ্ধ এবং খ্রিস্টানরা আক্রান্ত হবেন--- এটা আবার আমাদের মেনেও নিতে হবে, সেটার কোন কারণ খুঁজে পেলাম না।

শাহরিয়ার সাহেবের শরীরে হয়ত অবসাদ ভর করেছে, হালাকা শীতের আমেজের কারণে সুশীলরা কম্বল খুঁজছেন, কিন্তু নাসিরনগরে  আতঙ্ক-হামলা জেগে আছে।

ঘটনা ঘটার পরও  আমরা  আইন শৃঙ্খলা রক্ষার জন্য  দায়িত্বপ্রাপ্ত  রাষ্ট্রীয় কর্তার  যে বক্তব্য শুনছি, সে রকম বক্তব্য আমরা রামুর ঘটনার পরেও শুনেছি।

রাজনীতির নিকাশটা কেবল লাভ লোকসানে! সেখানে মানুষের জীবন, তাদের নিরাপত্তা, সম্পত্তি এবং সম্ভ্রমের সুরক্ষাটা হয়ত মুখ্য নয়, কিন্তু মানুষ হিসাবে কিছু লো্ককে স্বীকার করে নেয়ার পর এটা সুরক্ষা করতে না পারাটা  চরম ব্যর্থতা।  সে ব্যর্থতার জন্য শাস্তি পাওয়ার উচিৎ, কার শাস্তি পাওয়া উচিৎ সেটা  রাষ্ট্রই নির্ধারণ করুক।

কিন্তু নাগরিক হিসাবে, প্রবাসে বা দেশে আমরা খুবই ছোট হয়ে যাই যখন  এ রকম নোংরা ধর্ম-রাজনীতি  তাণ্ডব চলে। আর আমাদের রাজনীতিকরা এ থেকে কী ফায়দা তোলেন, সেটাও ষ্পষ্ট নয়, তাদের ফায়দা, কাদা ছোঁড়াছুড়ির শেষ পরিণাম কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে দেশের জন্য; ধর্মের জন্য; আমার সামাজিক-সম্প্র্রীতির জন্য--  সেটি তারা মোটেও ভাবেন  কিনা সন্দেহ!  হয়ত ভাবেনও।

তবে এটা তাদের কাছে একটা খেলা হতে পারে ! ধর্ম-রাজনীতি খেলা+ধর্ম-ধর্ম খেলা= জঙ্গি রাষ্ট্র!!  এ সরল সমীকরণের দিকে এগুচ্ছে রাষ্ট্র-চরিত্র!!