কিশোরদের আন্দোলন || সবল হৃদয়ের মানুষরাই আমাদের প্রেরণা

অভূতপূর্ব কোন ঘটনা এখন আর আমাদের আলোড়িত করে না। একটা ভয় চেপে ধরে। কালো 'ত্যানা'  দিয়ে চোখ পেছানো লোকের ভয়। ভয় 'রাজাকার' তকমার। এ সব উপেক্ষা করে কিশোররা রাস্তায় যে নেমেছে, তাদের  সাহসের  কাছে মাথা নুয়ে আসে। তাদের বাবা মায়েদের প্রতি শ্রদ্ধা। কারণ সন্তান সবার কাছেই শ্রেষ্ঠ প্রাপ্তি। সেই শ্রেষ্ঠ প্রাপ্তি-সন্তানদের  অন্যায় নীরবে সয়ে যাওয়ার বদলে প্রতিবাদে ফেটে পড়ায়  বাধা দেননি। এমন সবল হৃদয়ের মানুষরাই আমাদের এখন প্রেরণা।

দুর্ভোগে অনেকে পড়েছেন। আমিও পড়েছি। আমার সন্তানরাও। তারপরে এ আন্দোলন মাসের পর মাস চললেও কসম, আমি বিরক্ত হবো না।   অন্যায্য দাবি তো তারা করছে না। সবার জন্য, সব দলে মতের মানুষের জন্যই তারা বলছে-  রাস্তা নিরাপদ হোক। সেটি চালকদের জন্যও দরকার।  যারা মানুষ পিষে মারে।  সে সব পিশাচ নরকের কীটদের জন্যও নিরাপদ রাস্তা দরকার, যারা মানুষ মেরে ফেলা কীটদের সুরক্ষা করে- তাদের জন্যও। 

আমার  বছর আঠারোর নগরজীবনে দেখা সবচেয়ে সুশৃঙ্খল,  পরিচ্ছন্ন  আন্দোলন যদি বলি, তাহলে এ কিশোরদের আন্দোলন। সিরাতুল মুসতাকিমে কোন চালকের  ভয় নাই। মানে লাইসেন্স আছে, গাড়ি চালান।  উল্টো রাস্তায় যাচ্ছেন না। তাহলে আপনাকে কেউ ঠেকাবে না।  এ রকম নিয়ম তো সরকারই বাস্তবায়ন করতে পারেনি। অথচ সরকারি কর্মকর্তাদের জন্য রাষ্ট্র কি-না করেছে।  

দু'টো  কিশোর-কিশোরীকে 'জাবালে নূর' বাস পিষে মেরে ফেলার পর বহু কুৎসিত মানুষের মন্তব্য আমরা শুনেছি।  সন্তানসম বাচ্চারা রাস্তায় নেমে আসার পর কোন কোন ইশকুল কলেজ   অভিভাবকদের চাপে রেখেছে এমন খবরও পড়েছি।  তবুও এসব বাচ্চারা রাস্তায় আছে।  একেবারেই ভিন্ন এক মডেলে। অনন্য সে মডেল।  আমাদের প্রিয় বাংলাদেশের স্বাধীনতার ৪৭ বছরের সবচেয়ে বড় যে সব অর্জন,  তার মধ্যে এ সব  কিশোরের আন্দোলন অনন্য।  ইতিহাস যদি পেশি শক্তির  তল্পিবাহক না হয়, তাহলে এ আন্দোলন তার নিজ মহিমায় উজ্জ্বল থাকবে।  

এ কিশোর-কিশোরীরা, যারা প্রতিদিন মায়ের হাতে বানানো টিফিন আর বাসার  ফুটানো পানি বোতল ভরে ইশকুল-কলেজে আসে- সে সব বাচ্চারা রাস্তায়, বৃষ্টিতে ভিজে  'নিরাপদ সড়ক' আন্দোলন করছে। এর বাইরে কিছু না। তবুও লাঠিঅলারা তাদের উপর লাঠি চার্জ করেছে।  বাচ্চাদের রক্তমাখা শার্টে  আর মুখের ছবিও  সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরেছে। 

অথচ এ বাচ্চারা  একটি স্থায়ী সঙ্কট সমাধানের জন্য রাষ্ট্রের প্রতি তাদের নিবেদন জানাচ্ছে।  এখানে সক্ষম রাজনীতি, অক্ষম রাজনীতির কোনটাই নাই।  এ সব বাচ্চারা কোন দলেরও নয়।  তবুও এরা কটাক্ষের মধ্যে পড়ছে। 

তবুও অক্ষম এই যুবাদের ক্ষমা করো তোমরা। নিরাপদ সড়কের আন্দোলন থেকে পেছনে ফিরো না। তোমাদের জয় হোক বা না হোক  ইতিহাস তোমাদের স্মরণ করবে ভালোবাসায়। শুভ হোক নিরাপদ সড়ক চাই আন্দোলন।

BTRC finds evasion of Tk 11,530cr by GP | theindependentbd.com

BTRC finds evasion of Tk 11,530cr by GP | theindependentbd.com


BTRC finds evasion of Tk 11,530cr by GP
Bangladesh Telecommunication Regulatory Commission (BTRC) in its latest audit has traced financial discrepancies worth Tk 11,530 crore in Grameenphone (GP) balance sheet ranging between 1996 and 2017. The telecom regulator commissioned a third-party firm to conduct an information system audit of the GP records for the said period.
In the 215th meeting of the BTRC held at its headquarters in the capital on July 19, the regulator was formally made aware of the evasions of the large sum in VAT and taxes by the largest telecom operator in the country.
When approached for comments,  Grameenphone sent an e-mail communiqué saying, “As a general principle, we do not comment on rumors and speculations. The System Audit by a BTRC appointed auditor is a long pending issue, and we expect that there would be dialogue with the operators before arriving at a conclusion.”
We can only comment further on conclusion of any further discussions, added the e-mail. During a first set of audit conducted earlier in 2011, financial discrepancies worth Tk 3,034 crore by the GP were also identified. GP, instead of paying the amount to the state coffers, went to the court claiming that the audit conducted on their records was not of international standard.
The BTRC, taking the GP complaint in consideration, later made it mandatory to engage a foreign partner in the auditing process.
During a second phase of the GP audit, the BTRC appointed audit firm Toha Khan Zaman & Co. as the lead auditor on October 6, 2015, while India’s CNK &
Associates LLP was brought in as the associate auditor. They started proceedings on October 20 the same year. However, the audit process was delayed due to GP’s non-cooperation.
According to the BTRC documents, Toha Khan Zaman & Co. informed the telecom regulator through a letter that it was able to on-spot auditing at GP from July 19 the next year. The firm finally submitted its report to the BTRC on May 3 this year.
According to the report prepared by the two audit firms, the GP dues to the government stands at Tk 11,530.15 crore out of which the BTRC will get Tk 7,444.21 crore in taxes and the rest— Tk 4,085.94 crore—will go to the National Board of Revenue (NBR) in VAT.
The minutes of the 215th meeting, a copy of which is with the Independent, say the commission has accepted the audit report.
According to the meeting minutes, signed by the BTRC Secretary Md Jahirul Islam on July 23, the telecom regulator has decided to send GP a letter through its Legal and Licensing Division, asking the telco to pay the dues to the commission. The commission also plans to send a letter to the NBR chairman, informing him about the GP dues to the revenue board.
It was also decided that the minutes be sent to all the BTRC commissioners and director generals informing them about the decisions taken in the meeting.
However, none of the BTRC officials agreed to speak on record on the audit report conducted on GP.
One senior official of the regulator, preferring anonymity, told The Independent on Monday that the audit was conducted engaging an international firm and the whole process was completed in line with the telecom operator’s prescribed format.
The audit report was finalised after four sets of revision, said the official, adding “Whether you consider it as a large tax evasion or large financial discrepancy, it will remain as an exemplary regulatory work.”
When asked whether the commission will be able to realise the amount from the GP, the official quipped, “You will know that once we issue the demand note.” GP ownership structure
GP is a joint venture between Telenor (55.8%), the largest telecommunications service provider in Norway having mobile phone operations in 12 other countries, and Grameen Telecom Corporation (34.2%), a non-profit organisation of Bangladesh. The other 10 per cent shares belong to retail and institutional investors.