বিবদমান সমাজে; সঙ্ঘাত- সহিংসতায় ডুবতে থাকা দেশের চিত্র আবুল কাসেম স্যাররা আগে থেকে দেখতে পান

মুজাহিদ আর হানিফ--- মুদ্রার এ পিঠ ওপিঠ। দল হিসাবে ---আম্লীগ আর জমাতও একই। কেবল  জমাতের লেজে ইসলাম আছে। আম্লীগের  মাঝখান থেকে মুসলিম কাট হইছে।

তো হানিফ স্যার  কাসেম স্যারের ভাষা বুঝবো; তার প্রতিবাদের ধরণ অনুধাবন করতে পারবো--- এটা আমরা ভাবি ক্যামনে। এটা আমাদের ভাবনার দৈন্যতা। হানিফ স্যার তো আম্লীগের--- সঠিক ডেলিভারিটা দিছে। আম্লীগ সরকার চালায়--- তারা তো বিচারের বাঁশি বাজাবে। সে বাঁশির শেষ হবে; এটা তো উনি বলেন নি। উনি ভাবছেন, আবুল কাসেম স্যার আমাদের মত ভীরু , অসহায় 'আবুল'দের মত বুক চাপড়াবেন আর বলবেন--- 'আমি আর কিচ্ছু চাই না! খালি পুত্র হত্যার বিচার চাই।'

বিবদমান সমাজে; সঙ্ঘাত- সহিংসতায় ডুবতে থাকা  দেশের চিত্র আবুল কাসেম স্যাররা আগে থেকে দেখতে পান--- সতর্ক করেন--- বিবাদ মেটানোর জন্য লিকে যান অবিরত--- তাদের অর্থ বিত্ত গড়া--- রাজ প্রাসাদে  অবতরণের তকু স্বপ্ন ছিল না। নিশ্চিতভাবে ছিলনা বলেই তিনি একজন নির্মোহ সমাজ বিশ্লেষক; সাহিত্য পড়ান বলে তাদের 'উন্নাসিক' মনে করার কারণ নেই।  সমাজ-রাষ্ট্র-রাজনীতির  হৃদস্পন্দন শুনতে পান বলেই তিনি আবুল কাসেম ফজলুল হক। আর  মানুষের হৃদ স্পন্দন নয় ক্ষমতা আঁকড়ে থাকার জন্য নিত্যকার বয়ানের জন্য  হানিফ স্যার !---

আলি আহসান মুজাহিদ যে রকম বলেছিল---  'দেশে যুদ্ধাপরাধী নেই'। একই রকম বলছেন, হানিফ--- 'সবাই বিচার চায়। কিন্তু এই শিক্ষক পিতা বিচার চাইছেন না ! তিনি তার মতের লোকদের বক্ষা করতে চাইছেন।' বলবেনই তো। তার দলের  টিকে থাকার প্রয়োজনে তিনি সব বলবেন--- এটা দোষের কিছু না।

আবুল কাসেম ফজলুল হক কমিউনিজমে বিশ্বাস করেন বলে জানি; আমার সাথে তার খুব কম কথা হয়েছে। দু চারবার রিপোর্টের প্রয়োজনে কমেন্ট চাইতে গিয়ে যা আলাপ--- এমনই।   তিনি এবং সমাজ বিজ্ঞানের সা'দ উদ্দিন স্যারকে আমার মনে হয়েছে রাজনৈতিক আদর্শ তারা যেটিই ধারণ করুন না কেন--- সমাজ বিশ্লেষণটা তারা করেন--- একেবারেই আম জনতার নাড়ির স্পন্দন শুনে।

রাজনীতিবিদদের কথা এ রকমই তো হয়! ম্যাকিয়াভ্যালি  এটাকে জায়েজ করে গেছেন বছর ৫০০  আগে।  এটা নতুন কিছু না। হয়ত ম্যাকিয়াভ্যালির সময় ফেসবুক---ব্লগ ছিল না বলে এত সমালোচনা তোলপাড় হয়নি।  তবে এ যুগে  তার চিত্রিত রাজনীতিকরা সোস্যাল মিডিয়ায় একটু সমালোচিত হচ্ছেন; এটা তেমন কিছু না!

তবে জনাব যদি ক্ষেপে যান; তাহলে ৫৭ কার্যকর করে দেবেন। তখন কিন্তু আমগো মত সমালোচনকরা সবাই লেজ গুটিয়ে বলবেন--- আ হানিফ ভাই ; মাফ করে দ্যান । ভুল অইছে। আমরাও তো মানুষ! আদতে আমরা অমানুষ!

এত রক্তপাত ; এত অনাচার আর বইতে পারছি না ---প্রভু

আলো চাই 
নি:শ্বাস নেবার মত বায়ু;
আর যে পারছি না প্রভু । 
এত হামলা ; 
এত রক্তপাত ; 
এত অনাচার আর বইতে পারছি না ---
আমরা ।
ক্ষমা করো প্রভু।।

পাকিস্তান বানাতেই এত ধ্বংস লীলা !

একাত্তরের মানুষ রক্ত দিয়েছে ‪ পাকিস্তানকে‬ পরাজিত করে স্বাধীন ‪বাংলাদেশ‬ সৃষ্টি করার জন্য । এখন ‪রক্ত‬ পিপাসু হায়েনারা দেশটাকে পাকিস্তান বানাতে যার পর নাই ধ্বংস লীলা চালিয়ে যাচ্ছে । ‪‎সরকার‬ বলছে ‪তদন্ত‬ হচ্ছে ! কবে শেষ হবে এ সব তদন্ত। কবে বিচার । কেবল হামলা-মৃত্যুর সারি লম্বা হচ্ছে ।
‪‎বিচার‬ কি ‪‎রাজনীতির‬ বাইরের মানুষের কপালে জোটে? 
‪ইতিহাস‬ সাক্ষ্য দেয়, জোটে না ।
এত রক্তের ওপর পা চালিয়ে কোন ‪‎সুখ‬ পেতে চায় নরাধমরা । জানবার বড় ইচ্ছা ।
তবে সব জানার ‪ইচ্ছা‬ প্রকাশ করাটাও বিপদের । তবুও মুখটা বন্ধ রাখা মুশকিল ।
বিপরীত মতের কথা বলে এ সব ‪হামলাকে‬ গোড়াতেই ভিন্ন পথে না ঠেলে অপরাধীদের ধরে একটা শাস্তিমুলক পদক্ষেপ দেখার জন্য আর কতদিন ‪‎অপেক্ষা‬ করতে হবে?