সুলতান সুলেমান ও বিনোদন শিল্প


বহুল দর্শিত ডাবিং করা  টিভি সিরিয়াল সুলতান সুলেমানের কারণে নাকি নাটক পাড়ার অবস্থা এফডিসি'র মত মৃত হবে! এমন খবর পড়ছি, বিবিসি বাংলার অনলাইনে। তাহলে বাপু স্টার জলসা আর জিটিভি'র কারণে কি হাল হয়েছে, বলো না, তুমি বলোনা।
একমাত্র সুলেমান দর্শক হিসাবে বিষয়টা মানতে পারলাম না। আজেবাজে সিরিয়ালের ফাঁকে সুলতান সুলেমান খুব ভালো গল্প না হলেও খারাপ না। ফ্যামিলি পলিটিক্স রাজা বাশ্শাদের অন্দর মহলের রা্জনীতি নিয়ে জমছে বেশ।
তবুও আমি ব্যক্তিগতভাবে আমাদের বিনোদন শিল্পের পক্ষে। যদি আমরা  সুলতান সুলেমান বন্ধ করে, ভারতীয় টিভি চ্যানেলের আগ্রাসন থামিয়ে দিতে পারি,  বাংলাদেশ থেকে টাকা দিয়ে ভারতীয় টিভিতে বিজ্ঞাপন প্রচার আটকাতে পারি- তাহলে আমিও আছি। আপনাদের সাথে।  আন্দোলন চলুক। আছি। সাথেই আছি।    

রাজনীতির বিষবাষ্পে শিক্ষকের মূল্যহীন জীবন!!

আহ হা, জীবন। এভাবেই, এভাবে একজন শিক্ষকের জীবন চলে যাবে! এ ভাবেই  রক্ষীদের হাতে জীবন দিতে হবে! ফুলবাড়িয়ায় কলেজের শিক্ষক আবুল কালাম আজাদ স্যার কি  কখনো দুঃস্বপ্নেও ভেবেছেন!

এ দেশে, সমাজে, রাষ্ট্রে, নোংরা রাজনীতির বিষবাষ্পের ভেতর- শিক্ষার যে আলো শিক্ষকরা ছড়াতে চাইছেন, পারেননি! পারলে শিক্ষক পেটানো, হত্যা কিম্বা হয়রানির মত ঘটনা এত মামুলি হতো না!

এর আগেও  শিক্ষকদের পেটানোর বহু ঘটনা  আমরা প্রত্যক্ষ করেছি। এ সব যেন সয়ে যাচ্ছে। বিচার হয়নি। নিশ্চিত করে বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফুলবাড়িয়া কোন ঘটনার বিচার হবে না!!

লাশের উপর দাঁড়িয়ে যে দেশের নিরাপত্তা রক্ষীরা দায় মুক্তি নেয়, সে দেশ- কোন দেশ-- যে দেশটি স্বাধীন করার জন্য  তিরিশ লাখ কিম্বা তারো বেশি মানুষ শহীদ হয়েছিলেন, সেই দেশ! শহীদ মুক্তিযোদ্ধাদের স্বপ্ন-শোষনহীন-বঞ্চনামুক্ত স্বদেশ কি অধরাই থাকবে!

সমাজ-রাষ্ট্র-রাজনীতি-রক্ষীরা দিনে দিনে অসহিষ্ণু থেকে অহিষ্ণুতার দিকে যাচ্ছে!  এ অহষ্ণিুতার শেষ কোথায়!  কারো জানা নেই। কেবল দিন যায়, অগুনতি মানুষের আহাজারিতে বাতাস ভারি হয়---আমরা কোথায় দাঁড়িয়ে! ভাবছি!


প্রথম আলোর আজকের অনলাইনে প্রকাশিত খবরে বলা হচ্ছে, 'ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কলেজ জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী-শিক্ষক ও স্থানীয় লোকজনের সঙ্গে গতকাল রোববার পুলিশের সংঘর্ষ হয়। শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করে ও রাবার বুলেট ছোড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, এতে কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষক আবুল কালাম আজাদসহ কয়েকজন শিক্ষক আহত হন। কলেজের ভেতর আহত শিক্ষকেরা অনেক সময় ধরে আটকে ছিলেন। হাসপাতালে নেওয়ার পরে শিক্ষক আবুল কালাম আজাদের মৃত্যুর খবর আসে। সংঘর্ষ চলাকালে পুলিশের ধাওয়ায় নিহত হন সফর আলী নামে আরও একজন। পুলিশের দাবি, শিক্ষক আগে থেকেই অসুস্থ ছিলেন। আর অপর ব্যক্তি ঘটনাস্থলের কিছু দূরে মারা গেছেন।'