কাদাপানির ভেতর জমে থাকা মাছ- ছবি কুমিল্লার মনোহরগঞ্জ থেকে তোলা।
ধান ক্ষেতের আলে শিষ দিয়ে ছুটে চলা কিশোরটা এখন তরুণ
কই মাছটা ধানের ফুল খেতে টপকাতে টপকাতে কারো জালে ধরা পড়ে
চুরি হয়ে যায় আমার সোনামাখা রোদ্দুরে দুপুর
শীতের দুপুর---
পওষের টানে নেমে যাওয়া ক্ষেতের পানির পর কিছু জমে থাকে
সেই কাদাপানির ভেতর জমে থাকা মাছ শিকারে
--- কাদা মাখামাখি খেলা
আহা কৈশর!!
উন্নয়ন এসেছে নগরে, গ্রামেও
কাদা মাখামাখির দিন নেই, সুতরো কাপড়, ইলেকট্রিক গাড়ি!
সাথে করে নিয়ে এসেছে রোগ বালাই, উন্নয়ন অসুখ যার নাম
হার্টের বেরাম, ফুসফুসের বেরাম, কোলনের বেরাম, রক্ত চাপের বেরাম, আরো কত রেকমের বেরাম!
এরকম বহু বেরাম এসেছে উন্নয়নের ঘাঁড়ে চেপে!
রাস্তা খোঁড়ার ধুলো, ক’দিন পর ইট ভাঙ্গা আর যান্ত্রিক যানবাহন
সবুজ শৈশব, কৈশরের স্মৃতিকে করেছে নষ্ট!!
ডাক্তাররা বলেন-- স্ট্রেস---স্ট্রেস থেকেই নাকি এ সব বালাই হয়
সে সাথে বাড়ে খরচ! প্রাণ হারাচ্ছে মানুষ!!
বুক ভরে গ্রামের যে আইলের উপর দাঁড়িয়ে শ্বাস নিতাম--- শান্তিতে ভরে যেত মন
শরীরটা হালকা হয়ে যেত-- এখন সেখানে কালো ধোঁয়া
যে নগরে পর্দা খুলে দিলে হালকা বাতাস ছুঁয়ে যেত ... সে নগরে নেমে আসে ধূলোর আস্তরণ--- কুয়াশার মতন!
তবুও উন্নয়ন চাই আমাদের --- কলের যুগ, যন্ত্রের যুগ, এলইডির যুগ
নতুন বছরে আসছে চুম্বকের যুগ--- যেটার নাম হয়েছে আইওটি(ইন্টারনেট অব থিংস)!
সব আটকে যাচ্ছে নীল আলোয়, চুম্বকের ভেতর
আটকে যাচ্ছে স্বপ্নগুলো--
শৈশব, উৎসব পার্বন এবং দুঃখ্খগুলো আটকে যাচ্ছে নীলের জালে --- বাড়ছে বালাই
মনের অসুখ-- শরীরের অসুখ!
আহা জীবন!