'পরিত্যাক্ত' সরকার

পিনাক- ৬ উদ্ধার অভিযান 'পরিত্যাক্ত' ঘোষনা করেছে সরকার। শব্দ চয়ন দ্যাখেন। মানুষ মরে গেছে। লঞ্চ ডুবে গেছে। মুন্ত্রী নাটক বানাইছে। আর আমলা বইসা বইসা তাচ্ছিল্য করছে। উদ্ধার অভিযান ‌'পরিত্যাক্ত'। এটা ময়লা আবর্জনার বাগাড় না যে, 'পরিত্যাক্ত' শব্দ ব্যবহার করা যায়। আমি বাষা বিশারদ নই; হতেও চাই না। কিন্তু 'পরিত্যাক্ত' শব্দে আমার ঘোর আপত্তি আছে। বনি আদমের কী সম্মান না দিচ্ছে সরকার