রাজনীতির খেলা ও গণজাগরণমঞ্চ!

গণ জাগরণ মঞ্চ নিয়ে যা হয়েছে, এখন হচ্ছে এবং সামনে হবে বলে আশঙ্কা- তা নিয়ে  আমার কোনো রকমের মাথা ব্যাথা নাই। কারণ আমার মত কেরানীর গণজাগরণ বা হেফাজত দর্শণ উপলব্ধি করার মত সক্ষমতা পুরোপুরি নাই। 

শুরু থেকেই  গণজাগরণমঞ্চকে স্বাভাবিক ও সাধারণ ঘটনা হিসাবে দেখে আসছি। দুটো কারণে এটা হয়েছে- এক. আমি রাজনীতি বিজ্ঞানের ছাত্র। আর এ বিজ্ঞানের  লোক প্লেটো, এরিস্টল, ম্যাকেয়াভিলি এবং আমার ডিপার্টমেন্টের গুরু জ্ঞানতাপস আবদুর রাজ্জাক স্যারের লেকা আকারে পাওয়া ঘটনাগুলো মন দিয়ে পড়ে যতটুকু বুঝেছি- রাজনীতি মানে হলো মানুষকে বিভ্রান্ত করা এবং এর মধ্য দিয়ে নিজের বা দলের স্বার্থসিদ্ধি লাভ করা। সুতরাং জেনে শুনে আমি কারো রাজনৈতিক খেলার পুতুল হতে চাইনি, আর আমার মত কেরানী সেই সময়ও ছিল না, এখনো নাই। 

'জবাই কর' 'জবাই কর' টাইপের উচ্চারণ,কাউকে বিচার ছাড়া এক ঘরে রাখার সিদ্ধান্ত এবং রাজনৈতিক ফায়দা হাসিলের অস্ত্র হিসাবে গণ জাগরণ মঞ্চের ভূমিকার সাথে আমার দ্বিমত ছিল। এখনো আছে।

তবে আমি  জানি এ ধরণের মোহ।  এক সময় ভেঙ্গে যায়। যার যার ধান্ধা ফুরিয়ে গেলে এটা হয়, আমরা সব সময় এ রকম। আমরা আসলে টানা রেসে থাকতে পারি না। ওয়ানডে বা টি টুয়েন্টি টাইপের খেলা আমাদের তাই টানে বেশি। টেস্ট মেসের খবর রাখি কিন্তু উপভোগ করি না।
এ রকম একটা অনুসিদ্ধান্তে পৌছাতে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কাটানো ৮ টি বছর সহায়তা করেছে। মানুষের ভেতরের ও বাইরের দুটো রূপ  এবং রাজনীতির খেলা দেখতে দেখতে  এটা সহজবোধ্য এখন!

শাহবাগে না গেলে রাজাকার- টাইপের ধারণা যারা লালন এবং এটাতে বিশ্বাস  করতেন, বা এখনো করেন তাদের সাথে একমত ছিলাম না। হুজুগে আমরা অনেক কিছু করি, বিবেচনা-ইনসাফ তখন কাজ করে না। কিন্তু চূড়ান্ত বিচারে ইনসাফ জীয় হয়। 

যুদ্ধাপরাধীদের বিচার  অবশ্যই হবে।  এ নিয়ে আমার দ্বিমত নাই। তার জন্য আমাদের চাপও সৃষ্টি করতে হবে, এটা নিয়েওে সন্দেহ নাই। 

তবে গণজাগরণমঞ্চের  আয়োজন ছিল নির্বাচন ঘিরে।  যুদ্ধাপরাধের  ইস্যু তুলে  অনেক রকমের রাজনীতি এ দেশে হয়, রাজনৈতিক আচার আচরণ এবং এ সব চূড়ান্ত ভাবে  'পাবলিক খায়' এমন উপযোগি করার বিষয়ে সরকার মানে ১৪ দল যথেষ্ট সফল হয়েছে- এতে সন্দেহ নাই। অন্তত ডেভিড বার্গম্যানের মত ইয়াহুদি সম্বাদিকও যখন  যুদ্ধাপরাধীদের ফেভার করেন বলে অভিযোগ ওঠে তখন এ নিয়ে আলাপ একান্তই  অনাহুত। 

আর এ রকম স্পর্শকারত ইস্যুতে বিম্পি বরাবরই একটা 'মফিজ'। এ বিষয়ে সন্দেহ নাই। কারণ এটা নিয়ে মোটেও খেলতে পারেনি, বরং একটা অস্বস্তি ছির তাদের মধ্যে। জামায়ত টাকা পয়সা দিয়ে 'ম্যানেজ'  সিস্টেম ফলো করেছে। মাঝখানে আমপাবলিকের অবস্থা বেহাল। 

আমরা এ রকম বক্তব্য সংসদ থেকে  বিটিভি মারফত শুনেছি  'মন পড়ে আছে শাহবাগে।' ফেসবুকের  আপডেট ছিল গণজাগরণ মঞ্চ নিয়ে। পক্ষে বিপক্ষে বেহুদা প্রচারণা ছিল। এখনো আছে।  ফেসবুক-ব্লগ হলো আবেগি কারখানা, এখানে সব প্রডিউস করা যায়।

মঞ্চ নিয়া গত বইমেলায় অনেকগুলো বইও বেরিয়েছে। ৫ জানুয়ারি ঐতিহাসিক ও গিনেস বুকে নাম লেখানোর মত অভূতপূর্ব  ইলেকশ হালাল হিসাবেও স্বীকৃতি পেযেছে। কিন্তু ইলেকশনের পর গণজাগরণ মঞ্চ নিয়ে  সরকারের উৎসাহে ভাটা পড়ে।  ধাক্কাটা লাগে ফেব্রুয়ারিতে বর্ষপূর্তি ঘিরে। কারণ বর্ষপূর্তির আয়োজনে এবং গণজাগরণমঞ্চের সঠিক ইতিহাসায়ন হয়নি বলে সারাসরি  অভিযোগ তোলেন-অনেকে। আমি মনে করি তাদের সেই ন্যায্যতা রয়েছে।

গণজাগরণ মঞ্চের বিপরীতের আল্লামা শফির আন্দোলন- হেফাজত নিয়ে তলে তলে অনেক পানি গড়িয়েছে। ক্র্যাকডাউন হয়েছে। সে উছিলা ধরে টিভি চ্যানেল বন্ধ করা হয় হয়েছে। মানবাধিকার সংস্থা অধিকারকে হেনস্তা করা  হয়েছে।
আমার মনে হয় একটা রাজনৈতিক সরকার- রাজনীতিকভাবে এ সব সফলভাবে মোকাবিলা করেছে! সেখানে প্রতিপক্ষ রাজনীতিকরা পুরাই 'মফিজ'। এ নিয়ে সন্দেহের কোনো সুযোগ নাই। 

সেই সব দিনের কথা ভাবছি- যখন শাহবাগে পুলিশ  পাহারা দেয়, রাস্তা আটকে যানজটে আমাদের ভোগায়, আর  গণজাগরণ মঞ্চের সমালোচনা করলে  তেড়ে আসে যে কেউ। খেযে ফেলবে অবস্থা যাকে বলে।

কিন্তু মোহ তো ভাঙ্গে।  হিস্ট্রি রচনা হয়েছে গণজাগরণ মঞ্চ নিয়ে।  অ্যাক্টিভিস্ট কাম সম্বাদিক একজন  ফেসবুকে  ইমরান এইচ সরকারকে নিয়ে ব্যাঙ্গ করে লিখেলেন। জানালেন- যারা আসলে আন্দোলন শুরু করেছেন, তারা নাই। হতে পারে। 

আওয়ামী লীগ, ছাত্রলীগের পক্ষ থেকে গণ জাগরণ মঞ্চের সাথে লেয়াজো করতেন তারাও ক্ষিপ্ত।  তাহলে  চূড়ান্ত বিচারে সরকারের সমর্থন উঠে গেছে। তাই এখন  গণজাগরণ মঞ্চের নেতারা আদর্শচ্যুত হিসাবে বিবেচিত।  সেই বিচেনায় এনে তাদের ঠেঙ্গানো হয়েছে। রক্ত মুছা হচ্ছে দেখলাম। পাল্টাপাল্টি মামলাও হয়েছে।

আমার কষ্ট হলো- গরিব মানুষের ছেলে পুলে আমরা, দেশটাকে গড়ার জন্য সবাই একসাথে কাজ করবো। কিন্তু সেটি না করে বুড়ো রাজনৈতিক নেতারা পরিকল্পনা করে ফাঁদ পাতেন আমরা সেই ফাঁদে পা দিয়ে সমাজে বিভক্তি তৈরির  কাজে ব্যবহৃত হই। কেন হই আমি জানি না। আমরা কি ভাবি- আমাদের  খাদ্যের যোগানটা কে দেয়? আম্লীগ, বিম্পি না জামায়াত। তাই বলে আমরা অন্যায়ের প্রতিবাদ করবো না, তা কিন্তু নয়। করবো , অবশ্যই করবো, কিন্তু কারো পাতা ফাঁদে পা দিয়ে নয়।

অটিস্টিক বেবি, অটিস্টিক সরকার এবং আমাদের অসহায়ত্ব!

অটিজম- এখন একটা বাণিজ্যের নাম। দেশে এ রোগের চিকিৎসার   নামে, বেনামে ফান্ড এবং ব্যাঙের ছাতার মত পরামর্শক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আর অসহায়- বিপন্ন  মা বাবার সন্তানদের ঘিরে এক ধরণের কুৎসিত নোংরা বাণিজ্য গড়ে উঠেছে। এটা নিয়ে কথা বলাটাও একটা অরুচির পর্যায়ে এখন।

যাদের  অটিস্টিটিক বেবি আছে, তারাই জানেন  সে সন্তান ঘিরে প্রতিদিনকার ব্যস্ততা, দু:শিচ্ন্তা এবং ভারাক্রান্ত মনের জোর খোঁজার চেষ্টা কতটা কঠিন ও দুর্বিসহ।

সেই সব বাবা মায়ের চোখের দিকে তাকালে বোঝা যায় পৃথিবী কতটা নির্মম-কঠিন এবং অন্যায্যাতায়পূর্ণ। তবুও সন্তানের সুস্থ্যতার জন্য বিচ্ছিন্নভাবে সবাই ছোটেন, এখানে সেখানে-সবখানে।

সামর্থ থাকলে দেশের বাইরে যান অনেকে। কিন্তু এর আসলে করণীয় এবং সঠিক শিক্ষা সম্পর্কে আমরা মোটেও অবগত নই।

আমার নিজেরও একটা সন্তান আছে, যার কথাটা বলাটা এখনো স্বত:স্ফূর্ত নয়।  তার প্রশ্ন বা প্রত্যা্শাটা সে বডি ল্যাংয়েজে প্রকাশ করতে চায়। একজন চিকিৎসকের অধীনে তার  ব্যায়াম, থেরাপি চলছে।  একটি স্কুলে তার শিক্ষাজীবনের হাতে খড়ি দেয়া হচ্ছে।

আমরা শুরুটা করেছিলাম তার অল্প বয়সে, দু'বছর তখন ও। শিশু হাসপাতালের শিশু বিকাশ কেন্দ্রে তাকে নিয়ে প্রথম গেলাম, চিকিৎসকরা তার পরীক্ষা নিরীক্ষা করে বললেন, ২ বছর বয়সে তার যতটুকু বিকাশের কথা, ততটুকু হয়নি। দু চারটে ব্যায়ামের নির্দেশনা দিয়ে তারা মুক্তি চাইলেন।

ডা. নায়লা হক নামে যে ভদ্র মহিলা অনেক দয়া করে শিশু বিকাশ প্রকল্পের পরিচালকের ভার গ্রহণ করে বাংলাদেশের অটিজম শিশুদের বাবা মা কে ধন্য করেছেন, তার সাথে দেখা করার দুর্লভ সুযোগ আমি কখনো পাইনি।

শিশু বিকাশ কেন্দ্র থেকে আমাদের বলা হলো বাচ্চাকে একটি স্পেশাল স্কুলে দেবার জন্য।  সে হিসাবে মোহাম্মদপুরের একটি স্কুলে দেয়া হয়। বছর দেড়েক বা দুয়েক ধরে সেখানে ৫ হাজার টাকা মাসিক বেতন এবং তিরিশ হাজার সেশন ফি এবং আরো ভালো করার জন্য স্কুলের শিক্ষিকাকে বাসায় হায়ার করে মাসে আরো ৫ হাজার টাকা গুনে  কোনো ফল পাওয়া গেলো না।

 তবে স্কুল প্রধানের মতে, আমার বাচ্চার অবস্থা ভালো। আলহামদুলিল্লাহ - তাকে দেখে বোঝার উপায় নেই, তার কোনো সমস্যা আছে। আমাদের মূল কনসার্ন সে হাইপার এবং তার ওয়ার্ডিংটা ঠিক নেই। অর্থাৎ তার যা বলার কথা তা না বলে অন্যকথা বার বার বলছে।

তবে পড়াশোনা ও মনে রাখার ব্যাপারে সে খুবই  দক্ষতার পরিচয় দিয়ে আসছে। এর মধ্যে দুবছরের শিক্ষা সমাপন করে তৃতীয় বর্ষে যাবার আগে বঙ্গবন্ধু হসপিটালের একজন চিকিৎসকের সাথে যোগাযোগ হয়। এখন তার অধীনে আছে।

যে অভিজ্ঞতা বলতে এ লেখা, সেটি হলো শহরের মুখোশধারী মানুষগুলো সহানুভূতির আড়ালে অটিজম আক্রান্ত শিশুদের বাবা মায়ের এক ধরণের হয়রানি ও ভুল চিকিৎসা করে থাকেন। এ থেকে মুক্তির কোনো উপায় নেই।

প্রথম দিকে যে ভাবে কথা বলেন, পরে সেটি ঠিক থাকে না। বা ঠিক রাখতে পারেন না। কারণ টাকার কচকচে শব্দ আর  নোংরা গন্ধটা তাদের ঘ্রাণ শক্তিকে আরো তীব্র করে, তাই আরো বেশি টাকার জন্য তারা ছুটোছুটি করতে থাকেন।

চূড়ান্ত বিচারের রাষ্ট্র এখানে বক্তৃতা বিবৃতি দিয়ে কাজটা সারে।  মোহনীয় ছবি দেখা যায় খবরে। মন খারাপ করা ভাব ধরা ছবি। আর ভিজুয়াল মিডয়াতে  অটিস্টিক বাচ্চাদের  সহানুভূতি জাগানিয়া ছবি দিয়ে খবর করা হয়। তারপর দিবসটি চলে গেলে আবার সব আগের মত। আজ সেই দিন- বিশ্ব অটিজম দিবস।


আসলে কেউ কি খবর নিযেছেন- অটিস্টিক বাচ্চাদের বাবা মায়েদের সংগ্রাম সম্পর্কে।

অটিস্টিক বাচ্চাদের জন্য সরকারের করণীয় কি? সরকার কি ভাবছে? তাদের আগামী দিনে কী হবে? তা নিয়ে সরকারে কোনো বিষয়ই খোলাসা নয়।   এখানেও রাষ্ট্র প্রতিবন্ধী। তার চরিত্র অটিস্টিক। তাই একজন অটিস্টিক হয়ে আরেকজন অটিস্টিক বাচ্চার জন্য রাষ্ট্র কিছু করতে পারে না।


সবাই আমরা চাকুার করি, সমাজ সেবা করি- প্রচার, প্রচারণা আর পুরস্কারের জন্য। কিন্তু কাজটা ভালোবাসেন কয় জনে।  প্রশ্নটা এ জন্য করলাম- যে দেশে দেড় লাখেরো বেশি অটিস্টিক বাচ্চা আছে সে দেশের সরকার বা কোনো সামাজিক সংস্থা বা কেউ কি তাদের জন্য কিছু করার উদ্যোগ নিয়েছেন, বা নিচ্ছেন।

অনেকে হয়ত বলবেন, শিশু বিকাশ কেন্দ্র আছে, বঙ্গবন্ধু হসপিটালে অটিজম সেন্টার আছে, সেনাবাহিনীর স্কুল আছে, বেসরকারি অনেক প্রতিষ্ঠান আছে। যারা এ বিষয়ে উপদেশ বিলাইতে চান, তারা দয়া করে এই সব জায়গায় রোগীদের সাথে গিয়ে পরে ফিডব্যাক দিলে ভালো হয়। 

কুৎসিত মনোবৃত্তির একটা লোকের নাম মোবারক অয় ক্যামনে

মানুষের বয়স বাড়লে, অনেক সমস্যা হয়। আবার মস্তিষ্কে অক্সিজেনের সঙ্কট হলেও মানুষ ভিন্ন রকমের শব্দ কয়। ভাবনা করে। সেটা সে দেখতে পায়। হুমায়ূন আহমেদ'র হিমু সিরিজের একটা বই-আঙ্গুলকাটা জগলুতে এইটা পড়েছিলাম।

হিমুকে তার বাবা জল থেরাপি দিচ্ছে, জলের মধ্যে ডুবাইয়া রাখছে, নি:শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আর হিমুর মাথা অক্সিজেন কমে যাওয়ায় নানা রকমের অদ্ভূত দৃশ্য আসছে। সেটি তার চোখে ভাসছে।

মোবারকের কি এমন কিছু অইছে।

মোবারকের ইচ্ছা অইছে তিনি  তার মত যত্ত ইচ্ছা কতা কইবো, কাউরে অনুকরণ করবো, কারো লগে হুক্কাহুয়া করবো, এইটা তিনি করতেই পারেন। কিন্তু পাছে তার যে একটা পদ পদবি আছে সেইটা কি সে ভুইলাই গেছে।

'গোলাপী' বেগমরে গাইলাতাছে দেইখা যারা মজা লুটতাছে, তারা কি জানেন এ রকম ভয়ঙ্কর কুৎসিত লোকরা কিন্তু যে কারো জন্য বিপাজ্জনক। কোপালী গোপালীরাও এ রকম লোকের কাছ থেকে রক্ষে পাবেন সেটাও কিন্তু নয়।

তিনি বা তার সহকর্মীরা যে নিব্বাচনের নামে শতাব্দীর কুৎসিত 'গণতান্ত্রিক' খেলা খেলছেন, তা কি আমরা বুঝতে পারছি। ঢাকার শহরে বইসা অবশ্য বিবেক বন্দক দেয়া লোকেরা এইটা উপলব্ধি করতে সক্ষম অইবেন না।

চাটিগার পোয়া মোবারকের কতা বার্তা ও নাকে খত দেয়া নিয়া নান রকমের কতা মনে অইতে পারে।

রূপবান প্রকাশ অইছে মাস দুয়েক আগে। সমকামিদের প্রথম ম্যাগাজিন। সঙ্ঘবদ্ধ সমকামিতার আগে চাঁটিগার  'লাল পোয়া' নিয়ে অনেক রসাত্মক গল্প আছে। আমার কয়েকজন বড় ভাই ও ছোট ভাই চাটিগাঁর তাই এ বিষয়ে আলাপ না করে বিরত থাকলাম।

চাটুকারিতার অতিশয্যে তিনি এ রকম কুতর্ক তৈরি করেছেন, তা খুবই নিন্দনীয়।



এভারেস্টর চূড়ায় ওঠা না ওঠা কি আমাদের জাতীয় সমস্যা!

এভারেস্টর চূড়ায় ওঠা না ওঠা কি আমাদের জাতীয় সমস্যা! আমি জানি না। জানতে চাইও না। তবে নৈতিক বিচারে যারা এটা নিয়ে তর্ক করছেন, তারা মানকি দৈন্যতা প৪্রকাশ করছেন।

মুসা আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইয়ারমেট। ওর লগে আমার দহরম মহরম সম্পর্ক ছিল না। হাই হ্যালো দু'চাইবার হইছে। ওরা নিজেরা ঘুরতো, আইইআর থেকে। আমরা সে সময় অভ্যন্তরীন পর্যটন বৃদ্ধির জন্য কাজ করতাম। ট্যুরিস্ট সোসাইটির ব্যানারে।

ওরা পাহাড়ে চড়তো, আমরা শিক্ষার্থীদের বলতাম- তোমরা ঘোরো। শিক্ষকদের বলতাম, স্যার পুলাপাইনরে লইয়া এসকারশনে যান। সব এন্তজাম আমরা মাগনা কইরা দিমু। দিতামও।

সে যাই হোক- মুসা মিয়ার এভারেস্ট জয় নিয়ে তর্কের চেয়ে আমাদের মানসিক দৈন্যতা নিয়ে তর্ক হতে পারে। আমরা একটা বিকারগ্রস্থ।  আমরা সব মাইনা লই, যদি সেইটা আমাদের জন্য বা আমাদের দলের জন্য  সুবিধার হয়।

অন্যরে ঠাটায়া গালি দিই। আরম লাগে। কিন্তু ভুলেই যাই থুতু আসমানের দিকে মারলে নিজের গায়ে পড়ে।

মিডিয়ার একটু সমালোচনা করতেই হয়- এ দেশে মুসা এভারেস্টে গেলে তিনদিন লিড অয়, ইনাম আল হক  উত্তর মেরু এক কলাম নিউজ ছাপা হয়।  নিশাত প্রথম এভারেস্টে উঠেও থার্ড পেজে নিউজ, হয় ওয়াসফিয়া দ্বিতীয় স্থান  অর্জন করেও প্রথম পাতার খবরে আসে। 

কতাটা ক্যান কইলাম- কইলাম পাহাড়ে চড়া নিয়া যে একটা সংগঠন করেছেন ইনাম আল হক। এটাই আমাদের অভিযাত্রীদের বাতিঘর। পরে মুসা ২০০৮ সালে সেখান থেকে বের হয়ে নর্থ আলপাইন ক্লাব করেছে। সেটার সভাপতি  লেখক আনিসুল হক।

খালি যে মাইলেজ পাওন বা  ইনাম আল হকরে 'মফিজ' বানানোর আয়োজন এটা, সেটি নিশ্চয় আমরা বুঝি।

তাই বলে মুসার এভারেস্ট জয় নিয়া  কুতর্কের অর্থ খুঁজে পাই না।