বেড়াতে যাওয়ার আগে যে বিষয়গুলো জেনে নেয়া উচিৎ



বেড়াতে যাওয়ার আগে যে বিষয়গুলো অবশ্যই জেনে নেয়া উচিৎ---
১. লোকাল নিরাপত্তা,
২. পর্যটন স্পটের নিরাপত্তা,
৩. খাবার দাবার, 
৪.থাকার ব্যবস্থা,
৫.যানবাহন,
৬. পর্যটকের জন্য স্বাস্থ্য সুিবিধা
৭. সাইট সিয়িংএর ঝুঁকি
এবং
৮. প্রযুক্তি ও সময় সমন্বয়।
এ সব না জেনে হুট করে কোথাও যাওয়াটা ঠিক নয়। আমরা ভ্রমণ করি আনন্দের জন্য। রবীন্দ্রনাথ তার শেষের কবিতায় স্বাস্থ্য ঠিক রাখার জন্য হাওয়া বদলের কথা বলেছেন।
হাওয়া বদল বা ভ্রমণ আমাদের স্বাস্থ্য, প্রতিদিনকার জীবন এবং বন্ধু-বান্ধব-আত্মীয়-স্বজন-পরিবারের সাথে সম্পর্ককে মজবুত করে। একই সাথে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের মাধ্যমে নিজের মনে প্রাণে অসাধারণ অনুভূতি ও অভিজ্ঞতা সঞ্চয়ের সুযোগ করে দিয়ে থাকে।

পর্যটনের মাধ্যমেই বৈচিত্রময় সংস্কৃতি, লোকজ মেলা-পরিবার ও নতুন পর্যটন স্পটের সাথে পরিচয়ের সুযোগ ঘটে।