বিচার চেয়ে কারো প্রমোশন কিম্বা রাজনৈতিক পদোন্নতি নিশ্চিত করার কাজে আমি অংশ নেই না!

২৬ জানুয়ারীর হরতালের সমর্থনে আমি গেছিলাম। ২৮ জানুয়ারীর সম্বাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধনে যাই নি। সচেতনভাবেই আমি যাইনি।
আজকের এ বঙ্গ, পুলিশ সঙ্গ আম জনতাকে নিপীড়নের পরে পুলিশ-সরকারি রঙ্গের দায়িত্ব কি মিডিয়া এড়াতো পারে! দলান্ধ সম্বাদিক নেতারা? পারেন না।
আমি একবার (২০০২ সালে) খুনের হুমকি পাইছিলাম, বিষয়টা চেপে থাকতে চাইছিলাম। যেহেতু ঘটনাটা আমার সম্পাদক মতি ভাইয়ের (মানবজমিন) সামনে ঘটেছিল, তাই এটি নিউজ হলো।
পর দিন আমার অগ্রজ দলকানা সিনিয়র সম্বাদিক বললেন, আমি যেহেতু তাঁকে ঘটনা জানাইনি, সেহেতু খুনের হুমকি সঠিক হতে পারে না!
এই যখন মানসিকতা, সেখান বিচার সে তো হিলারির বিজয় স্বপ্ন!
এর পর থেকে  আমি কখনো -বিচার চেয়ে কারো প্রমোশন কিম্বা রাজনৈতিক পদোন্নতি নিশ্চিত করার কাজে আমি অংশ নেই না। কারণ আমি এ রকম বহু ঘটনা দেখেছি, সম্বাদিককে মারার কারণে প্রমোশন। দেখে শুনে, আমি এ রকম একটা কাজে অংশ নিতে পারিনি। 

খালি সম্বাদিক মা্ইর খায় নাই!


আজকের হরতালে খালি সম্বাদিক মা্ইর খায় নাই। সাধারণ শিক্ষার্থী ও বয়স্ক ব্যক্তিও মাইর খাইছে। ফেসবুকে খালি সম্বাদিক মাইর খাওন লইয়া আলোচনা হইতেছে।
সবার উপর জুলুমের বিচার হইতে হবে, সেই টাই তো আওয়াজ হওনের কতা। নাকি!
আর সম্বাদিক মারছে, এটা হুনলে তো সবাই খুশী! বিচারের নামে সে রকম নাটক ফাটক হবে, তারপর ইস্তফা! এ সুযোগে বাকি সব অপরাধও হাওয়া! 
 এটা কেমনে কি ! বুঝতাছি না। বুঝবারও চাই না। খালি কই, বিচার তুমি কি, কেবলই ছবি!