তোমার শইলডা গরম ক্যা?
কত দিন পরে আইলা, মাচানের ঘরটা উইড়া যাওনের পর আমার আর কিচ্ছু আছিলো না
গতর ঢাকনের মত কিছু না; এ শহরে কত মাইনষের উন্নতি অইছে;
বস্তির কালো ছোকরা করিম হেও এখন লাল গাড়ি চালায়;
বিয়া করবো কইছিলো; কত রাত শুয়েছি তার লগে;
পলায়া পলায়া কত দিন; চুটিয়ে ভিজেছি দুইজনে ; কামরসে
শেষ পর্যন্ত হেও আমার পর অইলো!
এখন মেম সাহেব আনছে ঘরে; আমার ঘর নাই
মাথার উপর থেইকা উইড়া গেছে ঘর।
গেলো মাসে বসতি দখল, সেই কি কান্ডরে বাপ; পুলিশ, কেরেন, লাটিসোঁটা; মাস্তান
কত কিচু দেইখলাম; এর মইধ্যে আমার গতরে হাত দিলো একজন; নচ্ছর বান্দা
কিন্তু ঘেন্নায় থুতু দিলাম; তাই বলে কি লোভ কমেছে কারো
না;
সুযোগ পাইলে এই লোক ওই লোক গায়ে হাত দেয়। ঘরে অগো এত সোন্দর বউ-ফুলের মত। তয় একটা কামের না!
গার্মেসে কাম লইলাম; লাইনম্যানে লাইন লাগায়;
বাসা বাড়ির কাম রইলাম বড় সাহেব ছোট সাহেব কত সাহেব যে সামলাইতে অয়।
ফিরা আইলাম আবার বস্তি। এইহানেও একই বেরাম; সবারই একই রোগ !
এত নিয্যাতন ;তারপরেও প্রত্যেক দিন; তোমার জন্য বইসা থাকি; এটারে নাকি অপেক্ষা কয়।
কত দিন পরে আইলা! কতা কও; কতা কওনা কেন। তোমার শইলডা বালা!
কতা কও;তুমিই তো আছিলা সব;
তারপর যে কি অইলো- গ্রাম ছাইড়া এই শহরে আইলাম;
শহর ভাত দিছে; ইজ্জত নিছে
শহর আবার ছুইড়া ফালাইছে;
এখন রাস্তায় থাকি- রাস্তায় বসত-তুমি আইছো;
চান্নি রাইত আইজ- চলো দুইজনে বইসা কতা কই
কত মইনষে কত কতা কয়। কত কতা; কিসের এত কতা
আমারো কইতে ইচ্ছা করে; ছলো না; আমার সই।
গান হুনবা-' চেংরা বন্ধুয়ারে / এত গোস্সা বন্ধু তোমার অন্তরে'।