পাকিস্তান বানাতেই এত ধ্বংস লীলা !

একাত্তরের মানুষ রক্ত দিয়েছে ‪ পাকিস্তানকে‬ পরাজিত করে স্বাধীন ‪বাংলাদেশ‬ সৃষ্টি করার জন্য । এখন ‪রক্ত‬ পিপাসু হায়েনারা দেশটাকে পাকিস্তান বানাতে যার পর নাই ধ্বংস লীলা চালিয়ে যাচ্ছে । ‪‎সরকার‬ বলছে ‪তদন্ত‬ হচ্ছে ! কবে শেষ হবে এ সব তদন্ত। কবে বিচার । কেবল হামলা-মৃত্যুর সারি লম্বা হচ্ছে ।
‪‎বিচার‬ কি ‪‎রাজনীতির‬ বাইরের মানুষের কপালে জোটে? 
‪ইতিহাস‬ সাক্ষ্য দেয়, জোটে না ।
এত রক্তের ওপর পা চালিয়ে কোন ‪‎সুখ‬ পেতে চায় নরাধমরা । জানবার বড় ইচ্ছা ।
তবে সব জানার ‪ইচ্ছা‬ প্রকাশ করাটাও বিপদের । তবুও মুখটা বন্ধ রাখা মুশকিল ।
বিপরীত মতের কথা বলে এ সব ‪হামলাকে‬ গোড়াতেই ভিন্ন পথে না ঠেলে অপরাধীদের ধরে একটা শাস্তিমুলক পদক্ষেপ দেখার জন্য আর কতদিন ‪‎অপেক্ষা‬ করতে হবে?

কোন মন্তব্য নেই: