তবে বিসিবি কর্মকর্তাদের বিচি নাই!

শীলার জওয়ানি, মল্লিকার নাভি, ক্যাটরিনার পিঠ,দীপিকার বুক কিম্বা সানি লিওনের উদোম শরীর লইয়া আমাদের যে অতি উচ্চ আগ্রহ এবং ওপেনে গোপনে উপভোগ- সেখানে বিসিবিরে ফেরশেতা মনে করণের কোনো কারণ নাই। তারা আমগো পালস বোঝে- তাই তো লইয়া আইছে এক দঙ্গল।

কনসার্টের ৭ দিন আগেই টিকিটি শেষ। এক বন্ধু গ্রে থেকে টিকিট কিনতে চাইছে, সেখানে ২ হাজার টাকা টিকিট ৫ হাজার ট্যাকা চায়। আবার কয় ম্যানেজ করণ খুব কষ্ট!

তবে বিসিবি কর্মকর্তাদের বিচি নাই। এটা নিশ্চিত। নইলে মূল অনুষ্ঠানের আগে ক্যামেনে দেশশিয় শিল্পীদের গান গাওয়ার পর্ব শেষ করা অয়, বুঝলাম না। দু' পক্ষের জন্য আলাদা আলাদা ব্যবস্থাটাও মেনে নিতে পারলাম না।

কলকাতার সিনেমা টান দেখছিলাম, সেখানে জলবেশ্যার এক ‌'মাসি' সুন্দরীর খুব প্রশংসা করছিলেন। বলছিলেন, সুন্দরী আছে বইলা 'খইদ্দের পাও'। আমাগো মনে লয় একই হাল। ইনডিয়ানরা দয়া করে বইলা আমরা বাঁইচা আছি!
নইলে আমরা ক্যান সব কিছু খুইলা দিমু, ইনডিয়া কি আমাগো বাপ।

হ বাপই তো!


ক'দিন আগে ইনডিয়া সিনামা বানাইলো গুন্ডে। সেইখানে বাংলাদেশের ইতিহাসের ইজ্জত মারছে। তারপরেও আমরা তাদের খুব ইজ্জত দিলাম। নিজের কাপর খুলইয়া তাগোরে সোন্দর কইরলাম। পুরা মঞ্চ প্রস্তুত করলাম তাগোর জন্য। স্টেডিয়াম ভর্তি মানুষ। টিভি সেটের ওপর থেকে কারো চোখ সরে না।

তাইলে আমগো ... মারবো না তো, থুইয়া দিবো।

আমাগো য়ৌবন জ্বালা আর হিন্দি প্রেম দেইখা তো মনে লয়, পাকিস্তানিরাও যদি একই রকম হইতো আমরা তাগোও এ রকমই চাটতাম! যে রকম অগো কিরকেট দেইখা এইখানকার কিছু লোক পাগল অইয়া যায়!

আমারা ভানার অতীত বাংলাদেশের খেরার মাঠে ক্যামনে পাকিস্তানি ও হিন্দুস্তানি পতাকা ওড়ে। ক্যামনে সম্ভব। এইটা ক্যামনে আমরা মানি।

অবশ্য আমগোরে চেতনার আফিম খাওয়াইছে সরকার। বিভক্ত অইয়া আমরা একে অন্যের গুষ্টি উদ্ধার করি। কিন্তু জাতীয় ইস্যুতে এক অইতে পারি না।

তিস্তার বুক খাঁ খাঁ করতাছে, আমরা এ আর রহমানের সুর সুধায় মগ্ন। ভারতীয় চিকনাই ঝরানোর কচি মাইয়া গো রান দেখনের লাইগা হা কইরা স্টেডিয়ামে বইসা গেছি। ৭৫ হা্জার টাকায় টিকি কিনছি। কিন্তু বাংলাদেশি শিল্পীদের গানের অনুষ্ঠানে টাকা খরচা করতে গেলে কইলজা ফাইট্টা যায়।

আহারে মানুষ। আহা ভোগ।

কোন মন্তব্য নেই: