কামাগুনে পুড়ে যায় নগর

কামাগুনে পুড়ে যায় নগর

কত জাহাজ ভিড়েছে বন্দরে
জেগে থাকা কামনার আবরণে
সীমান্ত মাড়িয়ে এসেছে, কত পুরুষ!

শ্যামা সুন্দরীদের কদর  করেছে, বণিকরা
অথবা লুটেছে -।

দ্রাবিড় নারীর অঙ্গে কত রূপ
কত রকমের বাহনা তার
সবই চুষে নিয়ে বণিক-পুরুষ

নৃবিজ্ঞানীদের অনেক জ্ঞান- বিশ্লেষণ
অনেক কথা-
সব কথার শেষ কথা- কাম।

কামাগুনে পুড়ে যাওয়া এ শহর প্রান্তর
দুর্গম জঙ্গল থেকে সীমান্ত
আমরা আলগা করেছি বাঁধন

নিজের পরিচয় আছে
তবুও মানুষ মরে
কামাগুনে পুড়ে যায় নগর।

কোন মন্তব্য নেই: