যে সাবানেরও যৌবন আছে; কাম আছে;




বুড়ো গুলো পাশে তাকায়, মুটিয়ে যাওয়া স্ত্রী
মেদ মুক্তির জন্য কিছু একটা করো-কিম্বা মুটিয়ে যাচ্ছো -খেয়াল আছে সেদিকে!


তার পর  দৃষ্টি মঞ্চে ! আহা যৌবন  তুমি ক্যানো লুপ্ত হও। এত দ্রুত!

চোখে পুরো চশমাটা খুলে  আরেকটা বার মুছে নিয়ে মঞ্চে চোখ রাখেন তারা

কাচুমাচু হয়ে তাকান এ দিক; ওদিক

 এ সব  এখন ক্যানো; কত সময় কেটে গেছে

 কত সময়

আলো ঝলমলে মঞ্চে গান বাজে; নাচ হয়; মন উঁচাটনে

কামরসে ভিজে যাচ্ছে নগর- হলঘর ভর্তি মানুষ ক্যাবল জিহ্বা  ঘোরায়

নিজেই নিজের থুতুর সাথে মিশে যায়;  মনের ভেতর কামাগুন জ্বেলে  তপ্ত শ্বাস ছাড়ে

এত্ত তাড়াতাড়ি ক্যানো ফুরিয়ে যায় সময়. এত দ্রুত

আহা যৌবন- যৌন বিকার-

লাক্স পুরোটাই  রহস্যময়ী সাবান
যে সাবানেরও যৌবন আছে; কাম আছে; কামাগুনে পুড়িবার তরে বছর ৬ জুড়ে আয়োজন!

কী দারুণ, কী নির্মম-রূপালী জগত।

ক্যামন পিপঁড়া বিদ্যা, মধু ঢেলে টেনে আনে.. এ প্রান্ত ও প্রান্তের তরুণীদের

স্বপ্নময় মায়ার জালে কীভাবে আটকে যায় তার জীবন, পণ্য হয়,
পুজিতন্ত্রের চাদরে ঢাকা পড়ে ঘোঙায় নারী স্বাধীনতা।





কোন মন্তব্য নেই: