ব্লগ নিয়ে নেতিবাচক ভাবনা; প্রচারণা এমনকি ব্লগ ঘিরে হত্যাকাণ্ড ঘটছে দেশে। সাত বছর বয়সী শিশু এ বাংলা ব্লগের দুনিয়াতে বিদ্বেষ আছে- এটা স্বীকার করে নিয়েই বলছি--- প্রচলতি সংবাদ মাধ্যম আর প্রাজ্ঞ কলামিস্টদের বন্দকী বিবেকের সময়ে ব্লগ এক অনন্য উন্মুক্ত জনমত তৈরির ক্ষেত্র। যেখানে গণ মানুষের গণকণ্ঠ এক সাথে উচ্চারিত হয়।
অত্যন্ত আনন্দিত যে, এ রকম একটি ব্লগিং জগতের সাথে বছর ৪ বছর ৭ মাস ধরে আছি। এবং কেবল সামুতেই লিখছি ৭৭৮ টি। অন্য সব ব্লগ মিলিয়ে এ লেখার সংখ্যা হাজার হবে। এর মধ্যে শ খানেক লেখা আমার বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ।
ব্যক্তিগত অভিজ্ঞতা হলো ব্লগে অনেক ভালো লেখা পাঠকের নজরে আসে না। নির্বাচিত লেখার তালিকায়ও যায় না। তবে ইদানিং চটুল লেখা, যৌনতাপূর্ণ লেখার প্রতি ব্লগারদের আকর্ষণ বেশি। যৌনতা সমৃদ্ধ লেখার বিপক্ষে আমি নই। মূলত মানবজমিনে কাজ করার সময় যৌনাধিকার, যৌনাবচয় বিষয়টি আমার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। সেটি আমি এখনো উপলব্ধি করি। তাই বলে যৌনতা নির্ভর ব্লগিং কিংবা সবাইকে আরজ আলী মাতুব্বুর হওয়ার চেষ্টাটা আমার কাছে সঠিক বলে মনে হয় না। এটা আমার সীমাবদ্ধতা।
ব্লগের একটা গুণগত পরিবর্তনও হয়েছে--- এখানে প্রচুর তথ্য বহুল ও মূলধারার গণমাধ্যম যে সব খবর এড়িয়ে যায় বা দলদাসত্বের কারণে চেপে যায়, তা বেরিয়ে আসে। এটাই এর সবচে বড় সাফল্য বলে মনে মানি।
আজ ১৯ ডিসেম্বর;বাংলা ব্লগ সাত বছরে।
সবাইকে বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা।
অত্যন্ত আনন্দিত যে, এ রকম একটি ব্লগিং জগতের সাথে বছর ৪ বছর ৭ মাস ধরে আছি। এবং কেবল সামুতেই লিখছি ৭৭৮ টি। অন্য সব ব্লগ মিলিয়ে এ লেখার সংখ্যা হাজার হবে। এর মধ্যে শ খানেক লেখা আমার বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ।
ব্যক্তিগত অভিজ্ঞতা হলো ব্লগে অনেক ভালো লেখা পাঠকের নজরে আসে না। নির্বাচিত লেখার তালিকায়ও যায় না। তবে ইদানিং চটুল লেখা, যৌনতাপূর্ণ লেখার প্রতি ব্লগারদের আকর্ষণ বেশি। যৌনতা সমৃদ্ধ লেখার বিপক্ষে আমি নই। মূলত মানবজমিনে কাজ করার সময় যৌনাধিকার, যৌনাবচয় বিষয়টি আমার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। সেটি আমি এখনো উপলব্ধি করি। তাই বলে যৌনতা নির্ভর ব্লগিং কিংবা সবাইকে আরজ আলী মাতুব্বুর হওয়ার চেষ্টাটা আমার কাছে সঠিক বলে মনে হয় না। এটা আমার সীমাবদ্ধতা।
ব্লগের একটা গুণগত পরিবর্তনও হয়েছে--- এখানে প্রচুর তথ্য বহুল ও মূলধারার গণমাধ্যম যে সব খবর এড়িয়ে যায় বা দলদাসত্বের কারণে চেপে যায়, তা বেরিয়ে আসে। এটাই এর সবচে বড় সাফল্য বলে মনে মানি।
আজ ১৯ ডিসেম্বর;বাংলা ব্লগ সাত বছরে।
সবাইকে বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন