ক্ষমতার লেমনচুস ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিত্রে রেল ইস্টিশন



মেট্রো রেলের একটা স্টেশন কলাভবনে করা গেলে ভালো হতো। এখানে অনেক ফাঁকা জায়গা। সারা শহরে কোনো জায়গা নাই। কলাভবন চত্বরে আইজাইরা জায়গা ফাঁকা রাখনের দরকার কি। তাছাড়া সবখান থেকে রাজনৈতিক দলে  লোকজন এখানে এসে জমায়েত অয়। তার চে একটা ইস্টিশন অইলে লাভ অইতো। সামনে বিশাল একটা বিল বোর্ড তুলে দিলে বিজ্ঞাপন বাবদ ভালো ইনকামও করা যাইতো। খ্রাপ অইতো না।

আরেকটা ইস্টিশন ভিসির বাড়ির সামনেও অইতে পারে। সেখানে রাজনৈতিক তদ্বিরে যাওয়া লোকদের সুবিধা, রাজনীতির মারপ্যাঁচ খেলার এক থিয়েটার করে যাত্রা বিরতিতে থাকা মেট্রোরেলের  যাত্রীদের বিনোদনের ব্যবস্থাও করা যাইতে পারে। টিকিট ১০ ট্যাকা। ৫ ট্যাকা সরকার সমর্থকদের। বাকি ২ টাকা বিশ্ববিদ্যালয়ের  ৩ টাকা সিটি কপ্পোরেশনের। তাইলে তো কোনো ফ্রবলেম দেখি নঅ।

এ রকম আপনারা আরো প্রস্তাব কইরতে পারেন --- কার্জন হল একটা ঐতিহাসিক এলাকা। পর্যটকদের জন্য সেখানে আরেকখান স্টপেজ করন দরকার। দেশের ভাব এবং মূর্তি দুইটাই উজ্জ্বল করার জন্য ইহা খুব্বই দরকারি।

এ রকম দরকার, যুক্তি পাল্টা যুক্তি উন্নয়ন নিয়ে বাহাস শেষ করা যাবে না। তবে কথা একটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভ্রিতে  কোনো ইস্টিশন অইতে পারেনা।

মাননীয় আরেফিন স্যার; মাননীয় আনোয়ার স্যার; মাননীয় মনজুর স্যার--- আফনেরা কুতায়। অতীতে মত  শিক্ষার্থীদের  প্রতিবাদ মিছিলে আসেন। নাকি ক্ষমতার  লেমনচুসে আপনাদের মুখ ভারি অইয়া গেছে। খোলাসা করেন পিলিজ। 

কোন মন্তব্য নেই: