শিল্পীর ব্রাশে রবীন্দ্রনাথ আসমানে!

শিল্পীর ব্রাশে রবীন্দ্রনাথ আসমানে!

এ ছবির অনুপ্রেরণা প্রসঙ্গে শিল্পী বলেন, সাঈদী হুজুরকে চান্দে দেখা থেকে আমি এ ছবি আঁকার প্রেরণা পেয়েছি !
শিল্পী আবেগে কাইন্দালাইয়া বলেন, সম্বাদিক সাব। এর পরেও কি আমার ইনডিয়া যাইতে ভিষা লাগবো!
সম্বাদিক সাব বলেন,শিল্পী সাব ভিষা মাফ নাই ।
শিল্পী ফের বুক চাপডায়া কৈলো, জনাব দেখেন মাতা ইন্দিরার হাতে বঙ্গীয় স্মৃতিসৌধ তুইলা দিছি! পদতলে ইলিশ পুজা !
সম্বাদিক কৈলো, বাছা, বঙ্গে জন্মাইছো,যত দাও! চুষিয়া তোমার প্রতিভা; ছুঁইডা ফালাইবো! এটাই এখন মেড ইন ইনডিয়া!!

দায় মুক্তি : এটি একটি কাল্পনিক সংলাপ । কেউ কারো সাথে মেলালে , দায় তার!

মহান এ শিল্পকর্মের ছবিখানা রবি ঠাকুরের দু:স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার গ্যালারি থেইকা কিউট বাম পোলাপান সরবরাহ করছে!

কোন মন্তব্য নেই: