নরাধমরা ---বিলাতি কুত্তার বাচ্চার মত আদর চায় ---

একেকটা অমানুষ
রাতের আঁধারে শুয়রের বাচ্চার মত ফাল পাড়ে---
পাক খায়- গু খায় ---


নোংরা আবর্জনায়---ডুবে থাকে-- ভালো কোন চিস্তা-- সুন্দর কোন সকাল
 কখনো ভাবতে পারে না-- অমানুষগুলো---

মানুষকে তাদের মানুষ মনে হয় না---
অমানুষগুলো কাদা পাক থেকে পাক দিয়ে উঠে সে দাঁড়াতে চায়---

দাঁড়াতে চায় নগরের তকতকে চকচকে ঘরে!
সায়েবি সুট আর কেতাবি বার্তায় মাততে চায়!


নরাধমরা ---বিলাতি  কুত্তার বাচ্চার মত আদর চায় ---
শুয়রের মত কাম--- পায়  না বলে সে অন্যকেও কষ্ট দেয়!
খুবলে খায় মানব শরীর-- পুড়িয়ে দেয়-- বসত ঘর - জমি জিরাত আর নারী ও শিশু!

নাসির নগর থেকে
গাইবান্ধা

রামু থেকে দিনাজপুর!

হিন্দু থেকে সাঁওতাল
মুসলমান থেকে বৌদ্ধ
প্রান্তিক মানুষ---রোহিঙ্গা--- পুড়িয়ে মেরে ফেলে কিছু নরাধম!

 কেউ নিস্তার পায়না!
না পুরুষ, না নারী, না শিশু

 শাদা শুয়র তামাটে শুয়র
 কালা কুত্তা
 ---মিলে  নরক বানিয়েছে ; দেশ---সীমানা--- অঞ্চল আর  বিশ্ব!

কোন মন্তব্য নেই: