নির্ভার হতে চাইছি-কত শত বার

চোখের জলে তোমার হাতটা ভিজিয়ে 
নির্ভার হতে চাইছি-কত শত বার

কিছু ভুলের জন্য তোমার কাছে ক্ষমা চাইতে ইচ্ছে করে
পারিনি

তোমার ওদার্যে মুগ্ধ আমি, কৃতজ্ঞ 

আমার সাথে একবেলা খাবে বলে আগে থেকে বসে থাকো 
টেবিলে এটা ওটা নাড়াচাড়া করো
ডাক দাও, ‌'বেলা অনেক হলো, খেতে বোস।'

এভাবে কত দিন, অনেক দিন
তবুও বলা হয় না -বাবা তোমায়, ভালোবাসি।।

কোন মন্তব্য নেই: