কথাটা গত বছরও বলেছিলাম; এত্ত কিছু উন্রা বের করতে পারেন; গান পাউডার ;প্রেট্রোল ঢেলে যারা গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যা করে; সে সব কিট পতঙ্গকে খুঁজে বের করতে পারেন না। এটা বিশ্বাস করতে পারি না। তবুও তাদের সীমাবদ্ধতার প্রতি শ্রদ্ধা রেখে মনে করি- ওই নারকীয় তাণ্ডবের পতঙ্গদের ধরে একই রকমভাবে গাড়িতে ভরে গান পাউডার দিয়ে আগুন ধরিয়ে দেয়াটাই আমার কাছে-ন্যায় বিচার।
সরকার বাহাদুর কি কাজটা করবেন? আশায় আছি।
নোট: ১:
রংপুরে মঙ্গলবার রাতে বাসে যারা আগুন দিছে- তাদের ধরে শাস্তি নিশ্চিত করার অপেক্ষায় রইলাম। যদিও গান পাউডার অলারা সব সময় শাস্তির বাইরে থাকে।
নোট:২: সম্ভবত ২০০৪ সালে শেরাটন মোড়ে সাকুরা বারের সামনে বিটিআরটিসি'র দোতলা বাসে গান পাউডার দিয়ে আগুন দেয়া হয়েছিল। সে সময়কার সরকার বলেছিল এটা বিরোধী দলমানে আম্লীগ করেছে। নানাকসহ আরো অনেক যুবলীগ কর্মীকে অভিযুক্ত করে মামলাও করেছিল নিরাপত্তারক্ষীরা। কিন্তু আম্লীগ বলেছিলে সরকার এ কাজ করে তাদের উপ্রে দোষ চাপিয়েছিল।
নোট :৩: ক্ষমতায় আসার পর আসল অপরাধীদের খুঁজে বের করেনি আম্লীগ। গোড়ায় হাত দিলে আমাদের মত পাবলিককে পুড়িয়ে মারা ষণ্ডাদের রুখে দেয়ার ক্ষেত্রে আমরা সম্পূর্ণ না হলেও অনেকটা সফলতা আসতো।
রংপুরে মঙ্গলবার রাতে বাসে যারা আগুন দিছে- তাদের ধরে শাস্তি নিশ্চিত করার অপেক্ষায় রইলাম। যদিও গান পাউডার অলারা সব সময় শাস্তির বাইরে থাকে।
নোট:২: সম্ভবত ২০০৪ সালে শেরাটন মোড়ে সাকুরা বারের সামনে বিটিআরটিসি'র দোতলা বাসে গান পাউডার দিয়ে আগুন দেয়া হয়েছিল। সে সময়কার সরকার বলেছিল এটা বিরোধী দলমানে আম্লীগ করেছে। নানাকসহ আরো অনেক যুবলীগ কর্মীকে অভিযুক্ত করে মামলাও করেছিল নিরাপত্তারক্ষীরা। কিন্তু আম্লীগ বলেছিলে সরকার এ কাজ করে তাদের উপ্রে দোষ চাপিয়েছিল।
নোট :৩: ক্ষমতায় আসার পর আসল অপরাধীদের খুঁজে বের করেনি আম্লীগ। গোড়ায় হাত দিলে আমাদের মত পাবলিককে পুড়িয়ে মারা ষণ্ডাদের রুখে দেয়ার ক্ষেত্রে আমরা সম্পূর্ণ না হলেও অনেকটা সফলতা আসতো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন