ইনডিয়া যাওয়ার জন্য প্রয়োজনে অর্থনৈতিক প্রস্তুতি আগেই ছিল। আব্বা নিজেই নিজের চিকিৎসার সব ব্যয়ভার আমার একাউন্টে জমা করিয়েছেন। তবুও আমি কিছু হাতে রাখলাম।
ওড়ার জন্য প্রস্তুতির ফাঁকে কয়েকটা এয়ারলাইন্সে খোঁজ নেয়া হলো, জানা গেলে জেট-ই বেস্ট। অনটাইম ফ্লাইট। ওয়াকার ভাই জানালেন, গুগলের একটা সাইট থেকে টিকিট কেনা যাচ্ছে, সাশ্রয়ী মূল্যে।
তবে শেষ পর্যন্ত সেখানে না গিয়ে আমার পুরনো সুহৃদ সুমন ভাইয়ের কাছ থেকেই টিকিট নিলাশ। কারণ আব্বার টাইম আর হসপিটালিটির ব্যাপারে সেনসেটিভ !
আল্লাহর নামে বাপ বেটা উড়াল দিলাম রোজার শুরুর দিকে সকাল ১০ টা ১০ এর ফ্লাইটে।
ভাবছিলাম, উড়ালের সাথে সাথে ভিসা বিষয়ক জেরা সমাপ্ত!
না ঠিক তা হলো না! একটা হুজুর মানুষ এয়ারে চড়ে দিল্লি ঢোকে কেমনে? তাকে সহজে ঢুকতে দেওয়া ঠিক হবে না ধরে নিয়ে জেরা করার জরুরী মনে হলো ইমগ্রেশন কর্মকর্তার।
সাড়ে ১২ টায় দিল্লি এয়ারপোর্টে নামার পর ইমিগ্রেশন কর্মকর্তার কোশ্চেন! ভিসার জন্য ৩ বার এপ্লাই করছিলেন ক্যান? অসহায় ভাবে তাকিয়ে থাকার ইচ্ছে ছিল, কিন্তু পারলাম না।
জন্মগতভাবে মাথা গরম! আপনাদের এম্বাসি তো কইছিলো ৪ বার পর্যন্ত এপ্লাই করা জায়েজ!
কর্তা ব্যক্তি উঠে পড়লেন, বড় কর্তাকে ডেকে আনলেন। তিনি ভিসা দেখে বললেন, ঠিক আছে ছেড়ে দেন। লোক কইলকাতার। তাই বাংলায় কথা কইলো।
এ ফাঁকে আরেকজন বাংলােদেীশ একই রকম কোশ্চৈন শেষ পরে ওপারে গিয়েছেন, তিনি উকি দিয়ে বললেন, দাড়ি টুপি দেখলেই উনাদের সমস্যা! এটা একটা ফাউজলামি।
আমি মৃদু হেসে উনার বক্তব্যকে সমর্থন করলাম।
এ দিকে হসপিটাল থেকে আমাদের রিসিভ করতে আসা যুবরাজ বিরক্তি নিয়ে ঘুরছে। বলল, ইমিগ্রেশন ব্যাটারা এমনই! লাগেজ টেনে এনে হসপিটালের ভাড়া করা গাড়ি করে সরাসরি চলে এলাম ইন্টারন্যাশনাল পেশেন্ট লাউঞ্জে (আইপিএল)।
ডাক্তার আগে থেকে ওরা সেট করে রেখেছে। নাম সুধীর কুমার তেয়াগি। ওরা উচ্চারণ করে 'ছুদির তেয়াগি'। দিল্লি এপোলোর ব্যস্ত নিউরো ও স্পাইন সার্জন। তার সাথে অপারেশন থিয়োটারের পাশের চেম্বার মোলাকাত হলো।
আব্বার এমআরআই রিপোর্টটা রট লাইটের ওপরে ফালাইয়া দেখলেন। বললেন, মাথায় কোনো সমস্যা নাই। মেরুদণ্ডে সমস্যা আছে।
'অপারেশন দরকার নাই!'- ঘোষণাও দিলেন সুধীর। বললেন, তবে ফিজিও থেরাপি লাগবে। ৫ দিনের ওষুধ ও ৫ দিনের ফিজিও থেরাপি পরামর্শ দিলেন।
বল্লাম, আরেকবার টেস্ট করে দেখন যাইবো! বললেন, না, শুধু শুধু টাকা খরচ করবেন কেন?
আব্বা খুব খুশী, কারণ ডাক্তার তাকে পুরো বিষয়টা ব্রিফ করলেন, বললেন, আপনার সমস্যা সমাধান হয়ে যাবে।
আর এ রিপোর্ট দেখে, ইবনে সিনার কুখ্যাত নিউরোলজিস্ট ডাকাত আবদুল হাই প্রেসক্রিপশনে লিখেছেন তাকে ইমিডিয়েটলি হসপিটালে ভর্তি করার জন্য। তার নাকি ম্যাসিভ স্ট্রোক হয়েছে! আল্লাহ তার প্রিয় বান্দাহকে এ রকম এক কুখ্যাত জানোয়ারের হাত থেকে রক্ষা করেছেন-আমীন।
আর ল্যাব এইডের আরেক কুখ্যাত ডাকাত সিরাজুল হক বলেছিলেন, স্পাইনের ডিস্কের মাঝখান থেকে জেল বেরিয়ে যাচ্ছে! তাই ব্যথা হচ্ছে।
তাও ঠিক নয়।
আর আজহারুল হক ওরফে রংপুরীয় বলদ নিউরোলজিস্টরে কথা আর কি বলবো!
তবে আজহার ও সিরাজুল হককে আব্বা অনেক বড় ডাকাত বলেই জানলেন। সুধীর বাবুর ওষুধ খাওয়ার পর আব্বাকে বল্লাম, দেশের এত বড় বড় ডাক্তার দেখাইলেন, তারা তো বড় সমস্যা কইছে। চলেন , ডাক্তার ভিপি সিং-কে দেখাই।
ভিপি সিংও এপালোর নিউরো সার্জন। সুধীর বাবুর চে বয়সে বড়ো। অভিজ।ঞাতায়ও। বাংলাদেশেও দু চারবার এসেছেন নিউরোসার্জারি জ্ঞান বিতরণ করতে!
আইপিএল এ সনিতাকে বিষয়টা জানালাম। হেসে ও বলল, ফাও টাকা খরচ করবা কেন? বল্লাম, আব্বার সন্তুষ্টি!
পরে ভিপি সিংয়ের দরবারে গেলাম ৪র্থ দিন। তিনি আব্বার বসের পরিচিত। ভালো করে দেখে বললেন, সুধীর বাবু ভালো দেখেছেন। তিনি যা বলেছেন, তাই। আপনাকে ব্যায়াম করতে হবে। এটাই চিকিৎসা!
সে চিকিৎসা নিয়ে আমরা ফিরতে চাইলাম।
সুধীর বাবুকে আব্বার প্রোস্টেট সংক্রান্ত সমস্যার কথা জানালে, তিনি ডাক্তার অংশুমান আগারওয়ালকে দেখাতে বললেন। সুধীর বাবুর রেফারেন্স তাই খুব যত্ন করে দেখে জানালেন, ' আপনার আর টেস্ট করার কাজ নেই। ভালো আছেন। ৪ মাস পরে টেস্ট করে মেইল করে দিয়েন। আমি আবার দেখে দেব।'
আমরা তবুও বললাম বাংলাদেশে ইনফেকশনের একটা রিপোর্ট আছে। সুতরাং আরেকবার চেক করা দরকার। আমাদের অনুরোধেই পুরনো রিপোর্ট থেকে ৪ টি করতে দিলেন। বললেন, আমি জানি সব ঠিক আছে। আপনারা চাইছেন বলে টেস্ট দিলাম। এটার জন্য টেস্টের দরকার ছিল না!
তবুও আমরা টেস্ট করলাম। রেজাল্ট-- সব ঠিক আছে।
বাংলাদেশে ই্ওরোলজির ডাক্তার সালাম ,ডাক্তার জাহিদ ও ডাক্তার নিনান চাকোর পরামর্শই অংশুমান ঠিক রাখলেন। কোনো ওষুধ নয়। অবজারভেশন!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন