দুধ জোছনায় ডুবে থাকে টাঙ্গুয়ার হাওর
ছেড়াদ্বীপ কিম্বা হরিণটানা
উদ্ভিন্ন তরুছায়ায় ঘেরা রাতারগুল-উচ্ছ্বল
ছেড়াদ্বীপ কিম্বা হরিণটানা
উদ্ভিন্ন তরুছায়ায় ঘেরা রাতারগুল-উচ্ছ্বল
মাধবপুর লেকে শেষ বিকালে
মাছরাঙার ঠোঁটে কাতর 'বাছা'
মাছরাঙার ঠোঁটে কাতর 'বাছা'
অনিন্দ্য অপরূপ দুধকুমার নদীর জলের উপর
ছলাৎ ছলাৎ শব্দ তুলে বয়ে যাওয়া নৌকার মতই
প্রতিদিন তুমি বেড়ে ওঠো, জেগে থাক; পিতৃ চোখে ।
ছলাৎ ছলাৎ শব্দ তুলে বয়ে যাওয়া নৌকার মতই
প্রতিদিন তুমি বেড়ে ওঠো, জেগে থাক; পিতৃ চোখে ।
ভালবাসা প্রিয় পুত্র । তোমার বাবা ডাক
দুধ জোছনা, উচ্ছ্বল বুনো সবুজের মায়া ---
সব তুচ্ছ ।
দুধ জোছনা, উচ্ছ্বল বুনো সবুজের মায়া ---
সব তুচ্ছ ।
কেবল তোমার হাসি,
একটা শব্দ-বাবা-
আমার পূর্ণ যৌবন-পর্যটন।।
একটা শব্দ-বাবা-
আমার পূর্ণ যৌবন-পর্যটন।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন