অস্বীকার! অসম্মান।




গতবছরও বাংলাদেশের মহান বিজয় দিবসে ইনডিয়ান আর্মির ভ্যারিফাইড ফেসবুকে পেজে  আমাদের মহান মুক্তিযুদ্ধকে  ইন্দো পাক ওয়ার ৭১ হিসাবে উল্লেখ করা হয়েছিল। চলতি বছরও একই ঘটনা।  একই হ্যাশট্যাগ (#IndoPakWar71) । 
পাকিস্তানের মত ইনডিয়াও যদি আমাদের মুক্তি সংগ্রামী মানুষ, দু'লাখ বা তারো বেশির নারীর সম্ভ্রম, তিরিশ কিম্বা তারো বেশি লাখ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার ন্যায্যতা অস্বীকার করে, তাহলে আমরা অসম্মান বোধ করি।  কারণ মুক্তির সংগ্রামে তারা আমাদের বন্ধু ছিল। তারা আমাদের প্রতি হাত বাড়িয়েছিল। আমাদের লাখ লাখ  শরণার্থীর প্রতি তাদের সহায়তার হাত প্রসারিত ছিল। 
সেই দেশের এ অস্বীকারের অসম্মান বইবার মত জাতি আমরা ছিলাম না। এটা নিশ্চিত। এখন সম্ভবত আমরা তাতেও রাজি! নইলে এত বড় একটা ঘটনার কোন প্রতিবাদ হয় না। রাষ্ট্র তো প্রতিবাদ করেই না! কোন রাজনৈতিক দলও।  এমনকি সংবাদ মাধ্যমও।  অথচ বহু সম্বাদিক দেশের চেয়ে কোন কোন সময় তার আদর্শিক নেতাদের বড় করে দেখেন, তারাও তাদের নেতাদের   কৃতিত্ব লুট হয়ে যাওয়ার বিষয়টি বিবেচনা করেও প্রতিবাদ-আওয়াজ তোলেন না। প্রতিবাদ করেন না। সবাই কেবল চেতনার ফেরি করেন, সে চেতনার কিসের? নিজের স্বার্থ উদ্ধারের!!  আফসোস।

কোন মন্তব্য নেই: