বর্মার ষণ্ডা রক্ষির গুলিতে নিহত শিশু! ছবি ফেসবুক থেকে নেয়া!
আমাদের একবার মানুষ ভাবো-- প্লিজ-- একবার
আমরাও মানুষের মত জন্মেছি---মায়ের পেটে...
আতঙ্কিত রাত কেটেছে মায়ের... দৌড়ে পালিয়েছে পুরো পরিবার
মায়ের পেটে, মায়ের কোলে আমরাও পালিয়েছি...
জন্ম-ভাগ্য আমাদের রাখাইন রাজ্যে নিয়েছে!
কোন হাত ছিল না আমার! তবুও ... বুকে পিঠে গুলি...
বহু মানুষের রক্ত বয়ে নাফ নদী মিশে যায়
তোমরা তখনো.. তখনো আমাদের মানুষ ভাবতে পারো না!
ইচ্ছে করে তো আমরা জন্মাইনি! এখানে...
আমাদের একবার মানুষ ভাবো! প্লিজ, একবার! একবার!!
নাফের জলে ডুবে মরে যাওয়া আমাকে দেখো--
আমি রোহিঙ্গা! আমিও মানুষ ছিলাম!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন