হেফাজত, শাপলা এবং ৫ মে

শাপলায়  হেফাজতের অবস্থানের রাজনৈতিক তাৎপর্য ব্যাপক হলেও এর ফলাফল একেবারেই শূণ্য এবং প্রচার-সন্ত্রাস দ্বারা আক্রান্ত । 

 বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমনকি ভারতবর্ষের কর্পোরেট গান্ধীর অহিংস আন্দোলনের শক্তি বিবেচনায় এনেও রাজনৈতিক গোষ্ঠীর উপর একক মনস্তাত্ত্বিক চাপ তৈরীর ক্ষেত্রে আল্লামা শফি অত্যন্ত সফল । 

যদিও হুজুরদের ঈমান বেসরকারি চাকুরেদের মত দূর্বল। কারণ জীবিকার দায়িত্ব আল্লাহর হাতে - এ বিশ্বাস থাকার পরেও কিছু ব্যতিক্রম ছাড়া, কাওমী হুজুরদের রাজনৈতিক ও অর্থনৈতিক পেশিবানদের উপর নির্ভর করতে হয় । 

রাজনৈতিক কারণে হেফাজতের ঢাকা অভিযান না হলেও এর রাজনৈতিক গুরুত্ব বিবেচনায় আনতে হবে । কারণ এ হেফাজতকে সামনে রেখেই দাবার যত গুঁটিই ঘুরপাক খেয়েছে, তার সবই রাজনৈতিক । 

হেফাজতের সহযোগি হিসাবে যাদের কথা বলা হচ্ছিল, মোটা দাগে সে দলটি হলো বিএনপি । সাথে জমাত । তবে দল দু'টি হাওয়ায় গা ভাসিয়ে হেফাজতের রাস্তায় রেখে সালতানাতের দু:স্বপ্ন দেখেছিল। 

আমার পর্যবেক্ষণে- মাদরাসার নিরীহ শিক্ষার্থীরা রাজপথে এসেছিল, ভুল ধারণার উপর ভিত্তি করে । তাদের সঠিক তথ্য দেয়া হয়নি । এমনি কি হেফাজতের শীর্ষ কয়েকজন ছাড়া বাকিরাও  বিষয়টি নিয়ে ধোঁয়াশায় ছিলেন।

যেখানে গণজাগরণ মন্চ অত্যন্ত সফলভাবে সময় মত একটা তথ্য তার কর্মীদের দিতে পেরেছে । গণজাগরণ রাজনৈতিক স্বার্থে ব্যবহার হয়েছে অত্যন্ত কৌশলে । সফলতাও লাভ করেছে । কাজ শেষে গণজাগরণ বিভক্ত এবং নিষ্ক্রিয় করে দিতেও সফল হয়েছে, এর পরিকল্পনাকারীরা । 

কিন্তু পুরোই দিকভ্রান্ত ছিল, হেফাজত । কারণ হেফাজতের ক্ষেত্রে এর উত্থান বিবেচনা করা হয়েছে কেবল, এর বিস্তৃতি এবং পরিচালন ও সমাপন পরিকল্পনা ছিল না । 

যার জন্য এত বড় একটা বিপর্যয়ের পরেও হেফাজত আপস করতে বাধ্য হয়েছে, তাদের সাথে;  যারা তাদের আলো নিভিয়ে রাতের আঁধারে হামলা করেছিল। 

এমন কি , এ বিপর্যয়ে হেফাজত কর্মীদের  ক্ষতিও স্বীকার করা হয়নি , উল্টো উপহাস ছিল। এখনো আছে । 

তবে  হেফাজতের রাজনৈতিক গুরুত্ব এখনো কমে যায়নি, এর প্রমাণ সরকার প্রধান আল্লামা শফি'র সাথে সাক্ষাত করেছেন। আল্লামা শফি সাব আওয়ামী সালতানাতের জন্য প্রার্থনা করেছেন ।

তবে এতে একটা গোষ্ঠী অসন্তুষ্ট হয়েছেন, তাদের একাংশ আওয়ামী লীগ সমর্থক, আরেকটা গোষ্ঠী বিম্পি ও জমাত । 

হতাশ গোষ্ঠীর জন্য ম্যাকেয়াভ্যালির প্রিন্স গ্রন্থ পাঠের পরামর্শ রলো। 

আশাবাদীদের বলি- ৫ মে , ইতিহাসে টিকে থাকবে, কারণ এর রাজনৈতিক গুরুত্ব প্রবল । এবং সামনেও হেফাজত একটা শক্তি হিসাবে টিকে থাকবে । এটা আমার ব্যক্তিগত ধারণা । সে টিকে থাকা ইতিবাচক হবে নাকি নেতিবাচক- সময়ই তা নির্ধারণ করবে । 


-- 

কোন মন্তব্য নেই: