ফুলগুলো এখন রক্ত! মৃত মানুষের মুখ!


ফুলগুলো এখন রক্ত! মৃত মানুষের মুখ!
কৃষ্ণচূড়া, রাধা চূড়ায় ভরে আছে নগর
তির্যক হাসি তার, কি কঠিন, রূঢ়

কার প্রতি এ উপহাস? কাকে তাচ্ছিল্য করছে মৃত মানুষের মুখ!

আগে ফুল দেখলে প্রেম জাগতো মনে!
জুড়িয়ে যেতো চোখ
এখন ভয়।আতঙ্ক।

মাথার পেছনে আঘাত করা মানুষ গুলো ডুবে যেতে থাকে
শীতলক্ষ্যার ঘোলা জলে।
সেই সাথে রাষ্ট্র!

মানবাধিকার ভেসে থাকে কথায়-
কমিশন চেয়ারম্যান ড.মিজান-
 নিজের শরীর সামলাতে
প্যান্টের সাথে দড়ি টানা দিয়েছেন কাঁধে!

অনেক মানুষের মস্তক-
শরীর পঁচে গেছে-
ডোবায়, নালায়, ডাস্টবিনে,বাগাড়ে

লোবান জ্বলেনি তার জন্য
সুগন্ধি ছিটায়নি কেউ!
মার্কিন কাপড় পরার সুযোগ হয়নি।
হবার কথাও নয়।
বেঁচে থাকাটাই এখন একটা মিরাকল।

কোন মন্তব্য নেই: