প্রিয় পুত্র; প্রিয় বাবা; প্রিয়তম আমার
অনন্তকাল ধরে তোমার-তোমাদের চোখে চেয়ে আনন্দ ।
বৃদ্ধাশ্রমের ভয় নেই আমার।
জানি নিষ্ঠুর বাস্তবতা তোমাকে আমাকে দূরে রাখবে।
দূষিত নগরে বাতাসে সীসার আস্তরণের মতই-
জানি এ ছোট্ট বিষয়টা দূরে ঠেলতে পারলে
অসীম আকাশ
প্রভুর সান্নিধ্য-
পিতা পুত্র একসাথে আমরা
অনাবিল জোছনায় ভিজবো
তোমার হাসিতে মোহিত আমার পৃথিবী
ভালোবাসি বাবা, ভালোবাসি পুত্র; ভালবাসি প্রিয়তম আমার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন