পিয়াসের জন্য ড. ইউনূসের শোক এবং একটি ভুল তথ্য ভিত্তিক সমালোচনা!

বাধ্য না হলে মানুষকে আমি খারাপ বলিনা; কারণ আমি নিজেও যে যথেষ্ট ভালো মানুষ-সেটি প্রমাণ করার চেষ্টা করিনি। কিন্তু কিছু মানুষ আমার কাছে খুব নমস্য।
যাদের শ্রদ্ধা করি; দুঃখ পাই যখন তারা কেবলই নিজেদের 'জাতে' তোলার জন্য খ্যাতিমান ব্যাক্তিদের সমালোচনা করেন এবং কদর্যভােবেই করেন। মিথ্যা তথ্য দিয়ে করেন। সে কথাটি মনে রেখেই আমি লেখাটির অবতারণা করলাম।
আমি এটাও বলছিনা- সমালোচনার সত্য কারণ ও তথ্য থাকলে আপনি করবেন না। কিন্তু সেটার নিশ্চয় একটা মাত্রা রয়েছে।
দেশটা এমন যেখানে আমার নিজের দিকে তাকানোর ফুরসৎ নাই; অন্যের সমালোচনা করে নিজেকে অনেক বড় কিছু মনে হয়। অথচ যার সমালোচনা করছি তার ধারে কাছে পৌছানোর জন্য কয়বার জন্মাতে হবে তার হিসাব করি না। এটা আমার ব্যাক্তিগত মত!
সবচেয়ে নোংরা মনোবৃত্তির যে বিস্তৃতি ফেসবুক; ব্লগের কল্যাণে প্রকাশ পাচ্ছে সেটি হলো- নিজের মত করে সব কিছুর প্রত্যাশা। এটা কোনোভাবেই কাম্য হতে পারে না। রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রও হিসাবে যেটা জেনেছি ব্যাক্তি স্বাধীনতা তা; যা আপনি অন্যের ক্ষতি ছাড়া উপভোগ করেন। অন্যের চরিত্রে কলঙ্ক লেপন করে সেটি এক ধরণের নোংরা মনোবৃত্তির বিকাশ ছাড়া কিছু নয়।
আমি খুব সাদামাটাভাবেই বলি- আমি ড. ইউনূসের একজন দালাল। তাকে ফলো করি নোবেল পুরস্কার পাওয়ার ঘোষনার দিন থেকে। তার সম্পর্কে অনেক নেতিবাচক ধারণা আমার ছিল; কিন্তু কাজ করতে গিয়ে সে সব ভুল ভেঙ্গেছে। আমি তাকে অনেক বিষয়ে প্রশ্ন করে সে সব জেনেছি এবং তার বিষয়ে খোঁজ নিয়ে নিশ্চিত হয়ে কথাটা বল্লাম।
ঢালাও একটা লোককে হেও করে যে রকম বিকৃত আনন্দ কেউ উপভোগ করেন তাদের বিপক্ষে আমার অবস্থান; যদিও এ সমাজে আমি খড় কুটোরও নিচে; আমার অবস্থান ড. ইউনূসের মত একজন মহৎ প্রাণের কিচ্ছু যায় আসে না। তারপরেও নিজের এ গোপন কথাটা বলে রাখলাম।
তবুও লেখটা লিখছি; কারণ পিয়াস করিমের মৃত্যুতে ড. ইউনূস শোক প্রকাশ করায় অনেকে তাকে নিয়ে স্যাটায়ারধর্মী লেখা লিখেছেন; আমার একজন বড় ভাই তুল্য সম্বাদিকও সেই কাতারে আছেন। সাধারণত ব্লগ-ফেসবুকের আবেগি কারখানায় অনেক কথা অনেকে বলেন; সেটি তথ্য সূত্র হীন। সেই কাতারে একজন অগ্রজ সম্বাদিকের গা ভাসানোকে আমি খুবই দুঃখজনক বিবেচনা করছি।
আরো দুঃখজনক- ড. ইউনূস দেশে আসেন বলে রস করার জন্য। কারণ যে ভারত আমাদের কাছে নমস্য সে দেশের সাবেক প্রেসিডেন্ট এপিজে আবদুল কালামও শনিবার ঢাকায় বলেছেন, বিশ্ব ইউনূস; নজরুল; রবীন্দ্রনাথ ও জগদীসকে দিয়ে বাংলাদেশকে চিনে।
গা ভাসানো লোকেরা নিশ্চয় তাকেও শাহবাগের চেতনাপন্থি বলবেন না- কারণ তিনি দেশেরে স্থপতির নামটাই বলেননি; সন্ত্রাস নিয়ে কথা বলতে গিয়ে বলেছেন অর্থনৈতিক সমৃদ্ধি হলে তা নেমে যাবে। জঙ্গিবাদ নিয়ে আলোচনা করেননি; মনে লয় জমাত ইসলাম তারে ঘুষ দিছে! বিম্পি লবি করছে।
মুল কথায় আসি- আমি শুধু সত্য তথ্য হিসাবে গোটা তিনেক মেইল তুলে ধরলাম। ড. ইউনূস অনেকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তার দু'টি মেইল তুলে ধরলাম। আশা করি বড় ভাইয়েরা তাদের বুল বুঝতে পারবেন। আর ভুল ধরিয়ে দেবার জন্য আমাকে 'চেতনা ' বিনাশী হিসাবে শনাক্ত করে আক্রমণ করবেন না; যে উনাদের মতাবলম্বী শাহবাগী দেশপ্রেমিকরা করে থাকেন।

মেইল-১::

Lamiya Morshed <.....com>
12/9/12
to bcc: me
Dear Editor,
Please find attached a message of condolence from Professor Muhammad Yunus on the passing
of Professor Khan Sarwar Murshid. Please print the message in your esteemed daily or online publication.
Regards.
Sincerely,
Lamiya Morshed
Executive Director
Yunus Centre
www.yunuscentre.org

মেইল:২

Robayt Khondoker
Jan 12
to bcc: me
Dear Editor:
Greetings!
Please be informed that Nobel Peace LaureateProfessor Muhammad Yunus has expressed deep shock at the passing away of Muhammad Habibur Rahman, a former chief justice and also chief adviser to the 1996 caretaker government. He also prayed for the eternal peace of the departed soul and conveyed deep sympathy to the bereaved family. Please find below a press release on the same.
We would highly appreciate if you print the messagein your highly circulated newspaper/e-paper/ web-portal/news blog.
Thank you in advance.
Md. Robayt Khondoker
Program Associate
Yunus Centre

মেইল:: ৩

Dear Editor,
Please find below message from Nobel Laureate Professor Muhammad Yunus on the passing of Professor Piash Karim earlier today:
"I am shocked to hear the news about Piash Karim's death. This fearless, principled intellectual who won the heart of all Bangladeshis by his dedication to speaking truth to power. His analytical mind and commitment to truth inspired the whole nation. His departure is a great loss. May Allah grant him eternal peace."
We hope you will publish the message in your esteemed publication/newspaper/online platform.
Thank you.
Sincerely,
Lamiya Morshed
Yunus Centre
আসেন এবার সমালোচকরা মেইলের শব্দ সংখ্যা; শব্দের ব্যবহার; বাক্য বিন্যাস নিয়ে আলাপ করে আরেক মতামত দিতে পারেন!

কোন মন্তব্য নেই: