প্রেম---তুমি জাফর স্যারের আবেগের মত ;)

প্রেম 
তুমি জাফর স্যারের আবেগের মত 
সব নিজের মত চাও! 
অন্যরা কি চায়, সেটা ভাবার সময় তোমার নাই ।।

প্রেমপত্র 
তুমি জাফর স্যারের পদত্যাগ পত্রের মত 
বার বার জমা হও। কথা রাখো না ।। 

প্রেমাভিমান 
তুমি চেতনার নামে বিভক্ত
তোমার প্রিয় মানুষের হেনস্তার পর বৃষ্টিতে ভেজো।। 

অতি প্রেম
তুমি ব্যর্থ হতে ভালোবাসো
তাই গরুর রশি নিজের গলায় নিতে চাও! 

প্রেম-পরকীয়া 
তুমি জাফর স্যারের জন্য অনলাইনে শোক করো 
কষ্ট পাও। শাহবাগে দাঁড়াতে পারো না এক সাথে ।

প্রেম আত্মা 
তুমি কল্পকাহিনীর চরিত্র। রোবটিক প্রতিক্ষণ।
বাস্তবতা বোঝো না ;) 

কোন মন্তব্য নেই: