মওলানার জীবন যে জাতির জন্য উৎসর্গিত সে জাতি দ্বিধাবিভক্ত। তবে তার জন্ম ও মৃত্যু বার্ষির্কী ঘিরে প্রধান দুই দলই বিবৃতি দিয়ে বলেন- মওলানার আদর্শ অনুসরণ করবার জন্য। বাস্তবে কি তারা নিজেরা মওলানার আদর্শ অনুসরণ করেন? মনে বড় প্রশ্ন জাগে। আজ তার মৃত্যুবার্ষিকী। গণমানুষের হসপিটাল ঢাকা মেডিকেল কলেজেই তিনি ইন্তেকাল করেছিলেন। কবর হয়েছে গ্রামের বাড়ি সন্তোষের আঙ্গিনায়।
মওলানা ব্রিটিশ বিরোধি আন্দোলন থেকে মহান স্বাধীনতা যুদ্ধের যে প্রেরণা যুগিয়েছেন। স্বাধীনতা উত্তর কালে সে সময় যে সঙ্কট দেশে তৈরি হয়েছিল; তিনি সাধ্য মত তার যৌক্তিক আলোচনা-সমালোচনা এবং সমাধানের পথ বাতলেছেন বলে বইয়ে পড়েছি।
তার রাজনৈতিক আদর্শ; আধ্যাত্তিক চেতনা এবং দেশপ্রেম আমাদের নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে পুড়ুক। তাহলে তার শ্রম স্বার্থক হবে। মওলানা বেহেশতবাসি হোন। আমরা দেশের স্বার্থে এক হই। আল্লাহ আমাদের দেশের জন্য এক হওয়ার তৌফিক দিন- আমীন।
মওলানা ব্রিটিশ বিরোধি আন্দোলন থেকে মহান স্বাধীনতা যুদ্ধের যে প্রেরণা যুগিয়েছেন। স্বাধীনতা উত্তর কালে সে সময় যে সঙ্কট দেশে তৈরি হয়েছিল; তিনি সাধ্য মত তার যৌক্তিক আলোচনা-সমালোচনা এবং সমাধানের পথ বাতলেছেন বলে বইয়ে পড়েছি।
তার রাজনৈতিক আদর্শ; আধ্যাত্তিক চেতনা এবং দেশপ্রেম আমাদের নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে পুড়ুক। তাহলে তার শ্রম স্বার্থক হবে। মওলানা বেহেশতবাসি হোন। আমরা দেশের স্বার্থে এক হই। আল্লাহ আমাদের দেশের জন্য এক হওয়ার তৌফিক দিন- আমীন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন