ইস্টিশন বদলাও-- রুট বদলাও মেট্রোরেল!

মেট্রোরেলের ইস্টিশন ক্যাম্পাসের ভিত্রে অইলে কী না অইলে কী!  তাই না। এখন যারা এ সব কইতাছেন তারা সুবিধাবাদী বলে ঠাওরাই। এই ক্যাম্পাসের  বহু অনয়িমের বিরুদ্ধে ঐতিহ্যবাহি ছাত্র সংগঠন ছাত্রলীগ। তারা মেট্রোরেল ইস্যুতে  মাঠে নামছে বলে শোনা যাচ্ছে। সংগঠনটির মুরুব্বী 'স্যার' যেদিন কইলো রুট বদল হপে না। তার পর দিনই তারা মাঠে নামিছে।

সাধারণ ছাত্র সংগঠনের নামে নামিছে। এ সব সাধারণ ছাত্ররা সব আমলেই জিম্মি। সক্কারি দল ডাকপে আর তারা নামিবে না--- অভিজ্ঞতা তাতে সাঁয় দেয় না।

তা মেট্রোরেল যদি বাপু শক্তিমানদের ইশারায় রুট বদলাতে পারে; তাইলে শক্তিহীন অপুষ্ট শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে ক্যান বদলাতে পারবে না! পারবে না কারণ রাজনৈতিক ক্ষমতার নড়নচড়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃক তলানিতে ঠেকেছে! সে যাউকগা---  রুটটা বদল হওন জরুরী। কারণ চুনকাম খসে পড়লে যে সব স্থাপত্যের জন্য সক্কার বাহাদুরের ছাত্র -সম্বাদিক লাঠিয়ালরা মরাকান্না জুড়ায়া দিত--- তারা এখন ক্যান যে গিলছে--- ক্যাম্পাসের ভিত্রে ঐতিহাসিক সব স্থাপনার লগে ইস্টিশন! বুঝে আসে না? আসে। কিন্তু সব বুঝ মাবার চায়না মন!

রেল ইস্টিশন ঘিরা এ দেশে কী সব ব্যবসাপাতি জমে এইডা সব্বাই জানে। কিন্তুক ক্ষমতার চ্রম শক্তি । ক্ষমতা এ হক কথা সব সময় কইতে দ্যায় না!

 তারপরেও তো কিছু মানুষ আছে। ভয় উড়িয়ে গলা ছেড়ে জীবনের গান গাইবে। আমরা তাই কণ্ঠ মিলাই--- ইস্টিশন বদলাও-- রুট বদলাও মেট্রোরেল!    

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে --- দু'শ বছরের পুরনো স্থাপনা ঢাকা গেট বা মীর জুমলার গেটের কোলে ইস্টিশন হবে! এটা কী মানতে হবে। ইস্টিশন হাইকোর্ট মাজার গেট কিম্বা শাহবাগ অইলে কী খুব সমস্যা!

২০ জানুয়ারী আসল সাধারণ ছাত্ররা নাকি মেট্রোলের রুট বদলানোর দাবিতে আন্দোলনে করবে একই সময়ে একই স্থানে। যেখানে আগে থেকে ম্রেটারেলর রুট বদালোর দাবিতে ইান্দোলনে থাকারা কর্মসূচী ঘোষনা করে রেখেছেন। একই দিন আরেকটা প্রোগ্রামের ঘোষণাকে 'গুজব' বলে ধরে নিচ্ছি। কারণ আসল ছাত্রদের পৃষ্ঠপোষকরা শান্তি চায়। সঙ্ঘাত নয়। তাই দু'পক্ষই শান্তিপূর্ণ আন্দোলন করো--- পরামর্শ থাকলো।


  

কোন মন্তব্য নেই: