ঢাকা ভার্সিটির এমরান একটা বোক চোদ টাইপের মাস্টর আছিলো, আমগো ডিপার্টমেন্টের। মানে রাষ্ট্রবিজ্ঞানের মাস্টর । ও যে কোন মেয়েকে হয়রানি, তাও আবার যৌন হয়রানি করতে পারে, এটা কেন জানি বিশ্বাস করতে পারছি না।
আমার মনে হয়, বলদাটা পলিটিক্সের প্যাচে পড়েছে। নীলদলের প্রধান সেনাপতির রাজনীতি বোঝা মুশকিল। স্যার নিজের দলের মাস্টরদের এখানে ওখানে চালান করেন, সেখানে ও তো নস্যি, সাদা দলের পোলা।
স্যারের ডিপার্টমেন্টের সালাম স্যারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ার পর চাকরী যায়নি। সরকার পাল্টানোর পর স্যার তাকে ব্যাপক সুবিধা দিছে। এরকম আরো অনেকে আছে। মেসবাহ স্যারের বিরুদ্ধে একটা মেয়েকে হয়রানির রিপোর্ট রোকেয়া হলের প্রভোস্ট অফিসে থাকার কথা, যদি না নষ্ট না করা হয়। কারণ হয়রানির শিকার মেয়েটি আত্মহত্যার চেষ্টা করেছিল, বাংলাদেশ মেডিকেলে নিয়ে গিয়ে তার পেটে চালান করা ঘুমের বডি পরিষ্কার করেছিল হল কর্তৃপক্ষ। সে সময় খবরের কাগজের রিপোর্টও হইছে। সেই মেসবাহ স্যার এখন অনেক বড় ইতিহাসবিদ। ব্যাপক জ্ঞান বিতরণ করে যাচ্ছেন।
সে যাক যৌন হয়রানি যদি সত্য হয়, তাহলে তাকে অবশ্যই চাকরী খাওয়া জায়েজ। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুসারে এই একটা আকামের জন্য চাকুরী খাওয়া ফরজে আইন। সুতরাং এইটা ঠিক আছে। তবে অন্যদের কি খবর? আইনের শাসন সবার জন্য সমান হওন দরকার। কি বলেন!!
খবরের লিঙ্ক http://www.bbc.com/bengali/news-38448322
আমার মনে হয়, বলদাটা পলিটিক্সের প্যাচে পড়েছে। নীলদলের প্রধান সেনাপতির রাজনীতি বোঝা মুশকিল। স্যার নিজের দলের মাস্টরদের এখানে ওখানে চালান করেন, সেখানে ও তো নস্যি, সাদা দলের পোলা।
স্যারের ডিপার্টমেন্টের সালাম স্যারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ার পর চাকরী যায়নি। সরকার পাল্টানোর পর স্যার তাকে ব্যাপক সুবিধা দিছে। এরকম আরো অনেকে আছে। মেসবাহ স্যারের বিরুদ্ধে একটা মেয়েকে হয়রানির রিপোর্ট রোকেয়া হলের প্রভোস্ট অফিসে থাকার কথা, যদি না নষ্ট না করা হয়। কারণ হয়রানির শিকার মেয়েটি আত্মহত্যার চেষ্টা করেছিল, বাংলাদেশ মেডিকেলে নিয়ে গিয়ে তার পেটে চালান করা ঘুমের বডি পরিষ্কার করেছিল হল কর্তৃপক্ষ। সে সময় খবরের কাগজের রিপোর্টও হইছে। সেই মেসবাহ স্যার এখন অনেক বড় ইতিহাসবিদ। ব্যাপক জ্ঞান বিতরণ করে যাচ্ছেন।
সে যাক যৌন হয়রানি যদি সত্য হয়, তাহলে তাকে অবশ্যই চাকরী খাওয়া জায়েজ। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুসারে এই একটা আকামের জন্য চাকুরী খাওয়া ফরজে আইন। সুতরাং এইটা ঠিক আছে। তবে অন্যদের কি খবর? আইনের শাসন সবার জন্য সমান হওন দরকার। কি বলেন!!
খবরের লিঙ্ক http://www.bbc.com/bengali/news-38448322
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন