কিস্তি-২৮ ::নারীর লোভ!

যারা ছাত্র রাজনীতি করেন তাদের প্রভাব-বলয় যে কতটা ভয়ঙ্কর সেটি বিশ্ববিদ্যালয় রিপোর্টাররা আঁচ করতে পারেন না। আসলেই পারেন না। কারণ এ সব প্রভাবশালী নেতারা বিশ্ববিদ্যালয় রিপোর্টারদের সমীহ করে চলেন, তাই আমাদের কাছে একটা মানবিক চরিত্র ফুটে ওঠে। 
কিন্তু নারীর কাছে, নারী জানে এরা কেমন। ছাত্র নেত্রীরা ভালো করেই জানেন কার চরিত্র কেমন। এ ক্ষেত্রে কোনো দল নেই। মত নেই। আদর্শ নেই। রমণী মোহন না রমনী পীড়নে এরা যে সিদ্ধ হস্ত সে কথা বলতে চাই। আমি এ দিকটা ভালো করে দেখার ও জানার সুযোগ পেয়েছি, কারণ ছিল আমি দেশের একমাত্র ট্যাবলয়েড পত্রিকার সাংবাদিক ছিলাম। তাই অনেক খবর না চাইলেও আমার কাছে আসতো। 
ছাত্রলীগের শীর্ষ কেন্দ্রীয় জনপ্রিয় নেতা, মেধাবী হিসাবে যার সুনাম ছিল। ২০০২ সালের দিকে তার কাছে গেছেন শামনসুন্নাহার হলের এক নেত্রী। নেত্রীরা বাইরে যাবার সময় অবৈধভাবে হলে তোলা ছাত্রীদের সাথৈ নিয়ে যান। এমনই একজন ছাত্রীকে নিয়ে গেছেন ওই নেতার বাসায়। নেতার তো সেই ছাত্রীকে দেখে পছন্দ। নেত্রীকে ডেকে বললেন, ওকে তার লাগবে। নেত্রী কয়েকবার না করলেন। 
বললেন, ভাই ও এমন না। আমি তো আপনার কাছে পাঠাই। একটা পাঠিয়ে দেবো। নেত্রীর দয়া হয়েছিল ওই কচি মুখের প্রতি। কিন্তু নেতার তো কচি মুখ চাই। শেষ পর্যন্ত নেত্রী হেরে গেলেন। নেতা তার পুরুষত্ব(!) দেখালেন বিশ্বদ্যিালয় আঙ্গিনায় আসা নতুন ছাত্রীকে। ওই ছাত্রী এ ঘটনা লজ্জায় কাউকে ভলতে পারেননি। কিন্তু নেত্রী তার ঘনিষ্ঠজনদের কাছে এটি শেয়ার করেছেন। বলেছেন, আমি শুই। আমার পদ দরকার। কিন্তু নিরীহ একটা মেয়েকে ভাই এভাবে। না আর বলতে চাই না। 
ছাত্র নেত্রীরা নেতাদের কাছে ছাত্রীদের পাঠানোকে অনেকটা মেনেই নিয়েছেন। এটা যে কেবল ছাত্রলীগের ঘটনা তা নয়। ছাত্রদলেও একই অবস্থা। ছাত্রদলের সে সময়কার বিশ্ববিদ্যালয় শাখার এক শীর্ষ নেতা তার অনুজ নেতার গার্লফ্রেন্ডকে নিয়ে যে কীৃর্তি করলেন, তা অনেকেরই মনে আছে। অনুজ নেতাও কম যেতেন না,গার্লফ্রেন্ডকে দেখিয়ে সচিবালয়ে ভালো তদবির করেছেন। গার্ল ফ্রেন্ড বিনিময়ে পেয়েছে টাকা আর ছোট বোনোর বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ। 
ছাত্রদলের এক কিনম্যান নেতার দোষ বলতে এ টুকু- তার ঢাকার বাইরে যাবার সময় তার একজন কচি মেয়ে মানুষ লাগভে। সেটি যে ভাবেই হোক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হোক, বা ইডেনের। ইডেন কলেজের সে সময়কার সবচেয়ে সুন্দরী নেত্রীকে নিয়ে তিনি অনেক কিছুই করেছেন। এটা প্রায় ওপেন সিক্রেট। 
দলে নিজের অবস্থান করতে হলে নেতাদের খাদ্য হতে হয়। এটা ছাত্রদল, ছাত্রলীগ বা বাম দল সব দলেই আছে। শামসুন্নাহার হলের এক ছাত্রলীগ নেত্রী কেবল পদ পাবার জন্য তিনজনের সাথে শোয়ার অভিজ্ঞতা নিয়েছেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। একজন প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা হয়ে আছেন ভালোই। 
এ রকম কত শত গল্প আছে। সে সব গল্পের কোনো শেষ নেই। ছাত্রীদের কান্নার গল্পের শেষ নেই। আবার অনেকে এটাকে নিয়তি বলে মনে নিয়েছেন। অনেকে এ সব করতে করতে পেশা হিসাবে নিয়েছেন। কেউ করেছেন আবার আনন্দ উপভোগ করার সুযোগ হিসাবে নিয়েছেন। কেবল ছাত্র নেতারা নন। ক্যাডাররাও কম যান না। আমার হলের এক সহপাঠি, ছাত্রলীগের ক্যাডার ছিল। ঢাকা বিশ্বববিদ্যালয় ও ইডেন মিলে ৭৪ জনের সাথে সেক্স করার অভিজ্ঞতা তার। ও নিজেই বলেছিল, টিউশনি দিয়ে, হলে তুলে নানাভাবে এ সুযোগ সে নিয়েছে। তবে চুয়াত্তর না হলে ২৪ হবে, এটা আমি নিশ্চিত। তবে দুর্ভাগ্য হলো ওর বউটা খুবই ভালো। 
এ ছাত্র নেতা ক্যাডাররা ছাড়াও অন্যরাও ছাত্রীদের উপভোগে ব্যস্ত ছিলেন। তাদের গল্প শোনাবো সামনের কোনো পর্বে। একই সাথে শিক্ষক মহোদয়দের আলুর দোষ নিয়ে এক কিস্তি লিখবার ই”ে 

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৪

কিস্তি-২৭ ::ছাত্রদল ও ছাত্রলীগের পান্ডা ক্যাডাররা অনেক ভালো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কতটা দলবাজ হতে পারেন, সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। এদের সাথে চামবাজ শব্দটাও জুড়ে দেয়া জরুরী। নানাভাগে বিভক্ত শিক্ষক রাজনীতি। বামরা গোলাপী, আওয়ামী লীগ নীল, জামায়াত বিএনপি সমর্থকরা সাদা। 
আসলে রঙ্গের আড়ালে সবাই ধান্ধাবাজ। পদ পদবি ভাগানো আর শিক্ষক তকমা গায়ে মাখিয়ে কন্সালটেন্সি করাই এদের কাজ। কীভাবে আগেভাগে বাসা- প্রমোশন পাওয়া যাবে তার ধান্ধা ফিকির। 
যাকগে সে কথা। যারা জানে না তাদের জন্য এখানকার রাজনীতির একটা ধারণা লাগবে। এখানে দল মত নির্বিশেষে একটা আছে এমাজ গ্রুপ। এটা সাদা দলের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমদের গ্রুপ। আরেকটা নোয়াখালী গ্রুপ। এখানে দল মত নির্বিশেষ আছে। এর বাইরে সাদা দলে জামায়াত পন্থীরা এক ভাগ। আর তাদের বিপরীতের আরেকভাগ। 
জামায়পন্থীদের নেতা ছিলেন আমিনুর রহমান মজুমদার। বিএনপি পন্থীদের নেতা ওয়াকিল আহমদ। 
নীলদলের নেতা মেসবাহউদ্দিন স্যার থাকলেও সামনের সারিতে অনেককে দেখা গেছে। গোলাপী দল নিরীহ টাইপ ভাব নিয়ে বসে থাকে। নীতি কথা বলে। সুবিধা পেলে আলাপ বাদ দিয়ে টিচার্স লাউঞ্জে পত্রিকা পড়ে। 
শামসুন্নাহার হলের ঘটনার পর সাদা দলের একাংশ নিজেদের ধোয়া তুলসি পাতা প্রমাণের চেষ্টা করছিলেন। তবে শেষ রক্ষা হয়নি কারো। 
নীল দলে সবাই একাট্টা। শিক্ষক সমিতির একদিনের মিটিংয়ের কথা বলি। ক্লাবে মিটিং হচ্ছে। আমরা ক'জন এটি ফলো করছি। দেখলাম রাত ৮ টার দিকে মিটিং থেকে অধ্যাপক এ কে আজাদ চৌধুরী বেরিয়ে আসলেন। পাশের টেনিস কোর্টে একজনের সাথে মোবাইলফোনে কথা বলছেন। বার বার আপা আপা বলছেন। বুঝতে পারলাম আওয়ামী লীগ সভানেত্রীর সাথে আলাপ হচ্ছে তার। কী কর্মসূচী নেয়া যায়, সমিতির তরফে তা নিয়ে আলোচনা করছিলেন তিনি। 
আমি খুবই অবাক হলাম, তার মত একজন প্রাজ্ঞ টিচার নেত্রীর কথার ওপর শিক্ষক সমিতির কর্মসূচী নির্ধারণের চেষ্টা করছেন দেখে। তবে নীল দলে অনেক নেতা ছিলেন , যারা অতটা দলবাজ ছিলেন না। তাদের মধ্যে অধ্যাপক শরিফ উল্লাহ ভূইয়া কিংবা নাসরিন ম্যাডামের কথা বলা যায়। নাসরিন ম্যাডাম বিএনপি জামায়াত জোট সরকারের সময় ফজিলাতুননেসা মুজিব হলের প্রথম প্রভোস্ট হয়েছিলেন। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি হয়েছেন। তাকে অতটা দলবাজি করতে দেখিনি। যতটা করেছেন অধ্যাপক একে আজাদ, আখতার হোসেন কিংবা সিরাজুল ইসলামরা।মুখোশের আড়ালে থাকতেন আরেফিন স্যার। এখন অবশ্য সে মুখোশ খুলে গেছে। 
শিক্ষক সমিতির মিটিংয় প্রায় কয়েকমাস নিবীড় ভাবে ফলো করার সুযোগ হযেছিল, সেখানে শিক্ষরা নিজের দলের পক্ষ নিয়ে আরেকজনের দিকে তেড়ে যেতেও দেখেছি। তবে এ ক্ষেত্রে বাম ঘরাণার শিক্ষকরা ব্যাতিক্রম। তারা সব সময় ধরি মাছ না ছুই পানি। 
নীল ও সাদার মধ্যে বরাবরই আগ্রাসী মনোভাব।। বরং এদের তুলনায় মধূর ক্যান্টিনে ছাত্র দল ও ছাত্রলীগের পান্ডা ক্যাডাররা অনেক ভালো। এ কথা আমি না কেবল, সবাই স্বীকার করবেন। 

ছাত্র নেতাদের নারী শিকার নিয়ে পরের পর্ব

১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৭

কিস্তি-২৬ ::সুরত মন্দ ছিল না

ক্যাম্পাস বন্ধ করে দেয়ার পর বিপদে পড়েছিল সবাই। তবে সবচেয়ে বেশি বিপদে ছিল ক্যাম্পাস রিপোর্টাররা। কারণ তাদের ক্যাম্পাস বন্ধ হলেও খবর সংগ্রহের জন্য ঢাকাতেই থাকতে হয়েছে। অনেকে আত্মীয় স্বজনের বাসায় উঠেছিলেন। 
আবার কয়েকজন সাংবাদিক সমিতিতে মানবেতর দিনযাপন করেছিলেন। তাদের মধ্যে আবদুল্লাহ জুবেরী ভাই অন্যতম। জাকিও ছিল সে দলে। ছিল আরো ক'জন। সবার নাম মনে পড়ছে না এ মুহুর্তে। 
হল বন্ধ হওয়ার পর আমি ফুপাতো ভাইয়ের নাখালপাড়ায় আস্তানা গাঁড়লাম। সেখানে প্রায় মাসখানেক ছিলাম। কিন্তু এক বাসায় এতদিন থাকতে ভালো লাগছিলো না। তাই বাসা ত্যাগ করলাম। 
প্রতিদিন সকালে বের হয়ে রাত ১১ টায় ফিরি। এতে করে সময় কেটে যাচ্ছিলো। 
শামসুন্নাহার হলের আন্দোলনের সময় সম্রাট ভাই(এটিএননিউজের বড় কর্তা), নূরনবী ভাই (লন্ডন প্রবাসী)ও হৃদয় ভাই(নিউএজের ডেপুটি চিফ রিপোর্টার)সহ কয়েকজন পুলিশের হাতে মার খেয়েছিলেন। এরপর তারা ছুটিতে। তাদের পত্রিকার পক্ষ থেকে সিনিয়রদের নিউজ করার জন্য দায়িত্ব দেয়া হলো। 
সে সময় বড় পত্রিকা বলতে প্রথম আলো, যুগান্তর ও ইত্তেফাক। প্রথম আলো থেকে শহিদুজ্জামান ভাই(বর্তমানে নিউ এজের চিফ রিপোর্টার), যুগান্তরের শাহেদ চৌধুরী (এখন সমকালের চিফ রিপোর্টার) এবং ইত্তেফাকের হয়ে সালেহউদ্দিন ভাই (এখনো ইত্তেফাকেই আছেন) তদন্ত
কমিশণ কভার করতেন। 
মানবজিমন থেকে আমি ও কাজী হাফিজ ভাই (বর্তমানে কালের কণ্ঠের স্পেশাল করেসপনডেন্ট) কাজ করতাম। দুতিন পরে তাকে তুলে নিলে আমি একাই সামলেছি। 
বিশ্ববিদ্যালয় রিপোর্টারদের এমনতর দুর্দিনে অফিস থেকে কোনো ছাড় ছিলনা। নিউজ কভার করতে হবে। কবির ভাই, আমি , শামীম , সাজু ভাই ও ফয়জুল্লাহ মাহমুদ ভাই আড্ডা দিতাম। খবর সংগ্রহ করতাম। রাতে অফিস থেকে যে যার গন্তব্যে। যার জন্য আগের শেয়ারিংটা সেভাবে ছিল না। 
আমি মাসখানেক ভাইয়ের বাসায় থাকার পর শামীমের সাথে ওর বড় মোমিন ভাইয়ের বাসায় উঠলাম। রাতে ওখানে থাকতাম। সকালে উঠে সরাসরি তদন্ত কমিশনে। এভাবে রাত দিন পার হচ্ছিল। 
তদন্ত কমিশনের অফিস ছিল ঢাকা কলেজের পাশে নায়েমে। আমরা সেখানে থাকতাম সারাদিন। দুপুরের দিকে খেতে যেতোম ল্যাব এইড থেকে সেন্ট্রাল রোড যাওয়া দিকে গাছতলার এক রেস্টুরেন্টে। খুব মজা করে খেতাম। সালেহ উদ্দিন ভাই ও শহিদুজ্জামান ভাইও আমাদের সাতে প্রায় যেতেন। অন্য সব দিন আমরা খেলাম নীলক্ষেতে। বইয়ের বাজারের ভেতরের দিকে কয়েটা ভাতের দোকান ছিল। ১৮ টাকায় আস্ত একটুকরো ইলিশ মাছ, সাথে একটা পোড়া মরিচ দিয়ে ভালোই খাওয়া হতো। খাবারের এ জায়গা আবিষ্কার করেছিলেন ফয়জুল্লাহ মাহমুদ ভাই।
তদন্ত কমিশনের সামনে অলস সময়টা খারাপ কাটতো না। ছাত্রলীগ ও ছাত্রদলের যে সব নেত্রী আসতেন তাদের প্রত্যেকের সুরত মন্দ ছিল না। তাদের সাথে আলাপ করে সময় ভালো কেটে যেতো। নীপা তাদের অন্যতম। শরীরের গড়নের জন্য সবার কাছেই জনপ্রিয় ছিল। তনুশ্রী হোড়সহ আরো কয়েকজন ছিল যাদের কথা অনেকের এখনো মনে আছে। 
একদিন সকালে আমি ছাত্রলীগের নেত্রীরা সবাই একসাথে আমাকে জেরা শুরু করলেন। এর সূত্র হলো মানবজমিন এক রিপোর্টে বলেছে আন্দোলনের নেপথ্যে ছাত্রলীগ। সত্য কথা এটা। কিন্তু ছাত্রলীগের সে সব নেত্রীরা সব ক্ষেপে গেলেন। আমাকে সবাই ধরলেন কেন এ রিপোর্ট। আমি বললাম এটা তো আমি করিনি। আজহার ভাই করেছিলেন। ভুল থাকলে সংশোধনী দেবো। কিন্তু ওরা ভুল প্রমাণ করতে পারছে না। তাই আর কিছু করার ছিল না। 

শিক্ষকদের পার্টিজান ভূমিকা নিয়ে পরের কিস্তি। 

১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৩

কিস্তি-২৫ ::সিচুয়েশন আন্ডার কন্ট্রোল

পিন্টু ভাইয়ের অনুসারীরা ক্যাম্পাস থেকে স্বেচ্ছায় বা চাপে চলে যাওয়ার পর সাধারন ছাত্রদের হাতে নেতৃত্ব ফিরে যায়। ছাত্রদলের কমিটি নেই। তাই হল নিয়ে মাথাব্যথা খুব একটা কারো নেই। সবাই কমিটির জন্য অপেক্ষা করছিল। এর ভেতর ঘটে ২৩ জুলাই শামসুন্নাহার হলে পুলিশ প্রবেশের ঘটনা। সে সময়কার হল প্রভোস্ট সুলতানা শফিকে সরিয়ে দেয়ার কথা উঠলে ছাত্রলীগ কর্মীরা সাধারণ ছাত্রীদের ক্ষেপিয়ে তোলে। এ নিয়ে তোলপাড়। ২০০২ সালে ২৩ জুলাই হলের গেট ভেঙ্গে পুলিশ ঢোকে। পর দিন ২৪ জুলাই বিশ্ববিদ্যালয়ে গণ বিস্ফোরণ ঘটে। কারো না কারো গার্লফ্রেন্ড আছে শামসুন্নাহার হলে। তারা আন্দোলনে দলমত নির্বিশেষে হলে হলে ক্যাম্পেইন করেন সবাই প্রতিবাদে উৎসাহ দেন। সাংবাদিকরা যারা ছিলাম, সবাই এর বিপক্ষে অবস্থান নিলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। 
রাতে পুলিশ কয়েকজনকে ধরে রমনা থানায় নিয়ে যায়।পরে সকালে তাদের ছেড়ে দেয়া হয়। সে সময়কার রমনার ওসি ছিলেন লুৎফর ভাই। 
২৪ জুলাই সকালেই বিশাল মিছিল। ছাত্রলীগ হলে এটা নিয়ন্ত্রণের চেষ্টা করতো, ছাত্রদল নেতারা নিয়ন্ত্রণের বদলে নিজেরাই মিছিলে শামিল। পুরো ক্যাম্পাসজুড়ে উত্তেজনা। ভিসি ছিলেন অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরী। মিস্টার চৌধুরী বলছেন, রাতে তাকে আওয়ামী লীগ সমর্থক প্রভোস্ট সুলতানা শফি বলেছিলেন, সিচুয়েশন আন্ডার কন্ট্রোল। 
কি কন্ট্রোলে আছে সেটি পরের দিন বোঝা গেলো!
সে সময় হলে গেট ভেঙ্গে পুলিশ ঢুকেছিল কিনা তা নিয়ে প্রচুর তর্ক ছিল। পরে মানব জমিনই প্রথম প্রথম প্রমাণ করেছিল গেট ভেঙ্গে পুলিশ ঢোকে এবং সেটি ওসি লূৎফর রহমানের এক্সক্লুসিভ ইনটারভিউর ভিত্তিতে। মিস্টার লূৎফর আগস্ট মাসে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দিতে এলে আমি তার সাথে কথা বলি এবং রিপোর্টটি তৈরি করি। সে সময় এটি একটি বহুল আলোচিত রিপোর্ট ছিল।
মিস্টার লুৎফর আমাকে খুব হেল্প করেছিলেন। সে জন্য তার কাছে আমার কৃতজ্ঞতা ছিল সীমাহীন। 
আমার ক্যাম্পাস রির্পোটিংয়ের জীবনে যে ক'জন পুলিশ অফিসারকে আস্থায় নিতে পেরেছিলাম তার মধ্যে লুৎফর ভাই অন্যতম। এছাড়া এডিসি রহিম ভাই, নাফিউল ভাই , সার্জন আনোয়ার ভাই ও মশিউর ভাই ছিলেন অন্যতম।
আনোয়ার ভাই ক্যাম্পাসে দায়িত্ব পালন করতেন। মশিউর ভাই ওতাই। তাদের সাথে একেবারেই বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক ছিল। সাধারণত পুলিশ সম্পর্কে আমার যে প্রথাগত ধারণা আছে এবং এটি সত্যও বটে; সেখান থেকে এরা একটু দূরে ছিলেন। আনোয়ার ভাই ও মশিউর ভাইয়ের সাথে প্রায় আড্ডা মারতাম। 
শামসুন্নাহার হলের ঘটনা নিয়ে একটা ধুম্রজাল ছিল। সরকারের দুজন প্রতিমন্ত্রী এর সাথে জড়িত ছিলেন। দুজন নারী নেত্রীর আবদার রক্ষা করতে গিয়ে এ বিপর্যয়। আর আনোয়ারউল্লাহ চৌধুরীর বিপর্যয় আওয়ামী লীগ নেত্রীকে বিশ্বাস করেছিলেন বলে। 
ঘটনার পর নীল ও গোলাপী দলের শিক্ষকরা ক্ষোভে ফুঁসে উঠলেন। সবাই মিলে আন্দোলন শুরু হলো। রোকেয়া হলের সামনে মুক্তাঞ্চল বানিয়ে সাবেক গাঞ্জাখোর মাহমুদুজা্জামান বাবুর গান শোনাচ্ছে। বাম দল নেপথ্যে নানা রকমের ক্যারিকাচার করছে। আন্দোলন জমিয়ে তোলা হয়। সে আন্দোলন থেকে ছাত্রদলের নেতাদের প্রতি অপমান সূচক অনেক কাণ্ডই হয়েছে। তবে ছাত্রদলের কমিটি না থাকায় সে সময় তারা কোনো সমিন্বত প্রতিবাদ জানাতে পারেননি। 
শাহবাগে মনির ভাইয়ের মত নেতাকে জুতা দেখানো হযেছে। সেটিও হজম করেছে ছাত্রদল। 
পুলিশ আন্দোলন দমনে শক্তি প্রয়োগ করেছিল্ কিন্তু সফল হয়নি। আনোয়ারউল্লাহ চৌধুরীকে পদত্যাগ করতে হয়েছে। সুলতানা শফিকেও পদ ছাড়তে হয়েছে। কেউ থাকতে পারেনি। ছাত্রলীগ ও বামদল এটাকে পুজি করে বিশ্ববিদ্যালয় অস্থির করে তোলে। ৭৯ দিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকে। সে সময় ক্যাম্পাস রিপোর্টারদের দুর্দিন ছিল। হল বন্ধ। থাকা খাওয়া নিয়ে দুর্ভোগ। 

পরের কিস্তি ক্যাম্পাস রিপোর্টারদের দুর্ভোগ নিয়ে

১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৯

কিস্তি ২৪ ::বাইরে রাত কাটাচ্ছি। সে রকম অভিজ্ঞতা।

ছাত্রদলের অছাত্র নেতাদের দাপটে আসল ছাত্র নেতারা অসহায়। সবাই কাছে এসে বলে, বলে ভাই তুমি তো লিখছো। বাকিরা চুপ চাপ। আমি ভাবলাম, এ অসময়ে হেল্প করার দরকার। বিভিন্ন অনিয়ম নিয়ে লিখে যাচ্ছি। এর মধ্যে পিন্টু ভাইয়ের অনুসারীরা টেন্ডার নিয়ে বুয়েটে গন্ডগোল পাকিয়েছে, যাদের বিরুদ্ধে আমি ক্রমাগত লিখছিলাম। কিছুক্ষণ পর খবর এলো সনি নামে কেমি কৌশল বিভাগের এক ছাত্রী গুলি খেয়ে মারা গেছে। ছুটলাম বুয়েটের দিকে। খবর সংগ্রহ করলাম। যথারীতি অফিসে পাঠানো হলো সে খবর। বন্ধুরা সবাই মিলে কাজ করছি। ভালো লাগছে। 
তবে আমাদের টার্গেট সন্ত্রাস করেন এমন ছাত্র নেতাদের হটানো। যদিও বিয়ষটা জটিল কিন্তু আমি হাল চাড়তে চাইনি। ছাত্রদলের মতানুসারী হয়েও আমি এর বিরুদ্ধে ক্রমাগত লিখে যেতে থাকি। আমার টার্গেট ক্যাম্পাসে একটা ভালো পরিবেশ। 
ছাত্রদলের অনেক নেতা আমাকে উৎসাহ দিযেছেন্ এর মধ্যে মনির হোসেন ভাই, মোস্তাফিজুল ইসলাম মামুন ভাই, সাইফুল ইসলাম ফিরোজ কিংবা সফিউল বারী বাবু ভাইয়ের নাম উল্লেখ করতে পারি। আবার অনেকে নিজের স্বার্থে উৎসাহিত করেছেন। তাদের নাম নিতে চাই না। সেটা গোপন থাকাই ভালো। 
লেখনির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কর্মকর্তারে সব সময় সন্ত্রাসীদের বিরুদ্ধে দাঁড়ানোর উৎসাহ দিতাম। কারণ আমি বরাবরাই চাইছি এ ক্যাম্পাসে সাধারণ ছাত্ররা যেন বড় ধরণের অসুবিধার সম্মুখিন না। 
তবে সাধারন ছাত্ররা যে সুযোগ পেলে মাথায় ওঠে নাচতে চায় সেটাও দেখার সুযোগ হলো। সনি হত্যাকতাণ্ডের পিন্টু গ্রুপের ক্যাডারা ক্যাম্পাস ছেড়ে পালালো। এরপর কিছু দিন সাধারণ ছাত্ররা নিজেদের মত করে চলতে থাকলো। তখণ তারা আর কাউকে মানুষের পর্যায়ে মনে করতো না। বিশেষ করে বিভিন্ন হলে সরজমিন ঘুরে এটা দেখলাম। পারলে নেতাদের গায়ে পড়ে, দুটো চড় থাপ্পর মেরে যায় অবস্থা। 
এটা দেখে আমার মনে হলো ছাত্রলীগের সময় যে গেটের বাইরে দাঁড় করিয়ে রাখা, মাথনত করে সালাম দিয়ে যাওয়ার রেওয়াজ ছিল সেটিই ভালো ছিল। 
সে প্রসঙ্গ থাক। ফিরে আসি বুয়েট প্রসঙ্গে। সনি হত্যার বিচারের দাবিতে উত্তাল বুয়েট। প্রধান আসামাকি মুকি। 
আগেই বলেছি বিএনপির পক্ষে মিডিয়া থাকে না। এ ঘটনা আওয়ামী লীগের সময় ঘটলে তেমন একটা পাত্তা পেত না। যেহেতু বিএনপি সরকারের সময় ঘটেছে তাই এটা নিয়ে তুমুল আন্দোলন। আমি সাংবাদিক হয়েও এ আন্দোলনে সমর্থন জানালাম। নিরলসভাবে রিপোর্ট করেছি। 
এ আন্দোলনের এক পর্যায়ে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সহায়তায় বুয়েটের ছাত্রছাত্রীরা একটা অনশন কর্মসূচী পালন করছিল। সে অনশন কর্মসূচীতে লোক ছিল সাকুল্যে ৫০ জনের মত। আমি একটু বাড়িয়ে প্রায় শ' খানেক লিখেছিলাম। 
পরের দিন আমার অফিস থেকে বললো প্রথম আলো লিখেছেন শত শত ছাত্র অনশন করছে। আর তুমি লিখছ প্রায় শ খানেক। একই প্রশ্নের মুখে পড়েছিল আমার বন্ধু ও সে সময়কার ইন্ডেপেনডেন্ট পত্রিকার বিশ্ববিদ্যালয় রিপোর্টার ইমামুল হক শামীম। 
আমার চিফ রিপোর্টার ছিলেন ছাত্রইউনিয়নের সাবেক নেতা সারোয়ার ভাই। আমি উনাকে বললাম, আমি যা লিখেছি তাই ঠিক। তবুও তিনি মানতে না রাজ। পরে আমি এর একটা তালিকা তাকে দিয়েছিলাম। ছাত্রফ্রন্টের মামুন ভাই ওই অনশণ কো অর্ডিনেট করছিলেন। তার কাছে অনশনকারীদের লিস্ট ছিল। সেটি আমি অফিসে হাজির করলে সারোয়ার ভাইয়ের বড় গলা আস্তে করে নেমে গেলো। 
একই তালিকা শামীমকেও দিয়েছিলাম। কিন্তু তা দেখাতে হয়নি ওর অফিসে। 
এই প্রথম আমি মিডিয়ার বাড়িয়ে লেখার, বাড়িয়ে দেখানোর এবং তিলকে যে তাল করে প্রচার করা হয় তার একটা উদাহরণ পেলাম। মানুষ যে সাংবাদিককে সাঙ্ঘাতিক বলে তাও জানলাম এ কারণে। তবে বুয়েটের আন্দোলনের সাথে ছিলাম। সমারা বছর বাসায় বন্দী মেয়েরা অনমণে আছে। তাদের একজনের কাছে জানতে চাইলাম কেমন লাগছে। ওর উত্তর এক্সাইটিং। আমিার খুবই ভালো লাগছে। এ প্রথম বাইরে রাত কাটাচ্ছি। সে রকম অভিজ্ঞতা। 
আমার সম্পাদক মতি ভাই ভয়েস অব আমেরিকা রিপোর্টার। তার জন্য ওই ভয়েস রেকর্ড করে এনেছিলাম। মতি ভাই, শুনলেন এবং হাসলেন।

১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫০

কিস্তি-২৩ ::অসাধারণ মামুন ভাই


টিএসসিতে দাঁড়িয়ে আছি। বন্ধু এহতেশাম আসলো। বললো, দোস্ত খবর কি। ..ভালো। তোর খবর কি? ও বলল আর বলিস না। ছাত্রদলকে ফাটায়া ফেলছে মানবজমিন। কে যে রিপোর্ট করছে ধরতেও পারছি না। বন্ধু হিসাবে ওকে বললাম, আামি সেই রিপোর্টার। ও যেন আকাশ থেকে পড়লো। 
পাশে একজন ছাত্রদল নেতা আমার পরিচয় জেনে গেলো। এহতেশাম চলে যাওয়ার পর ও আমার কাছে এসে বলল, তুমিই তারেক মোরতাজা। তোমারে খুঁজতাছি বলে এগিয়ে আসলো। ওআরো কয়েকজন মিলে আমাকে দাবড়াচ্ছে। আমি সোজা দৌ্ড়। 

দৌড়ে সোজা চলে এলাম মধুর ক্যান্টিনে। আমাকে যারা দৌড়াচ্ছে তারা মধু'র সামনে এসে দাঁড়িয়ে পড়লো। ক্যান্টিনের ভেতরে গিয়ে মনির ভাই ও মামুন ভাই দুজনকেই পেলাম। জানলাম ঘটনা। ওনারা দুজনেই আমাকে পরিচয় জেনে একটু চুপ থেকে বললেন, রিপোর্ট তুমি করতেই পার। সে জন্য মারবে এমন সাহস কার। আমি বাইরে দাঁড়ানো ধাওয়াকারীদের দেখিয়ে দিলাম। 
মনির ভাই ও মামুন ভাই দুজন বাইরে এসে ওদের শাসালেন। বললেন, তারেক আমাদের ছোট ভাই, ওর কিছু হলে, দলে কারো জায়গা হবে না। এরপর আমাকে আর ঠেকায় কে। 
মনির ভাই ও মামুন ভাইয়ের সাথে আমার এক্সটা খাতির ছিল। দৌড়ানি খাওয়ার পর সে সময়কার বিশ্ববিদ্যালয় রিপোর্টার সাজু ভাই(বর্তমানে বিবিসিতে), কবির ভাই(এখন একটি সরকারি ব্যাংকে আছেন), যাকারিয়া ভাই(চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের টিচার), সাবু ভাই (শাবিপ্রবি'র টিচার), শঙ্কর দার(সরকারি কলেজের চটচার ) সাথে পরিচয় হলো। সবাই আমাকে আপন করে নিলেন। 
ফয়জুল্লাহ মাহমুদ ভাই(এখন এনটিভিতে) ও সম্রাট ভাইকে(এটিএননিউজে আছেন) আগে থেকে চিনতাম। 
ছাত্রদলের তখন শৃঙ্খলা ছিল না। তবুও তারা আমার নিরাপত্তার বিষয়টি এনশিওর করেছিলেন। 
মামুন ভাইকে সবাই 'ভয়ঙ্কর' নেতা হিসাবে জানতেন। এ মানুষটা আসলেই দিলখোলা। তার মত একজন অসাধারণ নেতাকে অকালে মৃত্যুবরণ করতে হয়েছে। শুনেছি তাকে খুন করা হয়েছে। 
কিন্তু এই মামুন ভাই আওয়ামী লীগের সময় ক্যাম্পাসে একাই মিছিল আয়োজন করতেন। ছাত্রদলের অকুতোভয় সাহসী মামুন ভাইকে খুবই পছণ্দ করতাম। তবে রিপোর্ট করার ক্ষেত্রে কোনো ছাড় দিতাম না। একবার রেজিস্টার বিল্ডিংয়ে টেন্ডার ড্রপ করতে বাধা দেন মামুন ভাই। সেদিন মামুন ভাই তার মোটর সাইকেলে করে আমাকে মানবজমিন অফিসে নামিয়ে দিয়ে যান। পরের দিন তার বিরুদ্ধে ওই রিপোর্ট ছাপা হলো। উনি কোনো উচ্চাবাচ্য করলেন না। শুধু বললেন, রিপোর্টটা ঠিক আছে। এরপর থেকে তার প্রতি আমার মুগ্ধতা বেড়ে যায়। আমি শুনেছিলাম এক সময় উনি খুব কড়া ছিলেন। বিরুদ্ধে রিপোর্ট গেলে রিপোর্টারকে হয়রানি করতেন, কিন্তু আমি তার কোনো প্রমাণ পেলাম না। 

১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৮

কিস্তি-২২ ::আরেকজনের বিবাহিতা স্ত্রীকে নিয়ে ভালোই আছেন

সপ্তাহখানেক হলো হলে উঠলাম। ছাত্রদলের টগর গ্রুপ আমাকে হলে তুলেছে। বঙ্গবন্ধু হলের ১১৭ নম্বর রুম আমার ঠিকানা। নিচতলার এ রুমে অনেক আলাপই হয়। এর খ্যাতিও অনেক। আমাদের পূর্বসূরী এক ভাই বিয়ে করে হলের এ রুমেই বাসর রাত কাটিয়েছেন। সে খবর জানালেন রুমের সিনিয়র ভাই নাজমুল। 

আমি এখনো সাংবাদিক হিসাবে পরিচয় দিচ্ছি না। পরিচয় গোপন রেখে বিশ্ববিদ্যালয়ের কিছু আলোচিত খবর করাটাই আমার প্রধান দায়িত্ব বলে মতি ভাই জানিয়ে রেখেছেন। তাই এ হল ও হল ঘুরি আর ইনফো নেই। 

১১৭ নম্বর রুমের বাসিন্দাদের মধ্যে আছে নাজমুল ভাই, জুনিয়র জিপু, সহপাঠি মোরশেদ এবং সিনিয় আরেক ভাই সাথী। আমরা সবাই বেশ মজা করতাম। অনেক গল্প শোনা হতো। জিপু হ্যান্ডসাম বালক। তার খালার মহিলা কলিগদের সাথে বেশ খাতির, সেটা নিয়ে প্রায়ই আলাপ হতো। 
তলে তলে নাজমুল ভাই দিনাজপুর মহিলা কলেজের এক ছাত্রীর সাথে পত্রালাপ করছিলেন। সাথী ভাই আরেকজনের বিবাহিতা স্ত্রীকে নিয়ে ভালোই আছেন। সব মিলিয়ে আমাদের ভালো কেটে যাচ্ছে । পরে অবশ্য জেনেছি ওই প্রেমিকা ডিভোর্সি ছিলেন। সার্থী ভাই তাকে বিয়ে করে এখন ভালোই আছেন। 
মোরশেদ পড়ে, মানে সারাদিন পড়ে। ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারি মুখস্থ করছে সে। পড়তো পাবলিক অ্যাডে। 
মানব জমিনে আমার দুপর্বের রিপোর্ট প্রকাশের পর রুমের সবাই বললো, মানবজমিন তো ফাটিয়ে দিলো। ছাত্রদলের রক্ত বের হচ্ছে। আমি চুপ থাকি। আলাপে জড়ালে যদি ওরা বুঝে ফেলে আমিই সেই। তাহলে সমস্যা হতে পারে। 
ডিসেম্বর প্রথম সপ্তাহে গেস্টরুমে নেতারা তাদের পালিত ক্যাডারদের নিয়ে বসলেন, কীভাবে আমি রুম ভিত্তিক অবৈধ ক্যাডারদের অবস্থানের পরিসংখ্যান দিলাম সেটি বের করার জন্য । টগর গ্রুপের নেতৃত্বে তখন তিনটি হল। তারা সভাশেষে সিদ্ধান্ত নিলো, এ রিপোর্টারকে খুঁজে বের করে মারধর করা হলো ফরজ কাজ। একই রকম সিদ্ধান্ত এফএইচ হল থেকেও এলো। 
বঙ্গবন্ধু হলে আমাকে মারা হবে এ ঘোষনা রাতেই শুনতে পেলাম। কিন্তু কাউকে কিছু জানাতে পারলাম না। ছাত্রদলের সে সময়কার দাঙ্গাবাজ কিন্তু নিবেদিতপ্রাণ নেতা ছিলেন মামুন ভাই। মনির ভাই ভদ্রোবেশি নেতা। দুজনের দু গ্রুপ। এর বাইরে টগর গ্রুপ পিন্টু ভাইয়ের উত্তসূরী। এ সব নিয়ে আমি বেশি ভাবছিলাম না। 
আমার বয়স কম, রক্ত একটু বেশি গরম, তাই পাত্তা না নিয়ে হলে ফাও খাবার নিয়ে আরেকখান রিপোর্ট মেরে দিলাম। এতে পুরো ছাত্রদল ক্ষেপে গেলো। 
সংবাদ মাধ্যমে তাদের লোকজন নেই বললে চলে, তাই তারা সাংবাদিকদের মারবেন এটাই স্বাভাবিক। ছাত্রলীগ বা বাম দলের লোকে ভরা সংবাদপত্র। সেখানে ছাত্রদল বা বিএনপি এতিম। আমি ছাত্রদলকে সমর্থন করলও সত্য উচ্চারণে কোনো ছাড় নয়- এমন নীতিতে বিশ্বাস করতাম। 
ইতোমধ্যে মতি ভাইয়ের কানে খবর গেলো। বাড়াবাড়ি রকমের রিপোর্ট হচ্ছে। তিনি আমাকে ডেকে বললেন, সাবধানে থাকবেন। কোনো একটা গ্রুপ হাতে রাখবেন। নইলে বিপদ হতে পারে। বললাম, মতিভাই ওসব নিয়ে ভাবার দরকার নেই। সব সাংবাদিক যখন চুপ, তখন আমি লিখছি, সবাই আমাকে সাপোর্ট করছেন। আমিতো অভিযুক্ত নেতাদের বক্তব্যসহ রিপোর্ট লিখছি । কেবল সামনে যাচ্ছি না। টেলিফোনে এ সব বক্তব্য নেয়া। 


পরে কিস্তি ছাত্রদলের হাতে দাবড়ানি খাওয়া নিয়ে-

১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৯

কিস্তি- ২১ ::শর্তে রাজি

সরাসরি মতি ভাইয়ের দপ্তর গেলাম। আগে থেকে তাকে চেনা ছিল না। প্রথম দেখলাম। হাস্যোজ্জ্বল মতিভাই সামনের একটা চেয়ার দেখিয়ে বললেন, বসুন। বসলাম। মতি ভাই হাসি মুখে বললেন, কি করতে চান? বললাম: বিশ্ববিদ্যালয় রিপোর্টিং। 
কাজ করার শর্ত- ভালো রিপোর্টিং পারলে রাখবেন, না পারলে নি্জেই বিদায় হবো। বলতে হবে না। শর্তে রাজি মতি ভাই। 
আমার আরেকটা শর্ত, যা লিখবো, সত্য লিখবো, কিন্তু এ সত্য লেখনি আপস করে ছাপা বন্ধ করা যাবে না। মতি ভাই হাসলেন। বললেন, শর্তে রাজি। প্রথম অ্যাসাইনমেন্ট হিসাবে বললেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে একটা রিপোর্ট করেন। 
মতি ভাইয়ের অফিস থেকে বের হলাম। ঢাকা বিশ্ববিদ্যালয সম্পর্কে আমার জানা খুবই কম। তবুও বন্ধুরা যারা হলে থাকে তাদের সাথে আলাপ করতে থাকলাম। চার দিন খেটে একটা রিপোর্ট তৈয়ার করলাম। ২৭ নভেম্বরের এক বিকালে হাতে লেখা রিপোর্টটা তুলে দিলাম মতি ভাইয়ের হাতে। তার আগে সুমন ভাইকে দেখালাম। সুমন ভাই তখন মানবজমিনের বিশ্ববিদ্যালয় রিপোর্টার। মতিভাই পুরো রিপোর্ট না দেখে বললেন, মতি ভাইকেই দাও। উনি দেখবেন। 
মতি ভাই রিপোর্টটা হাতে নিলেন। বললেন, চা খান। বিনয়ের সাথে না করলাম। বললেন, লেখাটা ছাপা হলে আপনার চাকুরি হবে। না হলে নয়। আমি সাঁয় দিলাম। পরের দিন মানবজমিন দেখলাম। ছাপা হলো না। তার পরের দিনও না। তার পরের দিন প্রথম পৃষ্ঠায় একটা ঘোষনা দেখলাম কাল থেকে পড়ুন - ঢাবির অবস্থা নিয়ে দু পর্বের প্রতিবেদন। তবুও অপেক্ষা ফুরোয় না। তার পরের দিন সকালে শাহবাগে মাবনজমিন হাতে নিলাম। দেখি, চতুর্থ পৃষ্ঠায় আমার রিপোর্ট। হেডলাইনও ঠিক রাখা হয়েছে। অভিভূত হলাম। চাকুরী তাহলে হচ্ছে। 
মতি ভাইয়ের দপ্তরে গেলাম। এ দিকে ক্লাশে শুনলাম মানবজমিনের এ রিপোর্ট নিয়ে পলিটিক্যালি প্রচুর আলোচনা হচ্ছে। আমাদের ক্যাডার বন্ধুরা এ নিয়ে হই চই করছে। কে এই সাংবাদিক তাকে খোঁজা হচ্ছে। মারধর করা হবে বলে পরের দিন শুনলাম। আমি কোনো পাত্তা দিলাম না। কারণ আমি এক শব্দও মিথ্যা লিখিনি। ওই সময় রিপোর্টটি তৈরীতে আমাকে সহায়তা করেছিলেন যুগান্তর ফয়জুল্লা মাহমুদ ভাই। এখন এনটিভিতে আছেন। বাকিটা আমার বন্ধুদের কাছ থেকে নেয়া। 
আমি নিজে শহীদ জিয়ার রাজনীতির ভক্ত। আমার হাতেই তার দলের ছাত্র সংগঠনের নৈরাজ্য নিয়ে রিপোর্ট দেখে অনেকেই ক্ষুব্ধ হলেন। হতেই পারেন। 
রিপোর্ট দু পর্ব ছাপা হওয়ার পর মতি ভাইয়ের দপ্তরে ফের গেলাম। উনি বললেন, রিঅ্যাকশন কি। হেসে বললেন, ভালো রিপোর্ট হয়েছে। আজকের খবর কি? বললাম একটা মিছিল দেখেছি। আর কোনো খবর নেই। তবে আমার কাছে অশ্লীল সিনেমা নিয়ে একটা রিপোর্ট আছে। আপনি চাইলে দিতে পারি। প্রথম আলোর জন্য সব সংগ্রহ করেছিলাম, কিন্তু পাতা বন্ধ হয়ে যাওয়ায় দিতে পারিনি। বললেন, দেন। পরের দিন ব্যাক পেজে লিড। তারপর এক দুপুরে গেলাম। বললেন, আরেকটা রিপোর্ট করেন্ । করলাম। ডিসেম্বর থেকে নিয়োগ চূড়ান্ত করলেন। বেতন কত চান? বললাম, আমি কাজ করতে চাই। বেতন যা দেন। ২৫০০ টাকা‌ 'মাহিনা' ধরলেন।২০০১ সালে এটাকা কম বলা যাবে না। 

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৬

কিস্তি-২০ ::প্রথম কাটপিস দেখার সুযোগ

প্রিয় মুখ থেকে চাকুরী ছাড়ার পাশাপাশি প্রথম আলোর আলোকিত রাজধানী বন্ধ হয়ে গেলো। তাই কি করা যায় ভাবছিলাম। যুগান্তরের ঢাকা বিষয়ক একটা পাতা ছিল, সেখানে একটা লেখা দিলাম। প্রথম আলো বের করতে থাকলো অন্য আলো , সেখানে একটা ফিচার দিলাম। কিন্তু রিপোর্টিংয়ের নেশা আমার কাটে না।
ইনকিলাবের হাসান মাহমুদ ভাই ডাকলেন তার সাথে বিনোদন পেজে কাজ করার জন্য। সে সময় একমাত্র ইনকিলাবই ফুলপেজ বিনোদন পেজ বার করতো, প্রতিদিন। সাথে সাপ্তাহিক পূর্ণিমাতে। আমি ক'দিন গেলাম, লেখা দিলাম, ছাপাও হলো। কিন্তু আমি চাচ্ছিলাম মূলধারার রিপোর্টিংয়ে থাকতে তাই ক'দিন এ সব করে একটা ব্রেক নিলাম।
এই ব্রেকে আপাতত কয় দিন হাওয়া খাওয়ার ব্যাপার। আমরা বন্ধুরা মিলে নারায়ণগঞ্জে সিনেমা দেখবো বলে ঠিক করলাম। তাই হলো। বাংলা সিনেমায় প্রথম কাটপিস দেখার সুযোগ হয় সোনামিয়া বাজারের পাশে মুনলাইট সিনেমা হলে। সেখানে একটা ভালো সিনেমাতে খারাপ সিন জুড়ে দেয়া হয়। এ নিয়ে কেউ হই চই করলেন না কেউ-ই। আমরা বন্ধুরা একটু অপ্রস্তুত হয়ে গেলাম। এভাবে , একেবারেই সরাসরি এ রকম কোনো দৃশ্য দেখার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। একদিকে লেক অন্যদিকে পুলিশের ফাঁড়ি। তার পাশেই মুনলাইট সিনেমা হল। এ হল আমরা প্রায়ই সিনেমা দেখাতাম।
বিশ্ববিদ্যালয়ে ভর্তির শুরুর দিকে আমার লম্বা চুল ছিল। পরে এটা কাটিয়ে ছোট করে ছিলাম। কারণ বিএনসিসি। এখানে ভর্তি হলাম আর্মি উইংয়ে। তাই চুল কাটা বাধ্যতামূলক। চুল যেহেতু কাটলাম, তাই আর্মি ছাটই দিলাম। সিনেমা হলে আমরা দুই বন্ধু বাবু এবং আমি দুজনেই তাই ওদের চোখে পুলিশ। যাওয়া মাত্র গেট খুলে এগিয়ে আসত, স্যার বসেন। আমরা বসে পড়তাম। একদিন ওদের কারো একজনের সন্দেহ হয়। কাছে এসে জানতে চায়, কোন থানায় আছি। বাবু বলল, আর্মিতে। এটা শুনে পরবর্তী আরো কয়েকমাস ফ্রি সিনেমা দেখা গেলো। হা হা হা।
দিনপার করার পাশাপাশি আমি চিন্তা করলাম আর কী করা যায়। বিশ্ববিদ্যালয়ের পড়ে বিশ্ববিদ্যালয়ের বাইরের সাংবাদিকতা করাটা কঠিন হয়ে উঠছিল। এতে করে পড়াশেনা বিশেষ করে ক্লাশ করাটা সমস্যা হয়ে যাচ্ছে। তাই ভাবলাম বিশ্ববিদ্যালয় রিপোটিংয়ে ঢোকা যায়। পরামর্শটা দিলেন রাজিব ভাই। রাজিব নূর এখন প্রথম আলোতেই আছেন। সে সময়ও ছিলেন। মাঝখানে আরটিভি, নিজের প্রকাশনা সংস্থা হয়ে ইত্তেফাক, তারপর প্রথম আলোতে ফিরেছেন।
রাজিব ভাই বললেন, প্রথম আলোর ঢাকা বিশ্ববিদ্যালয় রিপোর্টার সম্রাটের সাথে দেখা করতে। সে মুহসিন হলে থাকে। এক সকালে তার রুমে গিয়ে হাজির হলাম। অনুৎসাহিত করার যতগুলো পথ আছে, তার সবগুলোই তিনি অনুসরণ করে আমাকে সাংবাদিকতা করতে না করলেন। যদিও তিনি একজন সাংবাদিক , এখনো তিনি এ পেশাতে আছেন এবং এক সাংবাদিককে তিনি জীবনসঙ্গীনী হিসাবে বেছে নিয়েছেন। অনেক্ষন আলাপের পর আমি ফিরে এলাম। কিন্তু আমার সিদ্ধান্ত থেকে দূরে সরার কোনো কারণ খুঁজে পেলাম না। তাই নিজেই আজকের কাগজের অফিসে গেলাম। সে সময় এটি বের হতো মহাখালী থেকে। অফিসে চিফ রিপোর্টার মেসবাহ ভাইয়ের সাথে দেখা করে জানালাম, আমি বিশ্ববিদ্যালয রিপোর্টার হিসাবে কাজ করতে চাই। উনি আমাকে বেশ উৎসাহ দিলেন। সে সময় তাদের রিপোর্টার ছিলেন রিপন ভাই। বললেন, উনি চলে গেলে আমাকে নিবেন, আমি যেন রিপন ভাইয়ের সাথে পরিচিত হয়ে আপাতত অপেক্ষা করি। আমি তাই করতে চাইলাম। কিন্তু প্রথম আলোতে আমার এক সময়ের আরেক সহকর্মী বললেন, মানবজমিনে বিশ্ববিদ্যালয রিপোর্টার নিবে। সুমন ভাই সে সময় তাদের রিপোর্টার। এটা আমার জানা ছিল না। এক দুপুরে আমি মানবজমিন সম্পাদক মতি ভাইয়ের দপ্তরে হাজির হলাম।

এটা নিয়ে পরের কিস্তি-

০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৩

কিস্তি ১৯ ::অশ্লীলতার কবি

শোবিজের মানুষদের নিয়ে নানান কথা শুনি। এবার দেখার পালা। এখানে সেখানে যাওয়া হয়- এফডিসি, বিটিভি ভবনে , সেরকারি টিভি চ্যানেল এবং নাকটপাড়া বেইলি রোড়ে গেলে তাদের নিয়ে কথা শুনি। শিল্পীরাই বলে থাকেন অমুকের সাথে অমুকের অবৈধ সম্পর্ক। তবুও দেখি অভিনেতা অভিনেত্রী সুখি সুখি ভাব নিয়ে ঘুরে ফিরে বেড়ান। শম্পারেজা যেটাকে বলেছিলেন, জীবটাই নাকি অভিনয় মঞ্চ। এখানে সবাই অভিনয় করে বেড়াচ্ছেন। আসলেই তাই। 
শোবিজ জগতের মানুষের জীবনটাই একটা অভিনয়। এখানে তাদের জীবনে নৈতিকতার বালাই নেই। মধ্য বিত্ত পরিবারের ঐতিহ্য এখানে বিসর্জিত, চরমভাবে। 
যৌনতার ছড়াছড়ি। নায়িকাদের অনেকেই এখানে ভোগ্য পণ্য। সেটা অবশ্যই দুপক্ষের মতে। এখানে জোর জবরদস্তি বলে কিছু নেই। আমাদের সাথে সিনেমার একজন সহকারি পরিচালক কাজ করতেন। খোকন নাম। সে অনেক তথ্য দিলো। আমাকে কয়েকদিন এফডিসি নিয়েও গিয়েছিল।অনেকের সাথে আলাপ হলো। চরিত্ররে কদর্যতা এখানে নৈমিত্তিক, তাই এটাকে কেউ খবরও মনে করেন না। 
সে সময়টাতে প্রচুর অশ্লীল বাংলা সিনেমা হচ্ছিল। মুনমুন ও ময়ূরীর আবির্ভাব সে সময়। অভিনেত্রীদের টাইট হাফপ্যান্ট পরা ছবির ছড়া ছড়ি । 
রবীন্দ্র গোঁপ একজন কবি। সে সময় সেন্সর বোর্ডের চেয়ারম্যান ছিলেন। তাই অশ্লীলতার কবি বলা চলে। তার সময় অশ্লীল সিনেমার প্রচণ্ড বিস্তৃতি। 
বাংলাদেশের শো বিজ জগতের এমন অনেকে আছেন, যাদের ভক্ত ছিলাম অনেক আগে থেকে, কিন্তু তাদের জীবনের বিরীপত সাইটটা আমাকে আহত করলো। আমি খুবই কষ্ট পেলাম এটা জেনে যে, নায়িকাদের জীবন কেবল প্রযোজক, পরিচালক বা নায়করা উপভোগ করছেন না, সেখানে কিছু সাংবাদিকও আছেন। মিডিয়া কভারেজের জন্য, নেগেটিভ নিউজ আছে এমন কথা বলে তাদের সাথে একটা সম্পর্ক গড়ে তুলতেন। 
আমি খুবই অবাক হয়েছিলাম এ জন্য যে, এমন অনেক প্রতিষ্ঠিত শোবিজ তারকা ছিলেন, যারা উঠতি তরুণীদের মিডিয়ায় জায়গা করে দেবার নাম করে ভোগ করতেন। খোকন অনেক দিন দরে সিনেমা লাইনে আছে। তার অভিজ্ঞতার ভাণ্ডার সমৃদ্ধ। খোকনের সাথে এখন আমার যোগাযোগ নেই। থাকলে ভালো হতো। এখনকার পরিস্থিতিটা জানা যেতো। 
বিনোদন সাংবাদিকতা না করলে আমার জীবনে অনেক কিছুই অজানা থাকত, বিশেষ করে শোবিজের সুখি সুখি ভাব ধরা মানুষ গুলো, যাদের গল্প রাত জেগে টিভিতে আমরা দেখি এবং ভাবি, ওরা কী আনন্দেই না আছে। 
তাদের বাস্তব জীবন কথা শুনতে শুনতে আমার মনে হয়েছে, আমরা যারা সাধারণ, তারা অনেক ভালো আছি। আল্লাহ আমাদের অনেক ভালো রেখেছেন। আমরা অনেক ভালো থাকতে চাই।
২০০১ সালের জুন মাসে আমি প্রিয়মুখ ছেড়ে দিলাম। পত্রিকাটি অনিশ্চয়তার মুখে পড়েছিল। তাই আমরা যারা সেখানে কাজ করতাম, তারা সবাই বিদায় নিলাম, মালিক পক্ষ সিদ্ধান্ত নিতে পারছিলেন না, এটি তারা চালাবেন নাকি বন্ধ করে দিবেন। তবে আমার জীবনের কিছু ভালো সময় কেটেছে প্রিয়মুখে। আজিজ ভাইকে খুব মিস করি। এখন উনি বোধ হয় ব্যবসা করেন, রেডিমেড কাপড়ের ব্যবসা। আমার সাথে যোগাযোগ নেই। বন্ধুদের মারফত জেনেছিলাম তার সর্বশেষ অবস্থা। 
বিনোদন সাংবাদিকতা নিয়ে আর আলাপ হবে না। এটাই এ নিয়ে শেষ পর্ব। 

সামনের পর্বে অন্য কথা হবে। 

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৪

কিস্তি-১৮ ::আমপাবলিকের সিনেমা কেউ বানাইতে চায় না

মান্না ভাই, নয়াক মান্না। তাকে প্রথম সরাসরি দেখছি, একটা আনন্দ-উত্তেজনা কাজ করছে। আগেই বলেছি আমরা বন্ধুরা মিলে বাংলা সিনেমা দেখতাম, তাই মান্নার প্রতি একটা অনুরাগ ছিল। 
দুপুরের দিকে তার কাকরাইলে অফিসে উঠে এলাম। প্রথম রুমে ঢুকেই মান্না ভাইয়ের কথা জিজ্ঞেনস করতেই একজন চোখ বড় বড় করে তাকালেন আমার দিকে। বললেন, কি বিষয়! উনি ধরে নিয়েছেন আমি নায়ক হওয়ার ধান্ধায় এসেছি। বললাম, সাংবাদিক। উনি বললেন, বসেন। ভাইজান ব্যস্ত আছেন। কিছুক্ষন পর আবার তাড়া দিলাম। উনি উঠে গিয়ে বললেন, মান্না ভাইয়ের ডাক পড়লো। ভেতরে যেতেই বললেন, তোমারে বসায়া রাখছে। আমি খুবই সরি। শুরুতেই আপন করে নেয়ার একটা ক্ষমতা তার আছে। আমি মুগ্ধ হলাম। মান্না ভাই বিশাল দেহি মানুষ। বসে আছেন বিশাল একটা চেয়ারে। সামনে বসে থাকা দুজন কে বিদায় করে দিযে বলল, 'ছোডু ভাই তুমি কই পড়।' জানালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। কথায় কথায় অনেক কথা হলো। জানালেন কি সংগ্রাম করে তাকে জনপ্রিয় মান্না হতে হয়েছেন। বললেন, পরিচালকরা আমাকে নিতে চাইত না। এখন নেয়ার জন্য পেছনে পেছনে ঘোরে। জীবনে সবখানেই র তুমি প্রতিষ্ঠা পেতে বেগ পাইবা। কিন্তু প্রতিষ্ঠা পাইলে তর তর করে খালি উপরে উঠবা। কিন্তু আমাদের মত নায়কদের একটা সমস্যা আছে। সেটা হলো দর্শক না চাইলে আমি কিন্তু জিরো। 
ঢাকা কলেজে পড়তেন মান্না। সে সময়কার স্মৃতি চারণ নিয়েই আলাপ করতে গেছিলাম। বললেন,মরণচাঁদে মাগনা মিষ্টি খাইতাম। এখনো মনে হয় টাকা পয়সা পাইবো। তবে বিষয়টা খুব এনজয় করতাম। সিনেমা জগত সম্পর্কে অনেক কথা বললেন। তবে সিনেমা শিল্পটা যে একটা নিম্ন মানের দিকে ধাবিত হচ্ছে সেটি তিনি সেই ২০০১ সালেই বলেছিলেন। বললেন, এখানে সবাই টাকা কামাই করতে আসে। কেউ ভালো সিনেমা বানাইতে চায় না, ছোডু ভাই। আবার আর্ট ফিল্ম বানায় যারা ওরা সিনেমা বানায় পুরস্কারের সিনেমা। আমপাবলিকের সিনেমা কেউ বানাইতে চায় না। নিজের সিনেমা নিয়েও বললেন। বললেন, ভালো সিনেমা বানাইতে চাই, পাবলিকের সাপোর্টও আছে। কিন্তু মাঝে মধ্যে মিডিয়া সেভাবে সাপোর্ট দেয় না। 
নিজের এলাকার বন্ধুদের নিয়ে গল্প শোনালেন। অনেকের নামও বলেছিলেন, এখন তাদের নাম মনে পড়ছে না। বললেন, গ্রামে গেলে বন্ধুরা তাকে আপনি করে বলে। এতেই তার আপত্তি। তাই ওদের ওপর রাগ করেন। তবুও গ্রামে যান। এলাকাতে একটা হসপিটাল করার ইচ্ছের কথা জানিযেছিলেন। শেষ পর্যন্ত এটি করা হয়নি। তবে মানুষের ভালোবাসা পেয়েছেন প্রচুর। এটাইবা কয়জনের ভাগ্যে জোটে।হঠাৎ করেই মান্না ভাই মারা গেছেন বছর কয়েক আগে। 
তার সাথে গল্প করে বের হওয়ার সময় বললেন, সময় পাইলে চইলা আইসো। বিশ্ববিদ্যালয়ের পড়ে কেউ তো সিনেমা সাংবাদিক হয় না। তুমি কেন হইলা সেই গল্প শুনমু নে। সময় নিয়া ফোন দিয়া আইসো। আমি বের হলাম তার রুম থেকে। চা ও মিষ্টি খাইয়ে ছেড়ে দেয়ার আগে বার বার তার সাথে দুপুরে খেতে বলছিলেন। বিনয়ী মান্নাকে সিনেমার পর্দার মান্নার সাথে মেলানো ঢের কঠিন। বিদায়। মান্না ভাই, যেখানেই আছেন, ভালো থাকুন। 

০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৮

কিস্তি-১৭ ::নায়িকা হতে হলে প্রযোজকের সাথে রাত কাটানো জরুরী

রামপুরায় খালেদা আক্তার কল্পনার বাসায় বসে আছি। সন্ধ্যা ৭ টার মত বাজে। আমার সাথে বন্ধু বাবু। অনেক্ষন পর তিনি এলন। সিনেমার মান উন্নয়ন করার উপায় নিয়ে অনেক কথা হলো। সে সাতে জানা হলো, নতুন কাউকে নায়িকা হতে হলে প্রযোজকের সাথে রাত কাটানো জরুরী। 
হুমায়ূন আহমেদের প্যান্সিলে আঁকা পরী বইটি যারা পড়েছেন তারা এ বিষয়ে সম্মক জ্ঞান রাখেন। তাদের এ লেখা পড়ার দরকার নেই। কল্পনা আপা বললেন, প্রযোজককের কাছৈ টাকা চাইলে সে যদি বলে, আসো বেড়ে। টাকা নিয়ে যাও। তাহলে ভদ্র, মার্জিত ও রুচিশীর পরিবারের মেয়েরা কেন সিনেমা করতে আসবে। খালি প্রযোজকের উৎপাত হলে কথা ছিল, এখানে পরিচালক (সব পরিচালক নন) থেকে শুরু করে বিভিন্ন জন নায়িখার শরীরের প্রতি লালায়িত। তাই এখানে ভালো শিল্পী আসছেন না। সিনেমার মেয়ে ছেলেদের যে সবাই খারাপ জানে সেটা অমূয়লক নয় বলেও জানালেন তিনি। তার সম্পর্কে জানতে চাইছলাম। সে রবি চৌধুরীকে ঘিরে তার সাথে একটা গনিষ্ঠতার খবর বাইরে বয়ে যাচ্ছে। তার স্ট্রেইটকাট জবাব, একটা সুদর্শন যুবক আমার বাসায় থাকে, এ নিয়ে তো কথা হতেই পারে! তার সাথে সেদিন অনেক আলাপ হলো, যার সব কিছুই লেকা যাচ্ছে না। তবে সিনেমার নায়িকাদের শরীর উপভোগ করার ক্ষেত্রে অনেক গণমাধ্যমকর্মীও জড়িত বলে সে সময় জেনেছি। এতে গণমাধ্যমকর্মী হিসাবে খুব খারাপ লেগেছিল। কিন্তু কিছু করার ছিলনা। এভাবেই চলতে চলতে একদিন হয়তো ভালো সময় আসবে, এ ধারণা ছিল। এখনও অবশ্য সেই আগের জায়গাতেই পড়ে আছেন বিনোদন সাংবাদিকরা।


০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১১

কিস্তি-১৬ ::কত জন যে মিডিয়ায় প্রতিষ্ঠা পাওয়ার জন্য কাইত হন!

বিনোদন রিপোর্টার হিসাবে আমার একটা বাড়তি দায়িত্ব ছিল, সেটি হলো প্রতি সপ্তাহে যে সব নতুন গানের ক্যাসেট বাজারে আসে তার একটা রিভিউ তৈয়ার করা। আমি সে সময় ব্শ্বিসাহিত্য কেন্দ্রের আয়েজনে উচ্চাঙ্গ সঙ্গীতের একটা অনুষ্ঠানে প্রায় যেতাম। এতে করে আমার মধ্যে একটা ভিমরুতি ধরেছিল, ক্ল্যাসিক্যাল ধাঁচের গান না হলে আমার ভালো লাগতো না। 
কিন্তু সে সময় কেবল বাজারে উঠতি শিল্পীদের আনা গোনা। পাটুয়াটুলীতে সাউন্ডটেক, সঙ্গীতাসহ বিভিন্ন ক্যাসেট কোম্পানির অফিসে যেতাম ক্যাসেট আনতে। একবার সঙ্গীতা থেকে বলা হলো-ভাই নতুন একজন শিল্পী আসছে তার একটা ভালো নিউজ করে দিতে হবে। যেহেতু তারা আমাকে অনেক শিল্পীর নম্বর দিয়ে হেল্প করেছে, তাই এ রিকোয়েস্ট রাখতে হবে। কিন্তু ক্যাসেটটা না শুনে আমি কথা দিতে পারলাম না।
সেখানে তারেক ভাই ছিলেন, আমাকে মিতা বলে ডাকতেন। তার কাছেই শিল্পীর কয়েক খানা রেডিমেট ছবিও ছিল। সেখান থেকে বাছাই করে কয়খান দিলেন। বললেন, ভাই কইরে দিয়েন। বললাম, ঠিক আছে, দেখবো। পরের কোনো এক সপ্তাহে শিল্পীকে ফোন করলাম। ইস্কাটনে বাসা। গানের গলা খারাপ না । কিন্তু এ একখান ক্যাসেট বের করতে তাকে অনেক জনের সাথে কাইত হতে হয়েছে, জেনে আমি খুবই মর্মাহত হলাম। হেসে হেসে কথা বলেন। আমাকে প্রায় অফিসে ফোন করে আলাপ করতেন। একটা নিউজও করে দিয়েছিলাম। বড় কোনো কভারেজের কথা চিন্তা করতে পারিনি, কাইত হওয়া লোকদের দলভূক্ত হওয়ার ভয়ে। এ রকম কত জন যে মিডিয়ায় প্রতিষ্ঠা পাওয়ার জন্য কাইত হতেন, সেটা আমি আরো পরে বেশি জেনেছিলাম। বিশেষ করে সিনেমা পাড়ায় যাওয়ার পরে।
সিনেমায় অভিনয় করতে হলে নাকি এসব লাগে। সেটা নিয়ে পরের একটা কিস্তি লিখবো। তবে গানের শিল্পীদের এ ধরণের সমস্যা আমাকে পীড়া দিয়েছিল।
আমার নির্বাহি সম্পাদক আজিজ ভাই গানের লোক, ছায়ানটে গান শিখতেন। একদিন বললেন, ক্ল্যাসিক্যাল ধারার শিল্পীদের নিয়া স্টোরি করেন। কিন্তু আমার তখন অল্প বষয়। ব্যান্ডের গান বেশি ভালো লাগে। বিশেষ করে জেমসের। তাই জেমসকে একদিন ফোন করে বললাম, ইনটারভিউ লাগবে। বললেন, প্রশ্ন পাঠিয়ে দাও। উত্তর লিখে দেবো। প্রশ্ন পছন্দ না হলে কিন্তু উত্তর পাবানা। এ শর্তে আমি রাজি। 
তার এলিফ্যান্ট রোড়ের স্টুডিওতে প্রশ্ন পৌছে দিলাম। দুদিন পরে জেমস ভাই ফোন দিয়া বললেন, উত্তর রেডি নিয়া যাও। আর দেখা কইরা যাইও। গিয়ে দেখলাম উনি খুব ব্যস্ত। এর মধ্যে হাত বাড়িয়ে করমর্দন করলেন। বললেন, তুমি আমার অনেক গান শুনেছো। প্রশ্ন পড়ে বুঝতে পারলাম। আমি চুপ করে থাকলাম। জেমস ভাই বললো, সঙ্গীতের দুর্দিন শুরু হইছে। ব্যাপার না। একটা সময় সব ঠিক হইয়া যাইবো। যাও, ভালো থাইকো। যোগাযোগ রাইখো। 

পরের কিস্তি সিনেমার গল্প

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০০

কিস্তি-১৫ ::যাকেই ফোন করি সবাই একটু বিজি বিজি ভাব ধরে

বিনোদন সাংবাদিকতা শুরুর পর আমার কাছে মনে হলো চারিদিকে অন্ধকার। আলো কোথায়? কারো কোনো নম্বর নেই। কীভাবে লিখবো, কী প্রশ্ন করবো এ সব নিয়ে কোনো রকমের সহযোগি দেখলাম। ঢাকায় আমার বন্ধুদের মধ্যেও এমন কেউ ছিল না। পত্রিকার নির্বাহি সম্পাদকের কাছেও সবার নম্বর নেই।দু একজনের নম্বর দিয়ে বললেন, যোগাড় করে নেন। তাই করলাম। অনেক কষ্টে বিভিন্ন জনের কাছ থেকে নম্বর যোগাড় করে রিপোর্টিং শুরু করলাম। 
যাকেই ফোন করি সবাই একটু বিজি বিজি ভাব ধরে। আসলে সে সময় এতটা বিজি হবার মত কোনো কারণ ছিল না। আমার ফোনে গলাটা ভারি শোনায়। বয়স্ক বয়স্ক মনে হয়। তাই অনেক সিনিয়র আর্টিস্ট আমাকে ফোনে কথা বলে অ্যাপয়েন্টমেন্ট দিলেও সামনাসামনি দেখে অনেকে আশাহত হন। 
২০০১ সালের ঘটনা। শেখ সাদি খানের বাসায় গেলাম তার ইন্টারভিউ করতে। দরজা খুলে দিয়ে তিনি বললেন, আপনি? বললাম আমি তারেক, প্রিয়মুখের চিফ রিপোর্টার। আমাকে বসতে বলে ভেতরে চলে গেলেন। কিছুক্ষন পর এসে বললেন, আপনার সাতেই কথা হযেছে্ বললাম জ্বি। কিছুক্ষন চুপ করে থেকে বললেন, আপনি প্রশ্নগুলো লিখেন, আমি উত্তর দেবো।
আমি চুপচাপ বসে প্রশ্ন লিখলাম। তিনি ভেতর থেকে ঘুরে এলেন। প্রশ্নগুলো হাতে নিয়ে ফের ভেতরে চলে গেলেন। কিছুক্ষন পর ফিরে এসে, বললেন, প্রশ্ন করো, আমি রেডি। শেস পর্যন্ত তিনি ইন্টারভিউ দিলেন এবং রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে যেতে যেতে বললেন, কিছু মনে করো না। অনেকে বোঝে না, ইন্টারভিউ নিতে চলে আসে, তাই তোমাকে প্রথমে ভুল বুঝে ছিলাম। সে জন্য দু:খিত। তার এমন ব্যাবহারে আমার চোখে পানি চলে আসলো। একজন মহৎ শির্পী যে কত বড় কলিজাঅলা লোক সেদিন বুঝতে পারলাম। আমাকে উনি বললেন, পড়াশোনাটা জারি রেখো। ভালো করতে পারবে। 


০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২১

কিস্তি-১৪ ::নায়িকার ফটো খিঁচতে তার চরম আনন্দ।

এলোচুলে এগিয়ে এলন তিনি। নাম ডাক চারিদেক তার। তাই একটু সমীহ করেই কথা বলতে হয়। তার অভিনয়ও আমার পছন্দ। ২০০০ সালের এক দুপুর তার সাথে মুখোমুখি হলাম, তাজমহল রোড়ে তাদের বাসার বসার ঘরে। 
আমি উল্টো দিকের সোফায় বসা, বার বার অনুরোধ করলেন তার পাশে বসার জন্য। আড়ষ্ট আমি। এতটা কাছাকাছি হতে চাই না। শেষ পর্য়ন্ত বাধ্য হলাম। তখন আমার বয়স কত হবে? ১৯ কি ২০। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ শেষের দিকে ঘটনা এটি। 
'টি ' অদ্যাক্ষরের এ নায়িকা এখন ভীষন নাম করা। তার পাশে বসে কথা বলছি, ফ্যানের বাতাসে তার এলা চুল আমাকে ছুঁয়ে যাচ্ছে। একটা অস্বস্তি আমার মধ্যে। তার ওপর তাকে যে সব প্রশ্ন করছি সে সব তার পছন্দ হচ্ছে বলে মনে হচ্ছে না। তিনি খেতে পছন্দ করেন, কি রং প্রিয় এ টাইপের প্রশ্নের জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু আমি তার জন্য রেডি করে নিয়েছি ভিন্ন প্রশ্ন, বাংলা নাটকের গল্প, মান ও অভিনয় নিয়ে এ সব প্রশ্ন শুনে উত্তর দিচ্ছিলেন। আর কথায় কথায় অবিয়াসলি বলছিলেন।
আমার ফটোজার্নালিস্ট সমানে ফটো খিঁচছেন। নায়িকার ফটো খিঁচতে তার চরম আনন্দ। 
অনেক ক্ষণ পরে আমরা তার বাসা থেকে বের হলাম, কবে এটি ছাপা হবে তাও জানতে চাইলেন। আমার বিনোদন সাংবাদিকতার জীবনের প্রথম দিকের ঘটনা এটি। এর আগে আরো অনেকের কাছে গেছি। তবে সবচেয়ে পরিশীলিত মনে হযেছে শিল্পী বশির আহমেদের পরিবারকে। পুরো পরিবারই গান করেন। বশির আহমেদের সাক্ষাৎকার নিতে গেছি। ফোনে আমার গলা শুনে বলেছিলেন, যেতে। যাওয়ার পর আমার চেহারা দেখে উনি তো টাসকি। এতো পুলাপাইন। এর কাছে কিসের সাক্ষাৎকার দিব। এটা ভদ্রভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন। কিন্তু আলোচনার ভেতর দিয়ে অনেক খবরই জানলেন। সঙ্গীত সম্পর্কে আমি কিছু জানি কিনা সেটাও যাচাই করে নিলেন। এটা ছিল আমার প্রথম অ্যাসাইনমেন্ট। 

সেদিন তার কন্যা হোমায়রা বশিরের সাক্ষাৎকার নিয়ে ফিরলাম। তার ছেলে রাজা বশির ও স্ত্রী মিনা বশিরের সাথে আলাপ হযেছে অনেক্ষণ। সঙ্গীতের প্রতি আমার টান দেখে মুগ্ধ বশির আহমেদ। আমি লজ্জা পাচ্ছি। তিনি বললেন, 'তুমি সময় পেলেই আমার বাসায় আসবে। তোমার সাথে আলাপ করে ভালো লাগলো। এই যামানার একটা ছেলে ক্লাসিক্যাল সঙ্গীতের খবর রাখে, এটাই আমাকে মুগ্ধ করেছে।' তাদের সাথে আমার অনেক দিন যোগাযোগ ছিল। পরে বিনোদন সাংবাদিকতা ছেড়ে দেয়ার পর আর আলাপ ছিলনা, এ জন্য দুপক্ষই দায়ি।!!! 


পরের কিস্তিতে অন্য গল্প শোনাবো।

০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ২:০১

কিস্তি -১৩ ::'ভাই, ভাবি কিন্তু এখনো ড্রেস চেঞ্জ করে নাই। আপনার অপেক্ষা।'

মিল্টন এসে আমার কানে কানে বললো, 'ভাই, ভাবি কিন্তু এখনো ড্রেস চেঞ্জ করে নাই। আপনার অপেক্ষা।'আমি হাসলাম। সুইটির মা ভাবির কথা হচ্ছে। তিনি আমাদের সাথে আছেন কয়েক মাস। 
সেজে গুজে তিনি বাইরে গেলে আমরা ফেরা পর্যন্ত অপেক্ষা করেন। এসে গল্প করে যান। কেমন লাগছে জানতে চান! বাংলা সিনেমা দেখার সুবাদে সুইটির মা ভাবিকে খারাপ লাগে না। ওজনদার মহিলা। কিউট কিউট একটা ভাব আছে চেহারায়। আমরা বিষয়টা এনজয় করতাম। একজন আরেকজনকে খোঁচাতাম। ভাবির সাথে আমাদের ভাব ছিল-বেশ। সবচেয়ে বেশি ছিল মিজানের সাথে। তারপর মিল্টন । বড়দের তিনি খুব একটা পাত্তা দিতেন না। ভাবির একমাত্র কন্যা সুইটি সবার আদরের। তাই মেসের সবাইকে ভাবি ভালো জানতেন। 

এখন সুইটি এসএসসি করে ফেলেছে। ওর একটা ছোট ভাইও আছে। মেসে আসার পর ভাবির এই বাচ্চা ফয়দা হয়। সেটা নিয়ে আমাদের সবার মাঝে আনন্দ ছিল। ভাবিরা তিনবোন। তাদের মধ্যে তিনিই একমাত্র অবস্থা সম্পন্ন। মুন্সীগঞ্জে তাদের বাড়ি। বাসায় তিনি তারচেয়ে সুন্দরী কাউকে সহ্য করতেন না। বাড়িঅলার তন্বী দু কন্যা এখানে উকি ঝুঁকি মারলে তিনি ক্ষেপে যেতেন। আমাদের সর্বশেষ ঠিক করা বুয়া তারচেয়ে দেখতে ভালো এবং রান্নায় পারদর্শী তিনি এটা মানতে চাইলেন না। একদিন এসে বললেন, তারেক এই বুয়া বিদায় করো। আমি তোমাদের জন্য বুয়া ঠিক করে দিচ্ছি। যেহেতু তিনি ভাবি, তাই তার কথা শুনতে হলো। সবাই বললো, ভাবির সাথে ঝামেলার দরকার নেই। 

যথারীতি বুয়া পাওয়া গেলো না। ক'দিন উনি রান্না করে দিলেন। তারপর কয়েকদিন পর উনার ছোটবোন রান্না করে দিলো। এভাবেই ভালোই চলছিলো। তখন আমাদের ভাঙনের পালা। হলে ওঠার তোড়জোড়। 

ভাবি হিন্দিতে পারদর্শী। সিরিয়াল দেখে জিনিসপত্তর কিনে, সাজগোজ করেন। মিল্টন ও মিজান দুজন হিন্দি সিনেমা টিনেমা দেখে। ওদের সাথে ভাবি এ সব নিয়ে আলাপ করে, আমি নীরব দর্শক। কারণ আমি বাংলা সিনেমা ও নাটকের লোক। তাই এ নিয়ে আমার কোনো কথা বলার থাকে না। 

সুইটির আব্বা সাইফুল ভাই পুরনো ঢাকার মানুষ। কিন্তু বউ নিয়ে কেন যেন বাসায় সবার সাথে বনিবনা হয় না, তাই তিনি আমাদের মেসের একটা রুম নিয়া থাকেন। একদিন কথায় কথায় জানালেন নিজের বাড়ি থাকতেও বাইরে বাসা ভাড়া নিয়ে থাকার কথা। সব কথা একান্তই ব্যক্তিগত, তাই শেযার করা গেলো না। এর মধ্যে সরকার পাল্টে গেলো। আমি ফের হলে ওঠার জন্য তোজজোড় শুরু করলাম। শরণাপন্ন হলাম এক বড় ভাইয়ের । 

তবে তার আগে নায়ক নায়িকাদের নিয়ে কিছু অভিজ্ঞতার গল্প শোনাব। পরের দু তিন পর্ব তাদের নিয়ে।


৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫০

কিস্তি-১২ মেসের সন্ধানে

মহিলা গলা নিচু করে বললেন, সেও এখানে থাকে। আমি মাথা মুন্ডু কিছু বুঝলাম না। একটা রুম। এখানে একজন ঢাকা মেডিকেল পড়ুয়া ছাত্র থাকেন। আরেকজন লাগবে। তার রুমে। আবার একই রুমে কাজের মহিলা থাকে। 
আমি কিছুটা বিস্মিত হয়ে তাকে জিজ্ঞেস কলাম, মানে? মহিলা আমার বোকামি দেখে হেসে দিলেন। আজিমপুর কবর স্থানের গেটের উল্টো দিকের ওই একতলা বাড়িতে আমি আর দ্বিতীয়বার যাইনি। এতটা নিম্ন রুচি আমার নয় যে, কাজের মহিলা নিয়ে ডাক্তার বেটার মত আমিও থাকব! 
পরে খোঁজাখুঁজি করে একটা মেস পাওয়া গেলো- ললিত মোহন দাস লেনে। এক আইনজীবীর বাড়ির চারতলা। মেস করার জন্যই মনে হয় আলাদা আলাদা চারটা রুম নিয়ে চতুর্থ তলা। সেখানে গিয়ে পরিচয় ঘটে শফিক ভাইয়ের সাথে। সিএ করছেন রহমান রহমান হকে। ভালো ছাত্র। গোপালগঞ্জে বাড়ি। কেবল একটাই সমস্যা-রাগ বেশি। কিছু হলেই বটি নিয়া কোপাতে চান। আমি অবশ্য দেখিণি। কেবল শুনেছি। যেহেতু আমি বেশির ভাগ সময় মেসের বাইরে থাকি। তবে শফিক ভাই একদিন বললেন, ঢাকা কলেজের মান্নান নাকি বুয়াকে কুপ্রস্তাব দিযেছে। তাই তাকে খেদিয়ে দেয়া হলো। এত সঙ্কটের মধ্যে বুয়া নির্বাচনের দায়িত্বটা আমি নিলাম। ভালো একটা বুয়াটা পেয়েও গেলাম। পেশাদার নন, উনার স্বামী মারা যাওয়ার পর ঢাকায় আসেন। স্বামী যার বাড়িতে কাজ করতেন সেই বাড়িতে কাজ করেন। ভদ্র মহিলা ভালোই ছিলেন। কিন্তু আমাদের সাথে একটা ফ্যামিলি থাকতো, সেই ফ্যামিলির ভাবির আবার আমাদের বুয়াকে পছন্দ না। তা নিয়ে রাজ্যের ঝামেলা। তবুও এতে আমরা গা করি না। 
মেস লাইফ খারাপ না। বেড়িবাঁধ ও পোস্টঅফিসের পাশের বাজার থেকে কেনাকাটা করে আনি, উনি রেঁধে দেন। সকালে ঘিয়ে ভাজা পরোটা, মাছ মাংসের ছড়াছড়ির কারণে আমার বিরুদ্ধে অভিযোগ- সবাইকে ফতুর করার বুগিদ্ধ করেছি। কেবল শফিক ভাই রিপন ভাই ও মিল্টন কিছু বলে না। 

এখানে আমরা সবাই মিলে আড্ডা দিই। আমার সম সাময়িক কেউ ছিল না। পরে অবশ্য শফিক ভাইয়ের কাজিন মিল্টন আসলো। ও ঢাবিতে পড়ে। তাই আমি আর ও এক রুমে উঠলাম। পরে ওর বন্ধু মিজান। মানিকগঞ্জের পোলা। আমরা খুব মজা করতাম। মিজান প্রায় একটা গান গাইতো... ‌‌'যমুনার জল ঘোলা কইরা... ও সখি বলি গো তোমায়.. কাঞ্চা বয়সে মোর আগুন জ্বলে গায়।'

হা হা হা । এভাবেই ভালোই চলছিল। আমাদের সাথে থাকতেন রিপন ভাই। ঢাকা বিশ্ববিদ্যালয থেকে পাস করে একটি বেসরকারি ব্যাংকে জব করতেন। ভালোই। তার কাছ নব্বুইয়ের গণ অভু্যত্থানের গল্প শুনতাম। ভালোই লাগতো। এক সময় জাসদ কর্মী রিপন ভাই পরে চাকরী নিলেন ইসলামী ব্যাংকে। তার কাছে শোনা গল্প নায়িকা মৌসুমী নাকি আগে মল চত্বরে আড্ডা মারতেন। তার দিকে নাকি কেউ ফিরেও তাকাতেন না। হঠাৎ একদিন মৌসুমী নায়িকা। তাদের তো অবাক হবার পালা। 
মেসে আমাদের সাথে আরেকটা ফ্যামিলি থাকতেন, সামর্থ সে রকম ছিল না বলে হয়ত। তবে তারাও বেশ আন্তরিক ছিলেন। সবচেয়ে আন্তরিক মনে হয়েছে বাড়িঅলাকে। তাদের বাসায় শুক্কুরবারে পোলাও রোস্ট হতো। তার একটা ভাগ চারতলার ব্যাচেলদের জন্য চলে আসতো। এত আদর আপ্যায়নের মধ্যে একটচা কঠিন শর্ত ছিল- ছাদে ওঠা যাবেনা, জানালা খোলা যাবে না। আমরা তাই করতাম। কিন্তু বাড়িঅলা দুইকন্যা যে আমাদের উত্যক্ত করত, সেটা কাউকে বলা যেতে না। বলতামও না। বিশেষ করে মিল্টন ও আমি এ দুজনের অত্যাচারের শিকার ছিলাম। 
মেসে সবচেয়ে বেশি মজা হতো সুইটির মা ভাবিকে নিয়ে। তাকে নিয়ে এক পর্ব না লিখলেই নয় , আনন্দ অসম্পূর্ণ থেকে যাবে। 

পরের কিস্তি সুইটির মা ভাবিকে নিয়ে...

৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৭

কিস্তি ১১- বিনোদন সাংবাদিকতা

নায়িকাদের টিভি পর্দায় দেখি, সোনালী পর্দায় দেখি। এবার সরাসরি দেখার পালা। প্রথম আলোর অনুমতি সাপেক্ষে প্রিয়মুখে কাজ নিলাম। রিপোর্টার। পূর্ণ মাত্রায় বিনোদন রিপোর্টার। এলিফ্যান্ট রোড়ে কামাল ভাইয়ের বাড়ির তিনতলায় অফিস। আজিজ ভাই নির্বাহি সম্পাদক। প্রতিদিন আসি। প্রথম সংখ্যায় কে হবেন প্রচ্ছদ? এ নিয়ে হুলুস্থুল। শেষশেষ তৌকির আহমেদকে প্রচ্ছদ করা হলো। 
এভাবে শুরু। তার পর চললো অনেক দিন। এখানে কাজ করতে এসে অনেকের সাথে ভালো সম্পর্ক হয়ে গেলো। একব পর্যায়ে প্রধান প্রতিবেদেকের দায়িত্ব পেলাশ। আমার পুরো সেটআপ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তাই মজাও ছিল। প্রিয়মুখে কাজ করতে করতে কত রাত যে আজিজ ভাইয়ের বাসায় কাটিয়িছি তার হিসাব নেই। 
এখানে কাজ করতে এসে নায়িকা রত্নার প্রচ্ছদ করতে গিয়ে মজা পেয়েছিলাম, জেমস, নায়িকা সুইটি, বন্যা মর্জিা, চাঁদনী, রিচি সহঅনেকের পরিবারের সাথে ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। দিনে দিতনে সম্পর্কের পরিধি বাড়ছিল। সেই সাথে বাঁকানো শরীরের পরতে পরতে নায়িকাদের অন্ধকার জীবন সম্পর্কে জ্ঞান লাভ করতে ছিলাম অনেক জ্ঞান অর্জন হযেছে। তাই এখান থেকে পালাবো ভাবছিলাম। শেষ পর্যন্ত পালিয়েছিল। তাও ২০০১ সালের দিকে। দুই বছর কাজ করেছিলাম প্রিয় মুখে। পাল ানোর কারণ অবশ্য ভিন্ন আজিজ ভাই আর পত্রিকাটি চালাতে পারছিলেন না। তাই বন্ধ করে দিয়েছেন। দিতেই হবে, কারণ আজিজ ভাইদের এত ইনভেস্টমেন্ট ছিল না। শখের বসে তাদের পাক্ষিক পত্রিকা করা। এখানে অনেকের সাথে বেশ ভাব জমেছিল। তাদের অনেকে এখন অনেক বড় স্টার। আমার কথা তাদের মনে থাকার কথা নয়। এ ক্ষেত্রে ব্যতিক্রম কেবল ইয়াসমীন মুশতারী। নজরুলের গানের শিল্পী। অসাধারণ গান করেন। তার সাথে এখনো যোগাযোগ আছে। তবে এই বিনোদন সাংবাদিতকতা করার কারণে নিউজ স্টোরি ছোট বড় করার একটা ক্ষমতা এখান থেকে লাভ করেছিলাম। একই সাথে তারকাদের জীবনের বিভিন্ন দিক জানার যে দুর্লভ সুযোগ পেলাম, তা জীবনের সঞ্চয় হয়ে থাকবে। এত আলোকিত মুখের আড়ালে এত অন্ধকার প্রথম দিকে আমাকে বিস্মিত করেছিল। কিন্তু বাস্তবতা মানতে আপত্তিক নিশ্চয় কারো থাকার কথা নয়, আমিও সে রকম। বাস্তবতা মেনেই চলেছি। এখনো চলছি। 

পরের কিস্তি... হল ছেড়ে আবার মেসে 

৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

কিস্তি-১০, হলে ওঠা ও নেমে পড়া

হাজিরা ডাকার রেওয়াজ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছিল, এখনো আছে। কিন্তু হল গেটে হাজিরা ডাকার সিস্টেম আমার জানা ছিলনা। আমার বন্ধু ছাত্রলীগ নেতা মোশররফ অবশ্য প্রথম দফায় বাঁচিয়ে দিল। বলল, মধুতে আসিস। তাহলে হবে। মধু মানে মধুর ক্যান্টিন।অনার্স প্রথম বর্সে যারা হলে ওঠে তাদের বাধ্যতামূলক হাজিরা দিতে হয়। আমিও গিয়ে হাজিরা দিয়ে আসি। 
যেদিন হলে ওঠার জন্য আসলাম সেদিন আমাদের ক্লাশ মেট মান্না বললো, মামা মাল চালাইতে পারবি। তাইলে হলে ওঠা নিশ্চিত। বললাম, মাল? ও নিচু গলায় বলল, মেশিন। এখন মেশিনের যুগ। রাজনীতি হলো মেশিনে চলে। মানে অস্ত্রপাতি। 
আমার হলে ওঠা ফরম বা ওয়াজিব ছিল না। শখে হলে ওঠা। বাড়ি থেকে বলা হযেছে হলে ওঠার দরকার নেই। খালি হাঙ্গামা। এ সবে যাওয়ার কোনো মানে নেই। 
আমাদের বন্ধুদের মধ্যে মোশা, মান্না ও দোজা পলিটিকস করে। ছাত্রলীগের পলিটিকস। তাই ওদের মাধ্যমে শেষ পর্যন্ত হলে উঠলাম। আমাকে দেখতে একটু গুণ্ডা গুণ্ডা বলে মনে হয় বলে, হয়ত সহজেই নেতাদের নজরে পড়লাম। হলে খাবার আসতে থাকলো। এক বড় ভাই ডেকে বললো, তোমার ক্যান্টিনে যেতে হবে না। তুমি আমার সাথে মধুতে যাবা। সাথে থাকবা। মানে বডি গার্ড। আমি তো ভাবলাম এবার আমার দফারফা হবে। নেতার বডিগার্ড। 
আমার থাকার ব্যবস্থা হলো যমুনা ব্লকে নেতার রুমেই। রাতভর নেতা কুপরার্শ দেন তার ক্যাডারদের। এ সব শুনতে শুনতে রাত পার হয়ে যায়। ঘুমাই সকালে। এভাবে চলছিল। কিন্তু আমার আর সইছিলো না। কিন্তু হলে উঠে নেতার খেদমত না করে পালিয়ে আসা ভারি মুশকিল। 
একদিন মোশাকে বললাম, শালা আমি প্রথম আলোর কন্ট্রিবিউটর। আর আমারে দিয়া পলিটক্স! এ সব হবে না। আমি পালাবো। ও বললো পালিয়ে থাকতে পারবি না। জালে পড়ে গেছিস। কিন্তু আমি সেটি মানতে চাইলাম না। যথা নিয়মে একদিন ভোরে পালিয়ে গেলাম। আমার ট্রাঙ্ক, লেপ, তোষক, বিছানার চাদর সবই হলে রেখে এলাম হলে, নেতার রুমে।। এ সব আর কোনোদিন ফেরৎ পাইনি। পাবার চিন্তাও করিনি। বঙ্গবন্ধু হলে এটাই আমার প্রথম ওঠা ও নেমে পড়ার গল্প! 


পরের কিস্তি....বিনোদন সাংবাদিকতা নিয়ে


২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২০