কামরস সমেত আইএস যখন মিডিয়ায় খুব প্রচার পাচ্ছে তখন আমার গা শির শির করছিলো। বয়স ছত্রিশ কিন্তু আইএস 'যোদ্ধা'রা তার চে কম বয়সে অল্প বয়সী তরুণীর কুমারিত্ব হরণ করছে--- সেটা আবার আম্রিকান টিভি চ্যানেলে বর্ণণা সমেত প্রচার পাচ্ছে। শুনতে, দেখতে এবং পড়তে সবারই ভালো লাগছিল।
আইএস নামটাও দুর্দান্ত। মোছলমানদের জন্য খেলাফত তরিকা লইয়া হাজির হলো। এ হাজিরায় অনেক অর্থকড়ি ও অস্ত্র সমেত 'মুজা হিদ 'রা ধর্মের 'খেদমত' করতে শুরু করলেন। সে খেদমতের কখসারতে মুছলমান নাম আছে এমুন লোকজনের অবস্থা এখন এমুন যে, তারা বারেক হুসেনের মত নাম ধর্ম বদলায়া ফেলতে পারে বাঁচে অবস্থা!
লাদেন কিচ্ছা খতমে উবামা মুষড়ে পড়ার পর তার চেলাচামুণ্ডারা চিন্তিত অইয়া গেলো; আরে এই আধুনিক জামানায়, সুখ পেতে ইচ্ছুক তরুণদের মধ্য থেকে মোছলমান তরুণদের দিয়ে নতুন একটা প্লট তৈরি করতে হবে না--- নয়া জঙ্গি জন্মাতে বেশি সময় নেয় না। কারণ সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধটা দীর্ঘ না করলে ব্যবসা পাতি নাই।
যৗেনতা, রূপবতী তরুণী আর আইএস এর নিত্য নতুন দখলদারিত্ব, সব ছিড়ে তাল করার গল্প মিডিয়া প্রপাগাণ্ডায় বিশ্বের আনাচে কানাছে ছড়িয়ে যেতে থাকে।
'ইসলামে'র ঝাণ্ডা উড়াইবার আইতাছে আইএস। সুতরাং তাদের সাফল্য কামনায় কিছু বিভ্রান্ত তরুণও যুক্ত হয়। যুক্তরাজ্য থেকে কিছু ভার্জিন তরুণী আইএস যোগ দিতে গেছে; সেটা বিবিসি'র খবর মারফত জেনেছেন অনেকে। আইএস' এ তরুণীদের আগ্রহ নিয়ে রসময় বিবিসি বাংলার রিপোর্ট্ও এ বঙ্গীয় পাঠক পড়েছে।
রুট হিসাবে তুরস্ককে দেখিয়ে তাদের চাপে রাখা; মধ্যপ্রচ্যের ক্ষমতার পালাবদল এবং ইজিপ্টে নয়া কৌশল মিলিয়ে আমেরিকা আধিপত্য বাদ বেশ ভালোই সময় পার করছিলো।
সেই সাথে বঙ্গীয় জঙ্গী জপ গোষ্ঠী আইএস খুঁজে পেয়েছে। ধরেছে জনা কয়েক। কিন্তু যখন সব পশ্চিমা এক সাথে রা করলো বঙ্গদেশে জঙ্গি। তখন জঙ্গিতে আরাম পেতে থাকা সরক্কার বাহাদুর নড়ে চড়ে বসলো। না এখানে জঙ্গি নাই। কিন্তু নিরাপত্তারক্ষীরা এটা মানতে নারাজ। জঙ্গি আছে।
এমনকি মহামান্য প্রেসিডেন্ট থেকে প্রধানমন্ত্রী সবাই এক বাক্যে কইলো দেশে আইএস তো দূরের কথা জঙ্গিবাদ নিশ্চিহ্ণ। সুতরাং এ অভিযোগ ভুয়া। তারপরেও খবর হলো আইএস আছে। জঙ্গি আছে-বঙ্গে।
আমি ব্যাক্তিগতভাবে এর সাথে একশত ভাগ একমত এবং বিশ্বাস করি বঙ্গ দেশে জঙ্গি চাষ সম্ভব না।
কেন সম্ভব না; তা লইয়া আমার একখান পুরনো লেখার লিঙ্ক এখানে---http://www.somewhereinblog.net/blog/neelgiree/30016295
যে কথা কইতে আইলাম তাই তো কওয়া অইলো না।
সবাই ভাবছে রাশিয়ান ভদকা আর রেড ওয়াইনের মেয়াদ শেষ ---ঘটনা এ টুকু হলে ঠিক ছিল। কিন্তু ভদকায় ঝিম মেরে থাকা রাশানরা যে নড়ে চড়ে বসবেন তা বুঝি উবামার তথ্যের বাইরে ছিল? সেটাও অবিশ্বাস্য। তবে পুতিন মামা কামটা ভালোই করছেন। চুদির ভাই আইএসকে মারার কামটা শুরু করছেন।
মুসলমান মারলে সওয়াব আছে--- এ ফরমুলায় আমেরিকা আর রাশিয়া এক। কোনো সন্দেহ নাই। কিন্তু ফাগুনেরই আগুন দিয়া তিলে তিলে আমরিকানদের মোছলমান মারার কামটা দীর্ঘদিন জারি রাখার বদলে রাশিয়ার কারণে কামডা তাড়াতাড়ি অইয়া যাচ্ছে বইলা চিন্তায় আছে উবামা।
তাই এ বঙ্গে বারনিকাট সরকার প্রধানের আইসএস নাই বক্তব্যের পরেও তা দমনে সহায়তার কথা বলেন।
আহা মরি মরি---
এত রস কুতায়। এখানে আইএস এর শরীর গরম করা তরুণী নাই বার্ণিকাট হয়ত জানেন। তার তথ্য অফিসাররাও তাকে সঠিক তথ্য দিতে পারেন না। কারণ জঙ্গির ট্যাবলেট বিক্রি বন্ধ হয়ে গেলে ব্যবসা থাকে না। বড় মন্দা যায় রে পাগল!