১৯৯৮ সালের অক্টোবর মাসে এক বিকাল। ফকিরাপুল এসে বাস থেকে নামলাম। রিকশা চড়ে সোজা চলে গেলাম হোটেল ইসলামে। আপাতত এক রাত এখানে কাটানোর চিন্তা। সকালে ঘুম থেকে উঠে বন্ধু সামাদকে ফোন ধিলাম। টিএন্ডটি ফোনে। ও বললো, চলে আয় আমার মেসে। পরে ও এসে নিয়ে গেল। যাত্রাবাড়ির শহীদ ফারুক রোড়ের উল্টো দিকের একটা নয়া বাড়িতে আমার থাকার ব্যবস্থা হলো। মেসের খাবার আর বন্ধুর সাথে ১৫ দিন থাকার পর নিজের সিট হলো। পুরো বাড়িই মেস। মালিক খুব মজা পান। আমরা মেসে খুব আড্ডা দিতাম। অনেক বন্ধু হয়ে গেলো। তাদের নিয়ে পরের কিস্তি।
১৯ মার্চ ২০১৩
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন